স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজের (বিওটি) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ফারাহনাজ ফিরোজ। ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের (বিওটি) এক বিশেষ সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়। তিনি ২০১১ সাল থেকে বোর্ডের সদস্য।

ফারাহনাজ ফিরোজ একজন শিক্ষাবিদ হিসেবে মাইক্রোবায়োলজি বিভাগে বিভিন্ন ক্লাস নেন, পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ফোরাম বা ক্লাব গঠন করেন, যাতে শিক্ষার্থীরা পাঠ্যক্রমবহির্ভূত কার্যকলাপে অংশ নিতে ও সাংগঠনিক দক্ষতা অর্জন করতে পারেন। তিনি বিশ্ববিদ্যালয়ে যোগদানের আগে জাতীয় ও আন্তর্জাতিক সংস্থায় কাজ করেছেন। তিনি বাংলাদেশ সোসাইটি অব মাইক্রোবায়োলজির একজন আজীবন সদস্য। বিজ্ঞপ্তি

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

নরসিংদীতে ব্রহ্মপুত্র থেকে পাঁচ মামলার আসামির লাশ উদ্ধার

নরসিংদীর মনোহরদী উপজেলায় পুরাতন ব্রহ্মপুত্র নদ থেকে রুবেল মিয়া (৪২) নামের পাঁচ মামলার এক আসামির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকাল ১০টার দিকে উপজেলার হাতিরদিয়া বাজারসংলগ্ন নদ থেকে লাশটি উদ্ধার করা হয়।

রুবেল মিয়া কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার চরপাড়া গ্রামের নলবাইদ এলাকার হাবিব উদ্দিনের ছেলে। তাঁর বিরুদ্ধে কুলিয়ারচর ও শিবপুর থানায় চুরি, ছিনতাই, মাদক, হত্যাসহ পাঁচটি মামলা আছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকাল নয়টার দিকে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ থেকে ব্রহ্মপুত্র নদে একজনের লাশ ভেসে থাকার খবর জানতে পারে মনোহরদী থানা-পুলিশ। এক ঘণ্টা পর অজ্ঞাতপরিচয়ে লাশ উদ্ধার করে পুলিশ। পরে নরসিংদী পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) উপপরিদর্শক মো. আশরাফ আলী ঘটনাস্থলে গিয়ে আঙুলের ছাপ সংগ্রহ করে পরিচয় শনাক্ত করেন। এরপর জানা যায়, তাঁর নামে পাঁচটি মামলা আছে।

লাশ উদ্ধারের স্থানটির এক পাশে নরসিংদীর মনোহরদীর হাতিরদিয়া এবং অপর পাশে গাজীপুরের কাপাসিয়ার সনমানিয়া এলাকা। পুলিশ জানায়, গতকাল শুক্রবার রাত তিনটার দিকে কাপাসিয়া থানার একটি টহল দল সনমানিয়া এলাকায় একটি পিকআপ ভ্যান থামায়। পিকআপটিতে তিনটি গরু ও কয়েকজন লোক ছিলেন। পুলিশ দেখে তাঁরা পালানোর চেষ্টা করেন। ধাওয়া দিলে পিকআপটি সেতু পার হয়ে মনোহরদীর দিকে ঢোকার চেষ্টা করে। তবে সেতুর অপর প্রান্তে আরেকটি গাড়ি চলে আসায় সেটি আটকে যায়। তখন লোকজন পিকআপ ফেলে পালিয়ে যান। পুলিশ ঘটনাস্থল থেকে তিনটি গরু ও কিছু অস্ত্র উদ্ধার করে।

মনোহরদী থানার পরিদর্শক (তদন্ত) মাহাতাব রহমান এ খবরের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ধারণা করা হচ্ছে, পালিয়ে যাওয়া ব্যক্তিদের একজন ছিলেন রুবেল মিয়া। পুলিশের ধাওয়া খেয়ে তিনি নদে ঝাঁপ দেন। কিন্তু নদ সাঁতরে পাড়ে উঠতে না পেরে ডুবে যান। আজ সকালে তাঁর লাশ ভেসে ওঠে। তাঁর শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ

  • প্রকাশ্য থেকে গুপ্ত: ভেতর থেকে দেখা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি
  • ডাকাতি হওয়া ২৩ ভরি স্বর্ণ উদ্ধার, গ্রেপ্তার ৩
  • বেতনের অর্ধেক যদি চলে যায় বাসা ভাড়ার পেছনে...
  • রাজনৈতিক ‘অস্ত্র’ না হয়ে প্রভাবমুক্ত হোক পুলিশ
  • গকসু নির্বাচন: জাহিদের প্রচারণায় সবুজের ডাক
  • রাকসুতে দুঃখ ঘোচাতে চায় ছাত্রদল, জয় ধরে রাখতে মরিয়া শিবির
  • শেখ হাসিনার স্বৈরাচারী শাসনের রাজনৈতিক মনস্তত্ত্ব
  • চুয়াডাঙ্গায় আবাসিক হোটেল থেকে একজনের মরদেহ উদ্ধার
  • অনুমতি ছাড়াই মেটার বিজ্ঞাপনে স্কুলশিক্ষার্থীদের ছবি
  • নরসিংদীতে ব্রহ্মপুত্র থেকে পাঁচ মামলার আসামির লাশ উদ্ধার