ভারতের সবচেয়ে কমবয়সী ধনকুবের, ৩১ বছর বয়সেই মালিক ২১ হাজার কোটি রুপির
Published: 2nd, October 2025 GMT
অরবিন্দ শ্রীনিবাস। বয়স ৩১ বছর। চেন্নাইয়ে জন্ম নেওয়া এ তরুণ পেশায় এআই উদ্যোক্তা। এম৩এম হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৫ অনুযায়ী, অরবিন্দ ভারতের সবচেয়ে কম বয়সী ধনকুবের। তাঁর সম্পদের পরিমাণ ২১ হাজার ১৯০ কোটি রুপি।
এআই স্টার্টআপ ‘পারপ্লেক্সিটির’ প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অরবিন্দ। তিনি এর সহপ্রতিষ্ঠাতাও। প্রযুক্তি খাতে অরবিন্দ ও তাঁর প্রতিষ্ঠান বেশ সুনাম কুড়িয়েছে। শক্ত ভিত্তি গড়ে তুলেছে। বিশেষ করে সৃষ্টিশীল এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তায়।
অরবিন্দের জন্ম ১৯৯৪ সালের ৭ জুন, তামিলনাড়ুর চেন্নাইয়ে। ছোট থেকেই বিজ্ঞানের প্রতি তাঁর বেশ আগ্রহ ছিল। আইআইটি মাদ্রাজে পড়াশোনা করেছেন। তখনই তিনি ‘রিইনফোর্সমেন্ট লার্নিং’ ও ‘অ্যাডভান্সড রিইনফোর্সমেন্ট লার্নিংয়ের’ ওপর কোর্স পড়িয়েছেন।
পরে উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে যান অরবিন্দ। ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া বার্কলে থেকে ২০২১ সালে তিনি কম্পিউটার সায়েন্সে পিএইচডি ডিগ্রি লাভ করেন। পাশাপাশি তিনি ২০২০–২১ সালের স্প্রিং সেমিস্টারে ‘ডিপ আনসুপারভাইজড লার্নিং’ পড়ান। নিজের লিংকডইন প্রোফাইলে এটা উল্লেখ করেছেন অরবিন্দ।
এআই স্টার্টআপ ‘পারপ্লেক্সিটির’ প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অরবিন্দ। তিনি এর সহপ্রতিষ্ঠাতাও। প্রযুক্তি খাতে অরবিন্দ ও তাঁর প্রতিষ্ঠান বেশ সুনাম কুড়িয়েছে। শক্ত ভিত্তি গড়ে তুলেছে। বিশেষ করে সৃষ্টিশীল এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তায়।বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলোয় কাজের অভিজ্ঞতা নিজের ঝুলিতে ভরেছেন অরবিন্দ। কাজ করেছেন প্রযুক্তি জায়ান্ট ওপেনএআইয়ে। পরে যুক্তরাজ্যের লন্ডনে ডিপমাইন্ডে যোগ দেন। গুগলেও কাজের দারুণ অভিজ্ঞতা রয়েছে এ তরুণের। পরে ‘রিসার্চ সায়েন্টিস্ট’ হিসেবে আবার ওপেনএআইয়ে ফিরেন অরবিন্দ। যুক্ত হন গবেষণার কাজে।
সময়টা ২০০২ সালের আগস্ট মাস। অরবিন্দের বয়স তখন ২৮ বছর। ডেনিস ইয়ারাতাস ও অ্যান্ডি কোনউইনস্কি নামে দুই ব্যক্তির সঙ্গে অরবিন্দ গড়ে তোলেন নিজেদের উদ্যোগ ‘পারপ্লেক্সিটি’। তাঁদের এ উদ্যোগ এআইচালিত চ্যাটভিত্তিক সার্চ ইঞ্জিন জিপিটি-৩–এর মতো মডেল ব্যবহার করে ব্যবহারকারীদের প্রশ্নের দ্রুত, নির্ভুল আর বিশ্বাসযোগ্য উত্তর দেওয়ার জন্য প্রতিষ্ঠা করা হয়।
আরও পড়ুনইলন মাস্ক এখন ৫০০ বিলিয়ন ডলার সম্পদের মালিক, ইতিহাসে কি কারও এত সম্পদ ছিল১ ঘণ্টা আগে২০২৩ সালের জানুয়ারি থেকে অরবিন্দ ‘ইলেভেনল্যাবস’ ও ‘শুনো’-এর মতো উদীয়মান এআই স্টার্টআপের বড় বিনিয়োগকারী (অ্যাঞ্জেল ইনভেস্টর) হিসেবে আত্মপ্রকাশ করেন। নিজস্ব উদ্যোগের পাশাপাশি সফল বিনিয়োগ তাঁকে ভারতের সবচেয়ে কমবয়সী বিলিয়নিয়ারের তকমা এনে দিয়েছে।
আরও পড়ুনএকজন তরুণ কেন উদ্যোক্তা হবে১২ সেপ্টেম্বর ২০২৪আরও পড়ুনতরুণ এআই উদ্যোক্তাদের সহায়তায় ওপেনএআইয়ের নতুন উদ্যোগ১৪ সেপ্টেম্বর ২০২৫.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
কাশ্মীরের নওগাম থানায় বিস্ফোরণ নিছক দুর্ঘটনা: পুলিশ
ভারত–নিয়ন্ত্রিত কাশ্মীরের নওগাম থানায় বিস্ফোরণের ঘটনাকে নিছক দুর্ঘটনা বলে অভিহিত করেছেন জম্মু ও কাশ্মীর পুলিশের মহাপরিচালক নলিন প্রভাত। আজ শনিবার সকালে তিনি বলেন, থানায় জব্দ করে রাখা বিস্ফোরক পদার্থের কারণে এ ঘটনা ঘটেছে।
দিল্লির লালকেল্লায় সম্প্রতি ঘটে যাওয়া গাড়ি বিস্ফোরণের সঙ্গে জড়িত সন্দেহভাজন ব্যক্তিদের কাছ থেকে জব্দ করা বিস্ফোরক নওগাম থানায় সংরক্ষণ করে রাখা হয়েছিল।
আরও পড়ুনকাশ্মীরে থানায় বিস্ফোরক ভান্ডারে বিস্ফোরণে নিহত ৯, আহত ২৯৮ ঘণ্টা আগেওই বিস্ফোরক ভান্ডারে গত শুক্রবার গভীর রাতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে অন্তত ৯ জন নিহত হয়েছেন বলে নিশ্চিত করেন পুলিশ মহাপরিচালক নলিন প্রভাত। তিনি বলেন, ‘নওগাম থানার ২০২৫ সালের ১৬২ নম্বর এফআইআরের তদন্তকালে ৯ ও ১০ নভেম্বর দিল্লির ফরিদাবাদ থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক ও রাসায়নিক পদার্থ জব্দ করা হয়।’
নলিন প্রভাত আরও বলেন, জব্দ করা বিস্ফোরক পদার্থ থানার খোলা জায়গায় রাখা হয়েছিল। নির্ধারিত প্রক্রিয়ার অংশ হিসেবে এগুলোর নমুনা ফরেনসিক ও রাসায়নিক পরীক্ষার জন্য পাঠানোর কথা ছিল। বিস্ফোরকের পরিমাণ অনেক বেশি হওয়ায় দুই দিন ধরে এ প্রক্রিয়া চলছিল।
নলিন প্রভাত বলেন, জব্দ করা পদার্থের ‘অস্থিতিশীল এবং সংবেদনশীল প্রকৃতি’ বিস্ফোরণের মূল কারণ। ফরেনসিক দল নমুনা সংগ্রহ ও প্রক্রিয়ার কাজটি অত্যন্ত সতর্কতার সঙ্গে করছিলেন। এরপরও দুর্ভাগ্যবশত বিস্ফোরণ ঘটেছে, দুর্ঘটনা ছাড়া আর কিছু নয়।
আরও পড়ুনদিল্লিতে বিস্ফোরণের পর ভারতে আবার ইসলামবিদ্বেষ ছড়ানো হচ্ছে, কাশ্মীরে চলছে ধরপাকড়২০ ঘণ্টা আগেপুলিশপ্রধান স্পষ্ট করে বলেছেন, এই ঘটনার কারণ নিয়ে জল্পনা-কল্পনার দরকার নেই। বিস্ফোরণের ক্ষতির পরিমাণ নিরূপণ করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।
বিস্ফোরণে রাজ্যের গোয়েন্দা সংস্থার ১ সদস্য, ফরেনসিক দলের ৩ কর্মী, অপরাধস্থলের ছবি তোলায় নিযুক্ত ২ আলোকচিত্রী, ২ রাজস্ব কর্মকর্তা ও ১ দর্জি নিহত হয়েছেন।
এ ছাড়া ২৭ পুলিশ সদস্য, ২ রাজস্ব কর্মকর্তা এবং আশপাশের এলাকায় ৩ জন সাধারণ মানুষ আহত হয়েছেন।
প্রভাত জানান, আহত ব্যক্তিদের দ্রুত নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়েছে এবং চিকিৎসা চলছে। থানা ভবন ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশের ভবনগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে।
আরও পড়ুনদিল্লির বিস্ফোরণের ঘটনায় সন্দেহভাজন উমরের বাড়ি গুঁড়িয়ে দিল ভারতের নিরাপত্তা বাহিনী১৪ নভেম্বর ২০২৫