বরিশালের আগৈলঝাড়া উপজেলায় র‌্যাবের মাদকবিরোধী অভিযানে হামলা করা হয়েছে। সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার সাহেবের হাটের বাঁশবাড়ী এলাকায় সাদা পোশাকে র‌্যাব সদস্যরা অভিযানে গেলে তাদের ওপর এ হামলা করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযানের সময় র‌্যাব সদস্যরা হামলার মুখে পড়লে আত্মরক্ষার্থে লাঠিচার্জ করে। তখন কয়েক রাউন্ড গুলির শব্দও শোনা যায়। এ সময় সিয়াম মোল্লা ও রাকিব মোল্লা নামে দুইজন গুলিবিদ্ধ হয়। এছাড়া লাঠির আঘাতে আরো দুইজন আহত হয়েছে। যাদের নাম ও পরিচয় পাওয়া যায়নি।

গুলিবিদ্ধ অবস্থায় সিয়াম ও রাকিবকে গৌরনদী উপজেলা হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক সিয়ামকে মৃত বলে ঘোষণা করেন। রাকিবকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। নিহত সিয়াম মোল্লা (২২) উজিরপুর উপজেলার বাহেরঘাট এলাকার বাসিন্দা রিপন মোল্লার ছেলে এবং আহত রাকিব একই এলাকার খালেক মোল্লার ছেলে। তারা এলাকার চিহ্নিত মাদক কারবারি বলে স্থানীয়রা জানিয়েছে।

আরো পড়ুন:

টাঙ্গাইলে ১০ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১

কালীগঞ্জে ইয়াবাসহ সেই সালাউদ্দিন গ্রেপ্তার

মোহনকাঠী গ্রামের ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক হাসান মৃধা জানান, একটি ইজিবাইক থেকে গুলিবিদ্ধ সিয়ামকে তার মোটরসাইকেলে তুলে দিয়ে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য বলা হয়। পরে তাকে গৌরনদী উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। 

গৌরনদী উপজেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জাকিয়া রহমান জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই সিয়াম নামে ওই যুবকের মৃত্যু হয়েছে। তার বুকে গুলির চিহ্ন রয়েছে। আহত রাকিবকে মুমূর্ষু অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গৌরনদী মডেল থানার ওসি মো.

ইউনুস মিয়া জানান, খবর পেয়ে নিহতের লাশ হাসপাতাল থেকে উদ্ধার করা হয়েছে। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে। র‌্যাব-৮ এর পক্ষ থেকে এ ঘটনার এখনো পর্যন্ত বক্তব্য দেওয়া হয়নি।

আগৈলঝাড়া থানার ওসি মো. অলিউর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বর্তমানে ওই এলাকায় র‌্যাব, পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা পুরো ঘটনা খতিয়ে দেখছে। নির্ভরযোগ্য একটি গোয়েন্দা সূত্রে জানা গেছে, মাদক কারবারিদের গুলিতে আইনশৃঙ্খলা বাহিনীর দুইজন সদস্য আহত হয়েছে। এ বেশি কিছু জানা যায়নি।  

ঢাকা/পলাশ/বকুল  

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর বর শ ল সদস য গ রনদ উপজ ল

এছাড়াও পড়ুন:

স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মুদি দোকানি গ্রেপ্তার

পাবনার চাটমোহরে এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলায় শাহীন আলম নামের এক মুদি দোকানিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৯ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গাজীপুরের বাসন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘‘বুধবার সকালে আদালতের মাধ্যমে শাহীনকে জেল হাজতে পাঠানো হয়েছে।’’ গ্রেপ্তার শাহীন উপজেলার গুনাইগাছা ইউনিয়নের বড় শালিখা গ্রামের আব্দুল কুদ্দুস মন্ডলের ছেলে ও স্থানীয় মুদি ব্যবসায়ী।

আরো পড়ুন:

গোপালগঞ্জে সহিংসতায় আরেক মামলা দায়ের

দেবীগঞ্জে ধানখেত থেকে তরুণীর মরদেহ উদ্ধার

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার শাহীনের দোকানে বিস্কুট কিনতে যায় যায় ষষ্ঠ শ্রেণি পড়ুয়া ওই স্কুলছাত্রী। এ সময় দোকানের পাশের একটি বাড়িতে কাঁঠাল দেখানোর কথা বলে নিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ করেন শাহীন।

এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে মামলা করেন। ঘটনার পর থেকেই আত্মগোপনে ছিলেন শাহীন। তথ্য প্রযুক্তির সহায়তায় মঙ্গলবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা/শাহীন/রাজীব

সম্পর্কিত নিবন্ধ