টেকনাফে অস্ত্রসহ ৩ রোহিঙ্গা ডাকাত আটক
Published: 18th, November 2025 GMT
কক্সবাজারের টেকনাফে একটি বিদেশি পিস্তল ও গুলিসহ তিন রোহিঙ্গা ডাকাতকে আটক করেছে যৌথ বাহিনী। উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পে ডাকাতির প্রস্তুতিকালে তাদের আটক করা হয়।
সোমবার (১৭ নভেম্বর) রাত ৯টায় বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত ডিআইজি কাউছার সিকদার।
আরো পড়ুন:
টেকনাফ রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড়ে গোলাগুলি, আতঙ্ক
উখিয়ায় ভাড়া বাসা থেকে ১৮ রোহিঙ্গা আটক
আটকরা হলেন- নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের মৃত সুলতানের ছেলে মোহাম্মদ হাসান (২৫), নুর আলমের ছেলে মো.
ডিআইজি কাউছার সিকদার জানান, সোমবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ১৬ এপিবিএনের আওতাধীন সাতটি রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএন, পুলিশ, আনসার ব্যাটালিয়ন, র্যাব, বিজিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বয়ে বিশেষ অভিযান চালানো হয়। নয়াপাড়া ক্যাম্পের বি-ব্লকের পাঁচ ট্যাংকি মোড় এলাকায় ডাকাত দল অবস্থান করছে এমন তথ্য পেয়ে সেখানে অভিযান চালায় বিশেষ টিম। এ সময় পালানোর চেষ্টাকালে তিনজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
তিনি বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানিয়েছে, আরো ১০-১২ জন সহযোগী নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল তারা। আটককৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে।”
ঢাকা/তারেকুর/মাসুদ
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
বন্দরে সন্দেহভাজন যুবক রাতুল আটক
বন্দরে তারিকুল ইসলাম রাতুল (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আটককৃত যুবক তারিকুল ইসলাম রাতুল বন্দর থানার নবীগঞ্জ টি হোসেন রোড এলাকার মৃত আব্দুল সালাম মিয়ার ছেলে।
আটককৃতকে রোববার (১৬ নভেম্বর) দুপুরে পুলিশ আইনের ৫৪ ধারায় আদালতে প্রেরণ করা হয়। এর আগে গত শনিবার (১৫ নভেম্বর) গভীর রাতে বন্দর থানার নবীগঞ্জ এলাকা থেকে ওই যুবককে আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, গভীর রাতে রাস্তা অযথা ঘুরাফেরা করার অপরাধে উল্লেখিত যুবককে আটক করে ৫৪ ধারায় আদালতে প্রেরণ করা হয়।