লিভারপুল ও ম্যানইউ হোঁচট, চেলসি-ব্রেন্টফোর্ডে হাসি
Published: 5th, May 2025 GMT
ইংলিশ প্রিমিয়ার লিগে রোববারের ম্যাচগুলোতে নাটকীয়তা ও চমক ছিল সমানতালে। একদিকে যখন লিভারপুল ও ম্যানচেস্টার ইউনাইটেড হারের তিক্ত স্বাদ মেনে নেয়, ঠিক তখন চেলসি ও ব্রেন্টফোর্ড তুলে নেয় গুরুত্বপূর্ণ জয়।
চেলসির বিপক্ষে বিধ্বস্ত লিভারপুল:
শিরোপার দৌড়ে অনেক আগেই নিজেদের জায়গা নিশ্চিত করেছিল লিভারপুল। তাই বাকি ম্যাচগুলো এখন তাদের জন্য নিছক নিয়মরক্ষার। তবে নিয়মরক্ষার ম্যাচেও অলরেডরা হোঁচট খেয়েছে। স্ট্যামফোর্ড ব্রিজে চেলসির কাছে ৩-১ ব্যবধানে হার মানতে হয়েছে ক্লপের শিষ্যদের।
ম্যাচের তৃতীয় মিনিটেই চেলসিকে এগিয়ে দেন এনজো ফার্নান্দেজ। পেদ্রো নেতোর নিখুঁত ক্রস থেকে ডান পায়ের প্লেসমেন্টে লক্ষ্যভেদ করেন। বিরতির পর লিভারপুলের দুর্ভাগ্য আরও বাড়ে, ৫৬ মিনিটে আত্মঘাতী এক গোলে ব্যবধান দাঁড়ায় ২-০।
আরো পড়ুন:
ঘাম ঝরানো জয়ে টিকে রইলো রিয়াল
স্টেগেনের ফেরার ম্যাচে পিছিয়ে পড়েও জিতল ‘কামব্যাক কিং’ বার্সা
লিভারপুল অধিনায়ক ভার্জিল ফন ডাইক ৭৮ মিনিটে একটি গোল করে ব্যবধান কমান বটে, তবে সেটি কেবল সান্ত্বনার ছিল। ম্যাচের যোগ করা সময়ের ছয় মিনিটে পেনাল্টি থেকে গোল করে চেলসির বড় জয় নিশ্চিত করেন কোল পালমার। চেলসি শেষ পর্যন্ত ৩-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে এবং নিজেদের চ্যাম্পিয়ন্স লিগ আশাকে জীবন্ত রাখে।
সাত গোলের রোমাঞ্চে ডুবলো ম্যানচেস্টার ইউনাইটেড:
রবিবারের আরেক ম্যাচে ব্রেন্টফোর্ডের মাঠে রীতিমতো গোলের বন্যা বয়ে যায়। সাত গোলের রুদ্ধশ্বাস লড়াইয়ে ম্যানচেস্টার ইউনাইটেডকে ৪-৩ গোলে হারিয়েছে স্বাগতিক ব্রেন্টফোর্ড।
শুরুটা ভালো করলেও ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারেনি এরিক টেন হাগের দল। প্রতিপক্ষের ট্যাকটিকসে গতি হারায় তাদের রক্ষণভাগ। ব্রেন্টফোর্ডের পাঁকা আক্রমণে একের পর এক ভেঙে পড়ে ইউনাইটেড ডিফেন্স। শেষ দিকে গোল শোধের চেষ্টা করলেও তা যথেষ্ট হয়নি।
এই পরাজয়ে লিগ টেবিলে আরও পিছিয়ে পড়েছে ইউনাইটেড। অন্যদিকে ব্রেন্টফোর্ড নিজেদের মাঠে জয় তুলে নিয়ে পয়েন্ট টেবিলে কিছুটা স্বস্তি ফিরে পেয়েছে।
এই ম্যাচগুলো প্রমাণ করলো, লিগের শেষদিকে এসেও উত্তেজনার যেন শেষ নেই। পয়েন্ট টেবিলের হিসাব-নিকাশ বদলাতে এখনও অনেক কিছু ঘটতে পারে।
ঢাকা/আমিনুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ফ টবল ব যবধ ন
এছাড়াও পড়ুন:
লিভারপুল ও ম্যানইউ হোঁচট, চেলসি-ব্রেন্টফোর্ডে হাসি
ইংলিশ প্রিমিয়ার লিগে রোববারের ম্যাচগুলোতে নাটকীয়তা ও চমক ছিল সমানতালে। একদিকে যখন লিভারপুল ও ম্যানচেস্টার ইউনাইটেড হারের তিক্ত স্বাদ মেনে নেয়, ঠিক তখন চেলসি ও ব্রেন্টফোর্ড তুলে নেয় গুরুত্বপূর্ণ জয়।
চেলসির বিপক্ষে বিধ্বস্ত লিভারপুল:
শিরোপার দৌড়ে অনেক আগেই নিজেদের জায়গা নিশ্চিত করেছিল লিভারপুল। তাই বাকি ম্যাচগুলো এখন তাদের জন্য নিছক নিয়মরক্ষার। তবে নিয়মরক্ষার ম্যাচেও অলরেডরা হোঁচট খেয়েছে। স্ট্যামফোর্ড ব্রিজে চেলসির কাছে ৩-১ ব্যবধানে হার মানতে হয়েছে ক্লপের শিষ্যদের।
ম্যাচের তৃতীয় মিনিটেই চেলসিকে এগিয়ে দেন এনজো ফার্নান্দেজ। পেদ্রো নেতোর নিখুঁত ক্রস থেকে ডান পায়ের প্লেসমেন্টে লক্ষ্যভেদ করেন। বিরতির পর লিভারপুলের দুর্ভাগ্য আরও বাড়ে, ৫৬ মিনিটে আত্মঘাতী এক গোলে ব্যবধান দাঁড়ায় ২-০।
আরো পড়ুন:
ঘাম ঝরানো জয়ে টিকে রইলো রিয়াল
স্টেগেনের ফেরার ম্যাচে পিছিয়ে পড়েও জিতল ‘কামব্যাক কিং’ বার্সা
লিভারপুল অধিনায়ক ভার্জিল ফন ডাইক ৭৮ মিনিটে একটি গোল করে ব্যবধান কমান বটে, তবে সেটি কেবল সান্ত্বনার ছিল। ম্যাচের যোগ করা সময়ের ছয় মিনিটে পেনাল্টি থেকে গোল করে চেলসির বড় জয় নিশ্চিত করেন কোল পালমার। চেলসি শেষ পর্যন্ত ৩-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে এবং নিজেদের চ্যাম্পিয়ন্স লিগ আশাকে জীবন্ত রাখে।
সাত গোলের রোমাঞ্চে ডুবলো ম্যানচেস্টার ইউনাইটেড:
রবিবারের আরেক ম্যাচে ব্রেন্টফোর্ডের মাঠে রীতিমতো গোলের বন্যা বয়ে যায়। সাত গোলের রুদ্ধশ্বাস লড়াইয়ে ম্যানচেস্টার ইউনাইটেডকে ৪-৩ গোলে হারিয়েছে স্বাগতিক ব্রেন্টফোর্ড।
শুরুটা ভালো করলেও ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারেনি এরিক টেন হাগের দল। প্রতিপক্ষের ট্যাকটিকসে গতি হারায় তাদের রক্ষণভাগ। ব্রেন্টফোর্ডের পাঁকা আক্রমণে একের পর এক ভেঙে পড়ে ইউনাইটেড ডিফেন্স। শেষ দিকে গোল শোধের চেষ্টা করলেও তা যথেষ্ট হয়নি।
এই পরাজয়ে লিগ টেবিলে আরও পিছিয়ে পড়েছে ইউনাইটেড। অন্যদিকে ব্রেন্টফোর্ড নিজেদের মাঠে জয় তুলে নিয়ে পয়েন্ট টেবিলে কিছুটা স্বস্তি ফিরে পেয়েছে।
এই ম্যাচগুলো প্রমাণ করলো, লিগের শেষদিকে এসেও উত্তেজনার যেন শেষ নেই। পয়েন্ট টেবিলের হিসাব-নিকাশ বদলাতে এখনও অনেক কিছু ঘটতে পারে।
ঢাকা/আমিনুল