আইপিএলে ম্যাক্সওয়েল অধ্যায়ের ইতি, সুযোগ পাচ্ছেন নতুন মুখ
Published: 1st, May 2025 GMT
আইপিএলের শেষ পর্বে এসে বড় এক ধাক্কা খেল পাঞ্জাব কিংস। দলটির অভিজ্ঞ অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল এবার আর মাঠে নামতে পারছেন না। আঙুলের চোট ছিটকে দিলো তাকে আসরের বাকি ম্যাচগুলো থেকে।
চলতি আসরে বল কিংবা ব্যাট— দুটোতেই খুব একটা অবদান রাখতে পারেননি অস্ট্রেলিয়ান এই তারকা। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচের আগের অনুশীলনে আঙুলে ব্যথা পান ম্যাক্সওয়েল। যার জেরেই শেষ পর্যন্ত বাদ পড়তে হয় গুরুত্বপূর্ণ ম্যাচগুলো থেকে।
চেন্নাইয়ের বিপক্ষে ম্যাচে তার অনুপস্থিতিতে মাঠে নামেন তরুণ সূর্যাংশ শেড়গে। সেই ম্যাচের পর পাঞ্জাবের অপর অলরাউন্ডার মার্কাস স্টয়নিস বলেন, “প্রথমে মনে হয়নি চোটটা এতটা সিরিয়াস, কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে অবস্থা খারাপ হয়েছে। স্ক্যান রিপোর্ট আশানুরূপ না হওয়ায় ধারণা করা হচ্ছে ম্যাক্সির আইপিএল শেষ।’’
আরো পড়ুন:
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬: সূচি ও ভেন্যু ঘোষণা
চেন্নাইয়ের ঘরে বিষাদের বাজনা, ধোনির চোখে বিদায়ের আভা
পাঞ্জাবের প্রধান কোচ রিকি পন্টিংও ম্যাক্সওয়েলের অনুপস্থিতি মেনে নিয়েছেন। তবে তার জায়গা পূরণে উপযুক্ত কাউকে খুঁজে পেতে কিছুটা সংকটে রয়েছেন বলেও জানান পন্টিং।
তিনি বলেন, “আমাদের সামনে এখন ১২তম ম্যাচ। এরপর দুটি খেলা হাতে থাকবে। দলের মধ্য থেকেই বিকল্প খুঁজে নিতে হবে। ওমরজাই বা অ্যারন হার্ডির মতো ক্রিকেটার এখনো কোনো ম্যাচ খেলেনি। তাদের দিকেও নজর দেওয়া যেতে পারে।’’
তবে কেবল বিদেশি নয়, ম্যাক্সওয়েলের স্থলাভিষিক্ত হিসেবে দেশি ক্রিকেটারদের মধ্য থেকেও কাউকে সুযোগ দেওয়া হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন পন্টিং। তার ভাষায়, “আমাদের হাতে এখন খুব বেশি অপশন নেই। ভারতীয় তরুণদের মধ্য থেকেই কাউকে পরখ করে দেখা যেতে পারে।”
পাঞ্জাব কিংসের প্লে-অফের লড়াই এখনো বেঁচে আছে। তবে ম্যাক্সওয়েলের মতো অভিজ্ঞ অলরাউন্ডারের অভাব নিশ্চিতভাবেই দলের ভারসাম্যে প্রভাব ফেলতে পারে। এখন দেখার বিষয়, কে হন তার বদলি এবং তিনি কতটা কার্যকর প্রমাণিত হন আসরের বাকি লড়াইয়ে।
ঢাকা/আমিনুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ম য ক সওয় ল
এছাড়াও পড়ুন:
এদের কোনো দিন শিক্ষা হবে না
আগের পর্বআরও পড়ুন‘বাংলাদেশের কি সুপারফোরে ওঠার চান্স আছে?’১৭ সেপ্টেম্বর ২০২৫