বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে যায়, এমন কোনো চুক্তি না করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘দয়া করে রাজনৈতিক দলগুলোকে ইগনোর (অবজ্ঞা) করে, অবহেলা করে, জনগণকে অবহেলা করে এমন কোনো চুক্তি করবেন না, যেই চুক্তি বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে যাবে।’

আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে মহান মে দিবসে শ্রমিক সমাবেশের আয়োজন করে বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দল। এই সমাবেশে বিশেষ অতিথি ছিলেন মির্জা ফখরুল।

সমাবেশে মির্জা ফখরুল বলেন, ‘আমরা রাজনৈতিকভাবে একটা অস্বাভাবিক পরিস্থিতিতে বাস করছি। আমাদের একটা ছাত্র-জনতার অভ্যুত্থান হয়েছে। আমরা একটা ভয়াবহ ফ্যাসিস্টকে দেশ থেকে তাড়িয়েছি। আমরা ফ্যাসিবাদের পতন ঘটিয়েছি। কিন্তু এখন পর্যন্ত আমরা গণতন্ত্রের উত্তরণ ঘটাতে পারিনি। এখন পর্যন্ত আমাদের যে আকাঙ্ক্ষা, জনগণের ভোটের মাধ্যমে আমাদের সরকার গঠন করব, পার্লামেন্ট (সংসদ) গঠন করব, সেটা কিন্তু এখনো গঠন করতে পারিনি।’

মির্জা ফখরুল বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সবার কাছে শ্রদ্ধেয়। তাঁর কাছে বারবার অনুরোধ করা হয়েছে, যাতে সংস্কারগুলো দ্রুত সম্পন্ন করা হয়।

সংস্কার বিএনপির ‘সন্তান’—এমন মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, যখন আওয়ামী লীগের ফ্যাসিবাদ সাধারণ মানুষের ওপর চেপে বসেছিল, তখন তারেক রহমান রাষ্ট্রকাঠামো পরিবর্তনের কথা চিন্তা করে ৩১ দফা দিয়েছিলেন। যেসব সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে, সেগুলো অবিলম্বে বাস্তবায়ন করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করতে হবে। যেগুলোতে একমত হবে না, তা পরবর্তী পার্লামেন্টে পাস করানোর ব্যবস্থা করতে হবে।
বাংলাদেশের অস্তিত্ব গণতন্ত্রের উত্তরণের ওপর নির্ভর করছে বলে সমাবেশে উল্লেখ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল।

সমাবেশে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান প্রমুখ।

শ্রমিক সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন। সঞ্চালক ছিলেন শ্রমিক দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক মঞ্জুরুল ইসলাম। রাজধানীর আশপাশের জেলা থেকেও বিপুলসংখ্যক নেতা-কর্মী এই সমাবেশে অংশ নেন।

আরও পড়ুনকরিডর দেওয়ার সিদ্ধান্ত আসতে হবে নির্বাচিত সংসদ থেকে: তারেক রহমান৪০ মিনিট আগেআরও পড়ুন১৭ বছর গাছের গোড়ায় পানি দিয়েছি আমরা, আর ফল খেয়েছেন আপনারা: মির্জা আব্বাস২ ঘণ্টা আগে.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ন ব এনপ র র জন ত ক ফখর ল

এছাড়াও পড়ুন:

গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে: হাসনাত আবদুল্লাহ

গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ। তার ব্যক্তিগত ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টের এক স্ট্যাটাসে তিনি এ কথা বলেন।

হাসনাত বলেন, আজ শুক্রবার বিকেল ৩টায় বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে অনুষ্ঠিতব্য বিক্ষোভ সমাবেশে যোগ দিন।

উল্লেখ্য, আওয়ামী লীগকে নিষিদ্ধ ও এর রাজনৈতিক কার্যক্রম বন্ধের দাবিতে রাজপথে নামছে এনসিপি।

সম্পর্কিত নিবন্ধ