পুরুষ দলের বিপক্ষে ক্যারিবীয় নারী ক্রিকেটারের ফিফটি
Published: 6th, May 2025 GMT
ওয়েস্ট ইন্ডিজ নারী ক্রিকেট দলের অধিনায়ক হেলি ম্যাথাউস পুরুষ ক্রিকেট দলের বিপক্ষে একটি তিন ম্যাচের ম্যাচে ফিফটি করেছেন। দ্বিতীয় ইনিংসে ২ রানে ২ উইকেট হারানো দলের হাল ধরে ওই ফিফটি করেন তিনি।
ব্রিজটাউনে বারবাডোজ ক্রিকেট অ্যাসোসিয়েশনের এলিট ডিভিশন লিগে ম্যাথাউস ইএসএ ফিল্ড পিকউইকের হয়ে খেলেন। তাদের ম্যাচটি ছিল সিগনিয়া গ্লোব ফাইনান্সসিয়াল বিসিএ ইয়ূথ দলের বিপক্ষে।
প্রথম ইনিংসে ম্যাথাউস পাঁচে ব্যাট করতে নামেন। ৫ বল খেলে ২ রান করে আউট হয়ে যান তিনি। তার দল ২৫ ওভার ব্যাটিং করে মাত্র ৬২ রানে অলআউট হয়ে যায়। জবাবে বিসিএ ইয়ূথ ১৭৭ রান তোলে। ওই ইনিংসে ৭ ওভারে বোলিং করে ১৮ রান দিয়ে ১ উইকেট নেন।
দ্বিতীয় ইনিংসে পিকউইকের হয়ে চারে ব্যাট করতে নামেন ওয়েস্ট ইন্ডিজ নারী দলের অধিনায়ক ম্যাথাউস। ওই ইনিংসে ৭১ বলে ৬০ রানের ইনিংস খেলেন তিনি। দ্বিতীয় ইনিংসে তার দল ২৫৬ রান তুলতে পারে। প্রতিপক্ষের লিড শোধ করে জয়ের জন্য ১৪২ রানের লক্ষ্য দাঁড় করায়। জবাবে ২৫ রানে ২ উইকেট হারিয়ে দ্বিতীয় দিন শেষ করে বিসিএ।
হেলি ম্যাথাউসের বাবা ছিলেন ক্রিকেটার। বারবাডোজের শীর্ষ লিগে খেলেছেন তিনি। তার ভাইও একই লিগে পেসার হিসেবে খেলেন। ম্যাথাউস যখন ৮ বছরের শিশু তখন থেকেই পুরুষ দলের বিপক্ষে ক্রিকেট খেলতেন তিনি। অনূর্ধ্ব-১৩ পুরুষ দলের অধিনায়কও ছিলেন এই নারী ক্রিকেটার।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
পুরুষ দলের বিপক্ষে ক্যারিবীয় নারী ক্রিকেটারের ফিফটি
ওয়েস্ট ইন্ডিজ নারী ক্রিকেট দলের অধিনায়ক হেলি ম্যাথাউস পুরুষ ক্রিকেট দলের বিপক্ষে একটি তিন ম্যাচের ম্যাচে ফিফটি করেছেন। দ্বিতীয় ইনিংসে ২ রানে ২ উইকেট হারানো দলের হাল ধরে ওই ফিফটি করেন তিনি।
ব্রিজটাউনে বারবাডোজ ক্রিকেট অ্যাসোসিয়েশনের এলিট ডিভিশন লিগে ম্যাথাউস ইএসএ ফিল্ড পিকউইকের হয়ে খেলেন। তাদের ম্যাচটি ছিল সিগনিয়া গ্লোব ফাইনান্সসিয়াল বিসিএ ইয়ূথ দলের বিপক্ষে।
প্রথম ইনিংসে ম্যাথাউস পাঁচে ব্যাট করতে নামেন। ৫ বল খেলে ২ রান করে আউট হয়ে যান তিনি। তার দল ২৫ ওভার ব্যাটিং করে মাত্র ৬২ রানে অলআউট হয়ে যায়। জবাবে বিসিএ ইয়ূথ ১৭৭ রান তোলে। ওই ইনিংসে ৭ ওভারে বোলিং করে ১৮ রান দিয়ে ১ উইকেট নেন।
দ্বিতীয় ইনিংসে পিকউইকের হয়ে চারে ব্যাট করতে নামেন ওয়েস্ট ইন্ডিজ নারী দলের অধিনায়ক ম্যাথাউস। ওই ইনিংসে ৭১ বলে ৬০ রানের ইনিংস খেলেন তিনি। দ্বিতীয় ইনিংসে তার দল ২৫৬ রান তুলতে পারে। প্রতিপক্ষের লিড শোধ করে জয়ের জন্য ১৪২ রানের লক্ষ্য দাঁড় করায়। জবাবে ২৫ রানে ২ উইকেট হারিয়ে দ্বিতীয় দিন শেষ করে বিসিএ।
হেলি ম্যাথাউসের বাবা ছিলেন ক্রিকেটার। বারবাডোজের শীর্ষ লিগে খেলেছেন তিনি। তার ভাইও একই লিগে পেসার হিসেবে খেলেন। ম্যাথাউস যখন ৮ বছরের শিশু তখন থেকেই পুরুষ দলের বিপক্ষে ক্রিকেট খেলতেন তিনি। অনূর্ধ্ব-১৩ পুরুষ দলের অধিনায়কও ছিলেন এই নারী ক্রিকেটার।