রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা নিয়ে উদ্ভূত পরিস্থিতির জেরে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের কর্মবিরতি ও শারদীয় দুর্গাপূজার ছুটি থাকায় শিক্ষার্থীদের বড় অংশই বাড়ি চলে গেছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের বেশির ভাগ প্রার্থী পরিবারের সঙ্গে সময় কাটাতে গ্রামে গেছেন। এতে ক্যাম্পাসে নির্বাচনের আমেজে ‘ধস’ নেমেছে।

ক্যাম্পাস ছুটি হওয়ায় প্রার্থীরা অনলাইন প্রচারে সরব হয়েছেন। কেউ কেউ পরিবারের সঙ্গে কাটানো মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করছেন। অনেকে শারদীয় দুর্গোৎসবে মন্দিরে মন্দিরে গিয়ে শুভেচ্ছা বিনিময় করছেন।

ছাত্রদল–সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের সহসভাপতি (ভিপি) প্রার্থী শেখ নূর উদ্দীন (আবীর) ও ‘রাকসু ফর র‍্যাডিক্যাল চেঞ্জ’ প্যানেলের ভিপি প্রার্থী মেহেদী মারুফকে গতকাল বুধবার রাত সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের সামনে একটি চায়ের দোকানে দেখা গেল। রাকসু নির্বাচনের এই দুই ভিপি প্রার্থী বসে রাজনৈতিক আলাপ করছিলেন।

গত রোববার ক্যাম্পাসে থাকা শিক্ষার্থীদের মধ্যে প্রচারণা চালিয়েছে ছাত্রদল–সমর্থিত প্যানেল। পরে তাদের পক্ষ থেকে ফাঁকা ক্যাম্পাসে অনাহারে থাকা প্রাণীদের মধ্যে খাবার বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। ক্যাম্পাস খোলার আগপর্যন্ত এ কার্যক্রম চলবে বলে জানিয়েছেন প্যানেলটির ভিপি প্রার্থী শেখ নূর উদ্দীন। তিনি বলেন, শিক্ষার্থীরা না থাকায় সরাসরি প্রচারের কার্যক্রম থমকে গেছে। তবে তাঁরা অনলাইনে প্রচারণা চালাচ্ছেন। ক্যাম্পাসে অনাহারে থাকা প্রাণীদের খাবার দিচ্ছেন। শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানাতে প্রতিদিনই বিভিন্ন মন্দিরে যাচ্ছেন। তিনি বলেন, ‘আমাদের শিক্ষার্থীবান্ধব কাজ চলমান। প্রার্থীদের অনেকে গ্রামে গেলেও তাঁরা সেখানকার শিক্ষার্থীদের মধ্যে কুশল বিনিময় করছেন।’

আরও পড়ুনরাকসু নির্বাচনের নতুন তারিখ ১৬ অক্টোবর২২ সেপ্টেম্বর ২০২৫

সর্বশেষ গত ৩০ সেপ্টেম্বর ক্যাম্পাস–সংলগ্ন বিনোদপুর এলাকায় চায়ের দোকানে প্রচারণা চালিয়েছেন ‘রাকসু ফর র‍্যাডিক্যাল চেঞ্জ’ প্যানেলের ভিপি প্রার্থী মেহেদী মারুফ। তিনি প্রথম আলোকে বলেন, ‘শিক্ষার্থীরা বাড়ি চলে যাওয়ায় প্রচারণা কমেছে। তবে অনলাইনে প্রচারণা চলছে। গতকাল আমরা মন্দিরে মন্দিরে গিয়ে শুভেচ্ছা বিনিময় করেছি। আজ আবার প্রচারে নামব।’

বন্ধ ক্যাম্পাসে ছাত্রশিবির–সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেলের প্রার্থীদের কীভাবে সময় কাটছে জানতে চাইলে ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান (জাহিদ) বলেন, ‘আমাদের প্রার্থীদের প্রায় সবাই ক্যাম্পাসে আছেন। লিফলেট দিয়ে সরাসরি প্রচার হচ্ছে না। তবে আমরা আবাসিক হলে থাকা শিক্ষার্থীদের খোঁজখবর নিচ্ছি। বিকেলে খেলাধুলা করছি। অনলাইন প্রচারণায় মনোযোগ দিয়েছি।’

আরও পড়ুনশিক্ষক-কর্মকর্তা লাঞ্ছনায় জড়িতদের বহিষ্কারসহ পাঁচ দাবি ইউট্যাবের২৬ সেপ্টেম্বর ২০২৫

‘সর্বজনীন শিক্ষার্থী সংসদ’ প্যানেলের ভিপি প্রার্থী তাসিন খান ও তাঁর প্যানেলের প্রায় সবাই বাড়িতে সময় কাটাচ্ছেন। তাসিন খান প্রথম আলোকে বলেন, নির্বাচন পিছিয়ে যাওয়ায় আবার নতুন করে প্রচারণায় নামতে হবে। বন্ধের সময়ে তাঁরা এখন অনলাইন প্রচারণায় জোর দিয়েছেন। প্যানেলের প্রার্থীদের অনেকে ক্যাম্পাসে ফিরতে শুরু করেছেন।

‘গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদ’ প্যানেলের ভিপি প্রার্থী ফুয়াদ রাতুল বলেন, ‘আমাদের প্রার্থীদের অনেকে শিক্ষার্থীদের আড্ডার জায়গাগুলোয় গিয়ে কুশল বিনিময় করছেন। প্রার্থীদের কেউ কেউ আবার বাড়িতে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন। আমরা মূলত অনলাইন প্রচারে জোর দিচ্ছি। ছোট ছোট ভিডিও বার্তা দিয়ে শিক্ষার্থীদের কাছে আমাদের বার্তা পৌঁছে দিচ্ছি।’

আরও পড়ুনরাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের পূর্ণ দিবস কর্মবিরতি আপাতত স্থগিত২৫ সেপ্টেম্বর ২০২৫

২৫ সেপ্টেম্বর রাকসু নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু ১৮ সেপ্টেম্বর শর্ত সাপেক্ষে প্রশাসন পোষ্য কোটা ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিলে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। একপর্যায়ে ২০ সেপ্টেম্বর জুবেরী ভবনে শিক্ষক–কর্মকর্তাদের সঙ্গে শিক্ষার্থীদের হাতাহাতির ঘটনা ঘটে। এরপর জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম ও কর্মকর্তা–কর্মচারীরা কর্মবিরতিতে যান। এতে ক্যাম্পাসের স্বাভাবিক কার্যক্রম থমকে যায়। এমন পরিস্থিতিতে ২২ সেপ্টেম্বর জরুরি সভা করে নির্বাচন পিছিয়ে ১৬ অক্টোবর করার সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন।

২৪ সেপ্টেম্বর দুই দাবিতে সাত দিনের সময়সীমা দিয়ে কর্মবিরতি প্রত্যাহার করে নেন কর্মকর্তা–কর্মচারীরা। অন্যদিকে দ্রুত সময়ের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম ও ইউট্যাব আপাতত কর্মবিরতি স্থগিতের ঘোষণা দেয়। অচল ক্যাম্পাস ও ২৯ সেপ্টেম্বর থেকে শারদীয় দুর্গোৎসবের ছুটি থাকায় শিক্ষার্থীদের বেশির ভাগই বাড়ি চলে যান। ২ অক্টোবর পর্যন্ত দুর্গাপূজার ছুটি থাকবে এবং ৩ ও ৪ অক্টোবর শুক্র ও শনিবার হওয়ায় ক্যাম্পাস বন্ধ থাকবে। ৫ অক্টোবর থেকে ক্লাস–পরীক্ষাসহ দাপ্তরিক কাজ সচল হওয়ার কথা আছে।

আরও পড়ুনরাজশাহী বিশ্ববিদ্যালয়ে ১০ শর্তে ফিরল পোষ্য কোটা, শিক্ষার্থীদের বিক্ষোভ১৮ সেপ্টেম্বর ২০২৫.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: স প ট ম বর কর মকর ত সময় ক ট আম দ র মন দ র করছ ন

এছাড়াও পড়ুন:

মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯

রাজধানীর মোহাম্মদপুরের কয়েকটি অপরাধপ্রবণ এলাকায় বুধবার দিনভর বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি ছুরি, দুটি ধারালো চাকু, দুটি লোহার রড, একটি সাইকেল ও ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলা, মাদক মামলা, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হীরা (১৯), রফিক (২১), আবদুর রহমান (৩৯), নাবিদ হাসান ওরফে চয়ন (২৬), খোকন (৩১), মনসুর (৩৫), জুয়েল (৩২), সানজু (২২), মিলন (৪২), শাওন (৩৬), নোয়াজ শরীফ (২৮), সেলিম (৩৪), আসাদুজ্জামান ওরফে ইমন (২৩), আনোয়ার হোসেন (৩৬), সজল (৩০), বরকত গাজী (২৮), জুয়েল (৩৮), আরমান (৩০), বাদল (৩৮), কোরবান (২৮), নয়ন (২৭), মাসরুফ (২৩), আল আমিন (২৭), রাকিব (১৮), মিলন (২৫), ওয়াজিদ (৩৬), এরশাদ (২৫), ছালাম ওরফে সামাদ (৩৭) ও দিলসার (৩০)।

সম্পর্কিত নিবন্ধ