মদ না খেলেই নিকোলের কাছ থেকে স্বামী পাবেন ১৩৮ কোটি টাকা
Published: 2nd, October 2025 GMT
হলিউডের ঝলমলে দুনিয়ায় প্রেম ও বিচ্ছেদের গল্প নতুন কিছু নয়। তবু অস্কারজয়ী অভিনেত্রী নিকোল কিডম্যান ও কান্ট্রি মিউজিক তারকা কিথ আরবানের বিচ্ছেদ ভক্তদের মনে অন্য রকম ধাক্কা দিয়েছে। প্রায় ২০ বছরের সম্পর্ক, একসঙ্গে কাটানো অসংখ্য মঞ্চ ও স্মৃতি, আর সেই সম্পর্কের ভাঙনের খবর যেন বিশ্বাস করতেও কষ্ট হচ্ছে অনেকের।
শুরুটা ছিল রূপকথার মতো
২০০৫ সালে এক অনুষ্ঠানে প্রথম দেখা কিডম্যান ও আরবানের। খুব অল্প সময়ের মধ্যেই দুজনের গভীর সম্পর্ক তৈরি হয়। ২০০৬ সালে তাঁরা বিয়ের পিঁড়িতে বসেন। নিকোলের জন্য এটি ছিল দ্বিতীয় বিয়ে (এর আগে টম ক্রুজের সঙ্গে ১১ বছরের সংসার করেছিলেন)। তবে কিথের জীবনে এটি ছিল প্রথম। প্রথম থেকেই তাঁদের দাম্পত্যকে ঘিরে ছিল প্রচুর আগ্রহ ও কৌতূহল।
টালমাটাল সময়ও এসেছিল
তবে সম্পর্কের পথ সব সময় মসৃণ ছিল না। বিয়ের কিছুদিন পর থেকেই কিথের মাদকাসক্তি নিয়ে সমস্যায় পড়েছিলেন তাঁরা। নিকোল প্রকাশ্যে জানিয়েছিলেন, স্বামীর পাশে থেকে তাঁকে পুনর্বাসনের পথে ফেরানো তাঁর জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি। বহু উত্থান–পতন পেরিয়ে তাঁরা সম্পর্ক টিকিয়ে রাখেন। এ কারণে দীর্ঘ সময় ধরে তাঁদের দাম্পত্যকে অনেকে ‘হলিউডের সাফল্যের গল্প’ বলে মনে করতেন।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
আমিনবাজারে পুলিশের তল্লাশি
মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন জনের বিচারের রায়কে কেন্দ্র করে ঢাকার প্রবেশপথগুলোতে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এরই অংশ হিসেবে সোমবার (১৭ নভেম্বর) সকাল থেকে রাজধানীর অন্যতম প্রবেশ পথ ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজারে চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
আরো পড়ুন:
পদ্মা সেতু ও এক্সপ্রেসওয়েতে বাড়ানো হয়েছে নিরাপত্তা
চেকপোস্ট বসিয়ে চলছে তল্লাশি, ঢাকায় যান চলাচল স্বাভাবিক
পুলিশ জানায়, রায়কে কেন্দ্র করে কেউ যাতে নাশকতা করতে না পারে, সেজন্য সাভারের আমিনবাজারে পুলিশ চেকপোস্ট বসিয়েছে। সেখানে বাস, প্রাইভেটকার, মোটরসাইকেল তল্লাশি করা হচ্ছে। সন্দেহভাজন ব্যক্তিদেরকেও তল্লাশি করা হচ্ছে।
সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জুয়েল মিঞা বলেন, “পথচারী ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের জন্য পুলিশ কাজ করছে। সাভারের আমিনবাজারে পুলিশের চেক পোস্ট বসানো হয়েছে। মোবাইল টিম সার্বক্ষণিক কাজ করছে। নাশকতারোধে পুলিশের অভিযান চলছে।”
ঢাকা/সাব্বির/মাসুদ