‘সফল’ আন্দোলনের পর কুয়েট পেল অন্তর্বর্তী ভিসি
Published: 1st, May 2025 GMT
টানা দুই মাসের আন্দোলনে শিক্ষার্থীরা সফল হওয়ার ছয় দিন পর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অন্তর্বর্তী উপাচার্যের দায়িত্ব দেওয়া হয়েছে অধ্যাপক মো. হযরত আলীকে।
একজন পূর্ণকালীন উপাচার্য আসার আগ পর্যন্ত এই পদে ভারপ্রাপ্ত হিসেবে বিশ্ববিদ্যালয়টির প্রধান নির্বাহী হিসেবে কাজ করবেন তিনি।
অধ্যাপক হযরত আলী চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুরকৌশল বিভাগে অধ্যাপনা করছিলেন।
বৃহস্পতিবার (১ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বৃত্তি ও প্রকৌশল শাখার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
রাষ্ট্রপতি ও আচার্যের অনুমোদন নিয়ে কুয়েট আইন ২০০৩-এর ১০(১) ও ১০(৩) ধারায় পূর্ণকালীন উপাচার্য নিয়োগের আগ পর্যন্ত অন্তর্বর্তী সময়ের জন্য অধ্যাপক হযরত আলীকে এই পদে বসানো হয়েছে।
পদাধিকার বলে কুয়েটের আচার্য রাষ্ট্রপতি।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কুয়েটের অন্তর্বর্তী ভিসি হিসেবে দায়িত্ব পালনের সময়কালে অধ্যাপক হযরত আলী বর্তমান পদের সমান বেতন-ভাতাসহ বিধি অনুযায়ী অন্যান্য সুবিধা পাবেন। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন।
রাষ্ট্রপতি ও আচার্য প্রয়োজন মনে করলে যেকোনো সময় এই নিয়োগ বাতিল করতে পারবেন বলে শিক্ষা মন্ত্রণালয় নিয়োগ শর্তে বলা হয়েছে।
গত ১৮ ফেব্রুয়ারি কুয়েটে সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে নিরাপত্তা দিতে ব্যর্থতার কারণে উপাচার্য ও উপ-উপাচার্যের পদত্যাগ দাবি করেন শিক্ষার্থীরা। টানা দুই মাসের আন্দোলন এবং শিক্ষার্থীদের আমৃত্যু অনশন কর্মসূচির মুখে গত ২৫ এপ্রিল বিশ্ববিদ্যালয়টির উপাচার্য ও উপ-উপাচার্যকে অপসারণ করে প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়। এরই ধারাবাহিকতায় অধ্যাপক হযরত আলী উপাচার্যের দায়িত্ব পেলেন।
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
কুয়েটের অন্তর্বর্তীকালীন উপাচার্য হলেন অধ্যাপক হযরত আলী
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অন্তর্বর্তীকালীন উপাচার্যের দায়িত্ব পেয়েছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. হযরত আলী।
বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে এই পদে নিযুক্ত করা হয়।
শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এ এস এম কাসেম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন অনুসারে এই বিশ্ববিদ্যালয়ে পূর্ণকালীন উপাচার্য নিয়োগের আগ পর্যন্ত অন্তর্বর্তী সময়ের জন্য ড. মো. হযরত আলীকে কুয়েটের উপাচার্য পদের রুটিন দায়িত্ব পালনের জন্য নিয়োগ দেওয়া হলো।
প্রজ্ঞাপনে বলা হয়, তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতা প্রাপ্য হবেন। তিনি বিধি অনুযায়ী পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন। রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।
এর আগে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত ২৫ এপ্রিল কুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে অব্যাহতি দিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়।