বাঁশবাগানে পাওয়া সেই নবজাতক মারা গেছে
Published: 2nd, October 2025 GMT
মেহেরপুরের গাংনীর পুরাতন মটমুড়া এলাকার বাঁশবাগান থেকে উদ্ধার হওয়া নবজাতক মারা গেছে।
বুধবার (১ অক্টোবর) মধ্যরাত রাত ২টার দিকে মেহেরপুর জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়।
আরো পড়ুন:
ফেনীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস দোকানে, নিহত ৩
নোয়াখালীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৪
বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা.
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে গাংনী উপজেলার পুরাতন মটমুড়া এলাকা থেকে নবজাতককে উদ্ধার করা হয়েছিল।
নবজাতককে উদ্ধারকারী আনসার সদস্য ইমরান হোসেন বলেন, “বাঁশ বাগানে কান্নারত অবস্থায় মেয়ে নবজাতককে উদ্ধার করে আমি কোলে করে হাসপাতালে নিয়ে যাই। বুধবার রাত ২টার দিকে শিশুটি মারা গেছে বলে জানতে পেরেছি। এত সুন্দর একটা ফুটফুটে বাচ্চা দুনিয়া থেকে বিদায় নিল
এটা ভাবতেই যেন কেমন লাগছে। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন।”
গাংনী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আনোয়ার হোসেন জানান, মটমুড়া ইউনিয়ন পরিষদের যারা দায়িত্বে আছেন তাদের সঙ্গে আলোচনা করে কোথায় নবজাতকের জানাজা করা যায় সে ব্যাপারে আমরা সিদ্ধান্ত নেব।”
ঢাকা/ফারুক/মাসুদ
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
রাজধানীর মোহাম্মদপুরের কয়েকটি অপরাধপ্রবণ এলাকায় বুধবার দিনভর বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি ছুরি, দুটি ধারালো চাকু, দুটি লোহার রড, একটি সাইকেল ও ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলা, মাদক মামলা, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হীরা (১৯), রফিক (২১), আবদুর রহমান (৩৯), নাবিদ হাসান ওরফে চয়ন (২৬), খোকন (৩১), মনসুর (৩৫), জুয়েল (৩২), সানজু (২২), মিলন (৪২), শাওন (৩৬), নোয়াজ শরীফ (২৮), সেলিম (৩৪), আসাদুজ্জামান ওরফে ইমন (২৩), আনোয়ার হোসেন (৩৬), সজল (৩০), বরকত গাজী (২৮), জুয়েল (৩৮), আরমান (৩০), বাদল (৩৮), কোরবান (২৮), নয়ন (২৭), মাসরুফ (২৩), আল আমিন (২৭), রাকিব (১৮), মিলন (২৫), ওয়াজিদ (৩৬), এরশাদ (২৫), ছালাম ওরফে সামাদ (৩৭) ও দিলসার (৩০)।