লিওনেল মেসি টানা তিন ম্যাচ ছিলেন গোলহীন। তার দল ইন্টার মায়ামিও তিন ম্যাচেই হেরেছিল। মেজর লিগ সকারে (এমএলএস) শনিবার (৩ মে) গোল পেলেন মেসি, তার দল মায়ামিও ৪-১ ব্যবধানে নিউ ইয়র্ক রেড বুলসের বিপক্ষে জিতল।
কনকাকাফ চ্যাম্পিয়নস কাপ থেকে বিদায় নেওয়ার পর এই রেড বুলসের বিপক্ষে এই জয় ছিল মায়ামির মনোবল ও আত্মবিশ্বাস বৃদ্ধিতে অসামান্য অবদান রেখেছে। তারা কনকাকাফের সেমিফাইনালের দুই লেগে ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসের বিপক্ষে এবং এমএসএসে ডালাসের বিপক্ষে হেরেছিল টানা।
চেজ স্টেডিয়ামে খেলার নবম মিনিটে ফাফা পিকোল্ট গোল করে মায়ামিকে এগিয়ে দেন। মার্সেলো ওয়েইগান্টের ক্রসে লুইস সুয়ারেজ হেড করেন, যেটি পিকোল্ট গোলরক্ষকের পেছনের পোস্ট দিয়ে জালে পাঠিয়ে দেন। এরপর ৩০তম মিনিটে ওয়েইগান্ট নিজেই গোল করেন। তার ডাইভিং হেডার প্রথমে কার্লোস কোরোনেল ঠেকিয়ে দেন, কিন্তু ফিরতি বলটি পেয়েই ওয়েইগান্ট ক্ষীপ্রতার সাথে জালে পাঠিয়ে দেন।
আরো পড়ুন:
মেসিকে নিয়েই এশিয়া-আফ্রিকা সফরে আসছে আর্জেন্টিনা
মায়ামির স্বপ্নভঙ্গ, ইতিহাস গড়লো ভ্যানকুভার এফসি
দ্বিতীয় গোলের নয় মিনিট পরে সুয়ারেজ ব্যবধান ৩-০ করেন। তার নেওয়া শট প্রথমে ব্লক হয়। তবে দ্বিতীয় চেষ্টায় উরুগুয়ান স্ট্রাইকার গোল করতে ভুল করেননি। বিরতির আগে রেড বুলস একটি গোল শোধ দেয়। ওমার ভ্যালেন্সিয়ার কর্নার কিক গোলরক্ষক অস্কার উস্তারির মাথার ওপর দিয়ে সরাসরি জালে প্রবেশ করে।
দ্বিতীয়ার্ধে মায়ামি আর কোন ছাড় দেয়নি। ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখে। ম্যাচের ৬৭তম মিনিটে মেসি নিজের নাম স্কোরশিটে তোলেন। আর্জান্টাইন মহাতারকা সতীর্থ তেলাস্কো সেগোভিয়ার সঙ্গে বল আদান-প্রদান করে প্রতিপক্ষ নোয়া এলেকে কাটিয়ে বাম পায়ে গোল করেন। পাঁচ ম্যাচ পর গোলের দেখা পেলেন মেসি।
এই জয়ে এমএলএস ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট টেবিলের চার নম্বরে উঠে এসেছে ইন্টার মায়ামি। ১০ ম্যাচে তাদের পয়েন্ট ২১। এছাড়া ১১ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে সবার ওপরে কলম্বাস ক্রু, সমান ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ফিলাডেলফিয়া।
ঢাকা/নাভিদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
এমএলএসে এবার মুলার: ইউরোপে মৌসুম শেষে আর কারা গেলেন
ক্যারিয়ারের শেষ অধ্যায়ে আসা ফুটবলারদের জন্য নতুন তীর্থ স্থান হয়ে উঠেছে সৌদি প্রো লিগ ও মেজর লিগ সকার (এমএলএস)। ক্রিস্টিয়ানো রোনালদোর পথ ধরে সৌদি লিগ এবং লিওনেল মেসিকে অনুসরণ করে এমএলএসের ক্লাবগুলোকে বেছে নিচ্ছেন ফুটবলাররা।
চলতি দলবদলে ক্যারিয়ারের গোধূলিবেলায় প্রবেশ করা বেশ কজন ফুটবলার যেমন বেছে নিলেন এমএলএসকে। যাঁর সর্বশেষ নাম টমাস মুলার। বায়ার্ন মিউনিখের এই কিংবদন্তি জার্মান স্ট্রাইকার চলতি দলবদলে যোগ দিয়েছেন এমএলএসের ক্লাব ভ্যানকুভার হোয়াইটক্যাপসে। মুলারের যোগ দেওয়ার খবর নিশ্চিত করেছে মার্কিন ক্লাবটি।
৩৫ বছর বয়সী মুলার শুধু বায়ার্নের হয়েই কাটিয়েছেন ২৫ বছর। এমনকি পেশাদার ফুটবলে অভিষেকের পর মূল দলের হয়েই খেলেছেন ১৭ বছর। এই সময়ে ১৩টি লিগ এবং ২টি চ্যাম্পিয়নস লিগ শিরোপাসহ জিতেছেন অসংখ্য ট্রফি। তবে সব ভালো কিছুই কখনো না কখনো নাকি শেষ হতে হয়। সে নিয়ম মেনেই গত মৌসুমে লিগ জেতার পর বায়ার্ন ছাড়ার ঘোষণা দেন মুলার। আর এবার তিনি যোগ দিলেন যুক্তরাষ্ট্রের ক্লাব ভ্যানকুভারে।
আরও পড়ুনমেসির লিগে যোগ দিয়েছেন হিউং-মিন সন০৬ আগস্ট ২০২৫নতুন ক্লাবে যোগ দেওয়ার প্রতিক্রিয়ায় মুলার বলেছেন, ‘আমি এই দলকে চ্যাম্পিয়নশিপ জিততে সাহায্য করার জন্য ভ্যানকুভারে আসার অপেক্ষায় আছি। শহরটি সম্পর্কে অনেক ভালো কথা শুনেছি, তবে সবার আগে ও প্রধানত আমি আসছি শিরোপা জিততে।’
এই মুহূর্তে এমএলএসের ওয়েস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় ২ নম্বরে আছে ভ্যানকুভার। শীর্ষে থাকা সান ডিয়েগোর চেয়ে এক ম্যাচ কম খেলে মাত্র ১ পয়েন্টে পিছিয়ে আছে তারা।
মুলার ছাড়াও এই মৌসুমে ইউরোপ থেকে বেশ কজন তারকা ফুটবলার এমএলএসে যোগ দিয়েছেন। এর আগে রদ্রিগো দি পল আতলেতিকো মাদ্রিদ থেকে এসেছেন ইন্টার মায়ামিতে। যেখানে জাতীয় দল সতীর্থ লিওনেল মেসির সঙ্গে জুটি বেঁধেছেন ৩১ বছর বয়সী এই মিডফিল্ডার।
আরও পড়ুনমেসি পাশে থাকায় ক্লাব ক্যারিয়ারে ট্রফিখরা নিয়ে ভাবনা নেই দি পলের০২ আগস্ট ২০২৫টটেনহামের কিংবদন্তি ফুটবলার সন হিউং–মিনও এসেছেন এমএলএসে। স্পার্সদের সঙ্গে ১০ বছরের সম্পর্কের ইতি টেনে ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড নাম লিখিয়েছেন লস অ্যাঞ্জেলেস এফসিতে।
এই বড় নামগুলোর পাশাপাশি আরও বেশ কজন ফুটবলার ইউরোপ ছেড়ে এবারের দলবদলে এমএলএসে এসেছেন। তাঁদের মধ্যে রব হোল্ডিং (ক্রিস্টাল প্যালেস থেকে কলোরাডো র্যাপিডস), হ্যারি তোফোলো (নটিংহাম থেকে শার্লট এফসি) এবং হুয়ান বেরোকাল (হেতাফে থেকে আটলান্টা) উল্লেখযোগ্য।