প্রতিমা বিসর্জন উপলক্ষে কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতোমধ্যে সম্প্রীতি সমাবেশের মঞ্চ প্রস্তুত এবং নিরাপত্তার জোরদার করা হয়েছে।

দুর্গাপূজা উৎসবের দশমীতে কক্সবাজার জেলার বিভিন্ন মণ্ডপ থেকে মোট ২৫০টি প্রতিমা লাবণী পয়েন্টে সমুদ্রে বিসর্জন দেওয়ার কথা রয়েছে। 

আরো পড়ুন:

রাষ্ট্রপতির সঙ্গে হিন্দু মহাজোট নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়

দেবী দুর্গা শক্তি ও সাহসের মূর্ত প্রতীক: মির্জা ফখরুল 

বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেল ৪টার পর থেকে আনুষ্ঠানিকভাবে বিসর্জন কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন কক্সবাজার জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতির উদয় শংকর পাল।

এদিকে, দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে প্রতিমা বিসর্জন ঘিরে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সৈকতের আশপাশে জেলা পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনী টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি উত্তাল সমুদ্রে দুর্ঘটনা এড়াতে নৌবাহিনীর ডুবুরি দলও প্রস্তুত রাখা হয়েছে।

কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ইলিয়াস খান বলেছেন, প্রতিমা বিসর্জনের জন্য সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে। লাবণী পয়েন্ট ও আশপাশের এলাকায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আছে অন্যান্য বাহিনীও। নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে প্রতিমা বিসর্জনের জন্য সব ধরনের ব্যবস্থা করা হয়েছে।

ঢাকা/তারেকুর/রফিক

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর প রস ত ত

এছাড়াও পড়ুন:

ধানমন্ডি ৩২ নম্বরের দিকে বুলডোজার যাচ্ছে শুনতে পেয়েছে পুলিশ

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরের দিকে বুলডোজার নিয়ে যাওয়া হচ্ছে বলে শুনতে পেয়েছে পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ধানমন্ডি অঞ্চলের এক কর্মকর্তা প্রথম আলোকে এ কথা বলেছেন।

এ বিষয়ে জানতে চাইলে ডিএমপির ধানমন্ডি অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার সিজানুল হক প্রথম আলোকে বলেন, ‘আমরা কোনোমতে কাউকে আইন হাতে তুলে নিতে দেব না।’

সম্পর্কিত নিবন্ধ