ইতালির পাদোয়া বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ২০২৫-২৬ শিক্ষাবর্ষে দুই বছর মেয়াদি স্নাতক এবং তিন বছর মেয়াদি স্নাতকোত্তর প্রোগ্রামে স্কলারশিপ দিচ্ছে। বাংলাদেশসহ বিশ্বের অন্য দেশ থেকে শিক্ষার্থীরা এই সুযোগ নিতে পারবেন। ১২২২ সালে প্রতিষ্ঠিত পাদোয়া বিশ্ববিদ্যালয়, যা ইতালির দ্বিতীয় পুরোনো এবং বিশ্বের পঞ্চম প্রাচীনতম বিশ্ববিদ্যালয়। বর্তমানে বিশ্ববিদ্যালয়টি সেরা বৈশ্বিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ১১৫তম অবস্থানে রয়েছে। উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রে এই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অন্যতম পছন্দ।

সুযোগ-সুবিধা—

প্রতি শিক্ষাবর্ষে টিউশন ফি মওকুফসহ মোট ৮ হাজার ইউরো

আরও পড়ুনইতালিতে উচ্চশিক্ষা: স্কলারশিপ, খণ্ডকালীন চাকরিসহ আছে ‘১৫০ ওরে’র সুযোগ০৫ অক্টোবর ২০২৪আবেদনের যোগ্যতা—

আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে

ইতালির নাগরিক নন, এমন প্রার্থী হতে হবে

ইতালিতে বাস করেন না এমন প্রার্থী

একাডেমিক ফলাফল ভালো হতে হবে

ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে

প্রথম আলো ফাইল ছবি.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

হেমাঙ্গ বিশ্বাসের গান অবলম্বনে নাটক ‘জন হেনরি’

মে দিবস সারাবিশ্বের শ্রমিকদের অধিকার আদায়ের দিন। এ উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠানমালায় যুক্ত হয়েছে বেশ কয়েকটি বিশেষ অনুষ্ঠান। থাকছে নাটক ‘জন হেনরি’। 

শিল্পী হেমাঙ্গ বিশ্বাসের লেখা ও গাওয়া ‘নাম তার ছিল জন হেনরি’ গানের ছায়া অবলম্বনে নাট্যকার জামিউর রহমান লেমন ১৯৮৫ সালে ‘জন হেনরি’ নামে একটি মঞ্চনাটক লিখেছিলেন। এবার টেলিভিশনের জন্য নাট্যরূপ দিয়েছেন। এর দৃশ্যধারণ হয়েছে বিটিভির স্টুডিওতে।

অভিনয়ে আসাদ, গাজী ফারুক, কবির আহমেদ, নাজিয়া ফারহা, হুমায়ূন কাবেরী, শাওন, রানা প্রমুখ। গোলাম মোর্শেদের প্রযোজনায় নাটকটি বিটিভিতে আজ রাত ৯টায় 
প্রচার হবে।

সম্পর্কিত নিবন্ধ