নেপালের কাঠমান্ডুতে আয়োজিত গ্ল্যামার প্রতিযোগিতা ‘বর্ষা সুন্দরী সিজন-৪: অপরূপা’-এ চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশের উদীয়মান মডেল-অভিনেত্রী প্রিয়াঙ্কা চৌধুরী। গত ১৯ এপ্রিল, কাঠমান্ডুর পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হয় এই জমকালো আয়োজন।

আন্তর্জাতিক এই আসরে যৌথভাবে প্রথম রানারআপ হয়েছেন ভারতের দেবারতি, বাংলাদেশের ঐশ্বর্য রায় কৃপা। দ্বিতীয় রানারআপ হয়েছেন ভারতের আদ্দিতা দত্ত।

আরো পড়ুন:

হিমির ১০৯ নাটক, প্রতিটির কোটি ভিউ

অহনা-সীমান্তর ‘ভাঙা সংসার’

মডেলিং দিয়ে শোবিজে পথচলা শুরু করেন প্রিয়াঙ্কা। বিজ্ঞাপনচিত্রে কাজ করে ধীরে ধীরে জায়গা করে নেন দর্শকদের মনে। এরপর নাটকে অভিনয়ের মাধ্যমে নিজের প্রতিভা আরো পরিপক্কভাবে তুলে ধরেন। অভিনয়ের প্রতি গভীর ভালোবাসা ও নিষ্ঠা তাকে এই আন্তর্জাতিক স্বীকৃতি এনে দিয়েছে।

বিজয়ী হওয়ার অনুভূতি ব্যক্ত করে প্রিয়াঙ্কা বলেন, “ভীষণ ভালো লাগছে! এত বড় একটি আন্তর্জাতিক আয়োজনে, অসংখ্য প্রতিযোগীর মাঝে আমি ‘বর্ষা সুন্দরী’ নির্বাচিত হয়েছি। এটা আমার জন্য অনেক বড় প্রাপ্তি।”

শৈশব থেকেই প্রিয়াঙ্কার স্বপ্ন ছিল সিনেমার নায়িকা হওয়ার। সে লক্ষ্যেই ধাপে ধাপে এগিয়ে চলেছেন। সাহসী চরিত্রে কাজ করতে কোনো দ্বিধা নেই তার। নাটক, সিনেমা এবং ওটিটি প্ল্যাটফর্ম— সব মাধ্যমে নিজেকে মেলে ধরতে চান। বিশেষ টান রয়েছে ‘আর্ট ফিল্মের’ প্রতি। ভবিষ্যতে একজন দক্ষ চরিত্রাভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান প্রিয়াঙ্কা।

এ প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন বেশ কজন তারকা ও শিল্পসংশ্লিষ্ট ব্যক্তিত্ব। এ তালিকায় রয়েছেন— বলিউড অভিনেত্রী মন্দাকিনী, ঢালিউড কুইন অপু বিশ্বাস, কলকাতার অভিনেতা নীল ভট্টাচার্য, আন্তর্জাতিক সুপার মডেল ও কোরিওগ্রাফার মাধবীলতা, বাংলাদেশের জনপ্রিয় কোরিওগ্রাফার ও মডেল সৈয়দ রুমা, ব্র্যান্ড প্রমোটার বুশরা কবীর, মডেল-অভিনেতা আসিফ আহমেদ খান।

ঢাকা/রাহাত/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ট ভ ন টক

এছাড়াও পড়ুন:

দ্রুত যুদ্ধের অবসান ঘটাতেই গাজা দখল প্রয়োজন: নেতানিয়াহু

ইসরায়েলের গাজা দখলের পরিকল্পনার পক্ষে সাফাই গাইলেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার দাবি, দ্রুত যুদ্ধের অবসান ঘটাতেই গাজার দখল প্রয়োজন। রবিবার এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেছেন।

শুক্রবার ইসরায়েল তার সামরিক অভিযান সম্প্রসারণ এবং গাজা শহরের বৃহত্তম নগর কেন্দ্র গাজা শহরের নিয়ন্ত্রণ নেওয়ার নতুন পরিকল্পনা অনুমোদন করেছে। এই খবর দেশ-বিদেশে নতুন সমালোচনার জন্ম দিয়েছে, যার মধ্যে বেশ কয়েকটি ইউরোপীয় দেশও রয়েছে।

জেরুজালেমে এক সংবাদ সম্মেলনে বিদেশী সাংবাদিকদের সাথে কথা বলার সময় নেতানিয়াহু বলেন, হামাস অস্ত্র সমর্পণে অস্বীকৃতি জানানোর কারণে ইসরায়েলের কাছে কাজ শেষ করে হামাসকে পরাজিত করা ছাড়া আর কোনো বিকল্প নেই।

হামাস জানিয়েছে, স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত তারা নিরস্ত্রীকরণ করবে না।

গাজা দ্রুত দখল করা হবে উল্লেখ করে নেতানিয়াহু  বলেছেন, “আমরা এই পদক্ষেপের জন্য যে সময়সীমা নির্ধারণ করেছি তা বেশ দ্রুত। আমরা চাই, প্রথমত, নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠা করা যাতে গাজা শহরের বেসামরিক জনগণ সরে যেতে পারে।”

তিনি বলেন, “আমি সঠিক সময়সূচি সম্পর্কে কথা বলতে চাই না, তবে আমরা মোটামুটি সংক্ষিপ্ত সময়সূচির কথা বলছি, কারণ আমরা যুদ্ধের অবসান ঘটাতে চাই। এভাবেই আমরা যুদ্ধের অবসান ঘটাই।”

ঢাকা/শাহেদ

সম্পর্কিত নিবন্ধ