বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদদের কবর স্থায়ীভাবে সংরক্ষণে নির্দেশনা
Published: 2nd, October 2025 GMT
গত বছরের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ব্যক্তিদের কবর স্থায়ীভাবে সংরক্ষণ এবং আদর্শিক স্মৃতিস্তম্ভ নির্মাণ করতে যাচ্ছে সরকার। এ লক্ষ্যে দেশের সব সিটি কর্পোরেশন, জেলা পরিষদ ও পৌরসভাগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।
গত ৩১ আগস্ট অনুষ্ঠিত এক বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, শহীদদের কবর সংরক্ষণ ও স্মৃতিস্তম্ভ স্থাপনের এই উদ্যোগ বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোতে চিঠি পাঠানো হয়েছে। স্থানীয় সরকার বিভাগের সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে বিষয়টি চূড়ান্ত করা হয়।
চিঠির অনুলিপি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় এবং মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়েও পাঠানো হয়েছে।
সভায় জানানো হয়েছে, গণঅভ্যুত্থানে শহীদদের গণকবর ও অশনাক্ত কবর যাচাইয়ের কাজ চলছে। কিছু শহীদ পরিবারের আপত্তির কারণে কবর সংরক্ষণের কাজ এখনো শুরু করা সম্ভব হয়নি। দক্ষিণাঞ্চলের কিছু জেলায় বর্ষার কারণে কাজ শুরু করতে বিলম্ব হচ্ছে।
ঢাকা/এএএম/রফিক
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
রাজধানীর মোহাম্মদপুরের কয়েকটি অপরাধপ্রবণ এলাকায় বুধবার দিনভর বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি ছুরি, দুটি ধারালো চাকু, দুটি লোহার রড, একটি সাইকেল ও ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলা, মাদক মামলা, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হীরা (১৯), রফিক (২১), আবদুর রহমান (৩৯), নাবিদ হাসান ওরফে চয়ন (২৬), খোকন (৩১), মনসুর (৩৫), জুয়েল (৩২), সানজু (২২), মিলন (৪২), শাওন (৩৬), নোয়াজ শরীফ (২৮), সেলিম (৩৪), আসাদুজ্জামান ওরফে ইমন (২৩), আনোয়ার হোসেন (৩৬), সজল (৩০), বরকত গাজী (২৮), জুয়েল (৩৮), আরমান (৩০), বাদল (৩৮), কোরবান (২৮), নয়ন (২৭), মাসরুফ (২৩), আল আমিন (২৭), রাকিব (১৮), মিলন (২৫), ওয়াজিদ (৩৬), এরশাদ (২৫), ছালাম ওরফে সামাদ (৩৭) ও দিলসার (৩০)।