লিওনেল মেসি টানা তিন ম্যাচ ছিলেন গোলহীন। তার দল ইন্টার মায়ামিও তিন ম্যাচেই হেরেছিল। মেজর লিগ সকারে (এমএলএস) শনিবার (৩ মে) গোল পেলেন মেসি, তার দল মায়ামিও ৪-১ ব্যবধানে নিউ ইয়র্ক রেড বুলসের বিপক্ষে জিতল।
কনকাকাফ চ্যাম্পিয়নস কাপ থেকে বিদায় নেওয়ার পর এই রেড বুলসের বিপক্ষে এই জয় ছিল মায়ামির মনোবল ও আত্মবিশ্বাস বৃদ্ধিতে অসামান্য অবদান রেখেছে। তারা কনকাকাফের সেমিফাইনালের দুই লেগে ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসের বিপক্ষে এবং এমএসএসে ডালাসের বিপক্ষে হেরেছিল টানা।
চেজ স্টেডিয়ামে খেলার নবম মিনিটে ফাফা পিকোল্ট গোল করে মায়ামিকে এগিয়ে দেন। মার্সেলো ওয়েইগান্টের ক্রসে লুইস সুয়ারেজ হেড করেন, যেটি পিকোল্ট গোলরক্ষকের পেছনের পোস্ট দিয়ে জালে পাঠিয়ে দেন। এরপর ৩০তম মিনিটে ওয়েইগান্ট নিজেই গোল করেন। তার ডাইভিং হেডার প্রথমে কার্লোস কোরোনেল ঠেকিয়ে দেন, কিন্তু ফিরতি বলটি পেয়েই ওয়েইগান্ট ক্ষীপ্রতার সাথে জালে পাঠিয়ে দেন।
আরো পড়ুন:
মেসিকে নিয়েই এশিয়া-আফ্রিকা সফরে আসছে আর্জেন্টিনা
মায়ামির স্বপ্নভঙ্গ, ইতিহাস গড়লো ভ্যানকুভার এফসি
দ্বিতীয় গোলের নয় মিনিট পরে সুয়ারেজ ব্যবধান ৩-০ করেন। তার নেওয়া শট প্রথমে ব্লক হয়। তবে দ্বিতীয় চেষ্টায় উরুগুয়ান স্ট্রাইকার গোল করতে ভুল করেননি। বিরতির আগে রেড বুলস একটি গোল শোধ দেয়। ওমার ভ্যালেন্সিয়ার কর্নার কিক গোলরক্ষক অস্কার উস্তারির মাথার ওপর দিয়ে সরাসরি জালে প্রবেশ করে।
দ্বিতীয়ার্ধে মায়ামি আর কোন ছাড় দেয়নি। ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখে। ম্যাচের ৬৭তম মিনিটে মেসি নিজের নাম স্কোরশিটে তোলেন। আর্জান্টাইন মহাতারকা সতীর্থ তেলাস্কো সেগোভিয়ার সঙ্গে বল আদান-প্রদান করে প্রতিপক্ষ নোয়া এলেকে কাটিয়ে বাম পায়ে গোল করেন। পাঁচ ম্যাচ পর গোলের দেখা পেলেন মেসি।
এই জয়ে এমএলএস ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট টেবিলের চার নম্বরে উঠে এসেছে ইন্টার মায়ামি। ১০ ম্যাচে তাদের পয়েন্ট ২১। এছাড়া ১১ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে সবার ওপরে কলম্বাস ক্রু, সমান ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ফিলাডেলফিয়া।
ঢাকা/নাভিদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
চার ম্যাচ পর মেসির গোল, তিন ম্যাচ পর মায়ামির জয়
সময়টা ভালো যাচ্ছিল না কারও জন্যই। না লিওনেল মেসির, না ইন্টার মায়ামির। একাধিক ম্যাচে গোল ও জয়খরার পর অবশেষে আজ গোল করেছেন মেসি, জয়ে ফিরেছে মায়ামিও। আজ ফ্লোরিডায় মেজর লিগ সকারের ম্যাচে নিউইয়র্ক রেডবুলসকে ৪–১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে মায়ামি।
এটি টানা তিন হারের পর মায়ামির প্রথম জয়। আর টানা চার ম্যাচ গোলহীন থাকা মেসি করেছেন একটি গোল। এ ছাড়া গোল করেছেন লুইস সুয়ারেজ, মার্সেলো ভেইগান্ট আর ফাফা পিকাল্ট। এই জয়ে এমএলএস ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় চারে উঠে এসেছে ইন্টার মায়ামি।
ফোর্ট লডারডেলের চেজ স্টেডিয়ামের ম্যাচটিতে ৯ মিনিটেই মায়ামিকে এগিয়ে দেন পিকাল্ট। ৩০ মিনিটে ব্যবধানে দ্বিগুণ হয় ভেইগান্টের গোলে। আর ম্যাচের ৩৯ মিনিটে সুয়ারেজ স্কোরলাইন করে ফেলেন ৩–০। এই গোলে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৯ ম্যাচের গোলখরা কাটান সাবেক উরুগুইয়ান তারকার।
গত বছর এমএলএস কাপের ফাইনাল খেলা রেডবুলস টানা তিন গোল হজমের পর এরিক ম্যাক্সিম চুপো–মোটিংয়ের সৌজন্যে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। গত বছর বায়ার্ন মিউনিখ থেকে আসা এই ক্যামেরুনিয়ান ৪৩তম মিনিটে রেডবুলসকে গোল এনে দেন।
মেসির গোলটি আসে ম্যাচের ৬৭তম মিনিটে।
দ্বিতীয়ার্ধের একমাত্র গোলটি আসে মেসিরই তৈরি করা আক্রমণ থেকে। বক্সের বাইরে থেকে মেসি তালেসকো সেগোভিয়ার সঙ্গে দ্রুত দুবার বল দেওয়া–নেওয়া করেন।
ততক্ষণে বক্সের মধ্যে ঢুকে যাওয়া আর্জেন্টাইন তারকা দুই ডিফেন্ডারের চাপ সামলে বাঁ পায়ের জোরালো শট বল জালে পাঠান। এটি চলতি বছর মায়ামির হয়ে ১৩ ম্যাচে মেসির ৮ম গোল। আর ক্যারিয়ারের ৮৫৯তম।
এমএলএস ইস্টার্ন কনফারেন্সে ১০ ম্যাচে মায়ামির পয়েন্ট ২১। ১১ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে সবার ওপরে কলম্বাস ক্রু, সমান ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় ফিলাডেলফিয়া।