ইসলামী শ্রমনীতি প্রতিষ্ঠার মাধ্যমেই শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় হবে : হাফিজুর
Published: 1st, May 2025 GMT
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা কর্তৃক আয়োজিত মহান মে দিবসে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি মোঃ হাফিজুর রহমান বলেন, ইসলামী শ্রমনীতি প্রতিষ্ঠা করার মাধ্যমেই শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় হবে।
বৃহস্পতিবার (১ মে) সোনারগাঁয়ের কাঁচপুর বাস স্ট্যান্ডে নারায়ণগঞ্জ জেলা শ্রমিক কল্যাণ সভাপতি আব্দুল মান্নান'র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, স্বাধীনতার ৫৩ বছরে বিভিন্ন সরকারের কাছে উন্নয়নের বুলি ছাড়া আর কিছু শুনিনি, আমাদের এই নারায়ণগঞ্জ শহরে আদমজী জুট মিল,করিম জুট মিল, বাওয়ানী জুট মিল সহ অনেকগুলো জুট মিল ছিলো।
প্রত্যেকটা জুট মিলে প্রায় ১০/১২ হাজার করে শ্রমিক ছিলো। এই পাটকল গুলো শ্রমিকের জন্য বন্ধ হয়নি,বন্ধ হয়েছিল দুর্নিতিবাজ কর্মকর্তা আর নেতৃত্বের নামে চোর,বাটপারদের জন্য। অনেকেই শ্রমিকদের অধিকারের কথা বলে, কিন্তু আজো পর্যন্ত শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় হয়নি।
তিনি আরও বলেন, আমাদের দেশে এক সময় লাল পতাকাধারী নেতারা বক্তৃতা দিতো, কেউ থাকবে পাঁচ তলায় আর কেউ থাকবে বাঁশ তলায় তা হবেনা। এই বলে তারা কোটিপতি বনে গিয়েছিল।
কিন্তু শ্রমিকদের কোনো ভাগ্য বদল হয়নি। সৎ ও যোগ্য নেতৃত্বের অভাবে আজ শ্রমিকরা দিশেহারা। শ্রমিক কল্যাণ ফেডারেশন এমন এক শ্রম নীতি চায়,মালিক আর শ্রমিকের মধ্যে কোনো ভেদাভেদ থাকবেনা।
আমাদের দেশের নেতারা মালিকের বিরুদ্ধে শ্রমিকদের ক্ষেপিয়ে দিয়ে মিল কারখানা ধ্বংস করছে, পক্ষ্যান্তরে শ্রমিক কল্যাণ ফেডারেশন বলছে মালিক শ্রমিক ভাই ভাই, উন্নয়নের বিকল্প নাই।
নারায়ণগঞ্জ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন'র সাধারন সম্পাদক মো.
এছাড়াও শুভেচ্ছা বক্তব্য রাখেন ফিরোজ আহমেদ ভূইয়া,সাধারন সম্পাদক, নারায়ণগঞ্জ সদর দর্জি শ্রমিক-কর্মচারি ইউনিয়ন, মোঃরুহুল আমিন, সভাপতি, রূপগঞ্জ রিকশা ভ্যান শ্রমিক ইউনিয়ন, আজিজ উদ্দিন বাবুল সভাপতি, ফতুল্লা দক্ষিণ, বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন, নারায়ণগঞ্জ জেলা, মো. হুমায়ূন কবির, সভাপতি সোনারগাঁ উত্তর, বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন, নারায়ণগঞ্জ জেলা।
সমাবেশ শেষে এক বিশাল র্যালি মদনপুর হয়ে কাঁচপুর বাসস্ট্যান্ডে এসে সমাপনী বক্তব্যের মাধ্যমে শেষ হয়।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: স ন রগ ও ন র য়ণগঞ জ ন র য়ণগঞ জ জ ল ইসল ম
এছাড়াও পড়ুন:
নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিস চালু হচ্ছে ১০ মাস পর
পুড়িয়ে ফেলার ১০ মাস পর নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের কার্যক্রম আগামী রোববার থেকে পুরোদমে চালু হচ্ছে। এর আগে গতকাল বুধবার রাত ১২টা ১ মিনিট থেকে অনলাইনে পাসপোর্টের আবেদন নেওয়া শুরু হয়েছে।
নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপরিচালক জামাল হোসেন জানান, নারায়ণগঞ্জের সাইনবোর্ডে অবস্থিত আঞ্চলিক পাসপোর্ট অফিসে আবেদনকারীরা রোববার থেকে আবেদনপত্র জমা, ছবি ও বায়োমেট্রিক দিতে পারবেন।
গত বছরের ১৮ জুলাই রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয় নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস ভবন। আগুনে পুড়ে যায় বিতরণের অপেক্ষায় থাকা ৮ হাজার পাসপোর্ট। পুরো পাসপোর্ট অফিস ভবনটি ধ্বংসস্তূপে পরিণত হয়। আগুন জ্বলতে থাকে ১৯ জুলাই সকাল পর্যন্ত। আগুন দেওয়ার আগে অফিসটিতে লুটপাট চালানো হয়েছিল বলে জানান পাসপোর্ট অফিসের তৎকালীন উপপরিচালক মাহমুদুল হাসান। আগুনে ভবনের নিচতলা থেকে শুরু করে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ তলায় থাকা বায়ো এনরোলমেন্ট যন্ত্রপাতি, প্রশাসন শাখা, অফিস সরঞ্জাম, গুরুত্বপূর্ণ নথি, ফাইলপত্র এবং চতুর্থ তলার রেকর্ডরুম ও অতিথিশালার সবকিছুই পুড়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ, রূপগঞ্জ, আড়াইহাজার, বন্দর, সোনারগাঁ, ফতুল্লা ও সদর উপজেলাবাসী। মুন্সীগঞ্জ ও নরসিংদীতে গিয়ে পাসপোর্ট করতে গিয়ে দুর্ভোগ পোহাতে হয়েছে নারায়ণগঞ্জের সেবাগ্রহীতাদের।
পুড়িয়ে দেওয়ার ৬ মাস পর পাসপোর্ট অফিসটির সংস্কারকাজ শুরু করে গণপূর্ত বিভাগ।
স্থানীয় বাসিন্দা নুরুল ইসলাম বলেন, আবারও পাসপোর্ট অফিসটি চালু হওয়ার সংবাদে তারা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন।