প্রাণের চিহ্ন নেই ইন্দোনেশিয়ার সেই স্কুলের ধ্বংসস্তূপের নিচে
Published: 2nd, October 2025 GMT
ইন্দোনেশিয়ার একটি ধসে পড়া স্কুলের ধ্বংসস্তূপের নিচে ‘প্রাণের কোনো চিহ্ন নেই।’ বৃহস্পতিবার দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
সোমবার সিদোয়ারজো শহরের দোতলা ইসলামিক বোর্ডিং স্কুলটি ধসের সময় শত শত শিক্ষার্থী ভেতরে ছিল। কর্মকর্তারা জানিয়েছেন, কমপক্ষে পাঁচজন শিক্ষার্থী নিহত এবং প্রায় ১০০ জন আহত হয়েছে। এখনো ৫৯ নিখোঁজ রয়েছে।
উদ্ধার অভিযান শুরু হওয়ার পর থেকে ধ্বংসস্তূপ থেকে ১৩ জনকে উদ্ধার করা হয়, যদিও পরে দুজন হাসপাতালে মারা যান। ভবনের জটিল কাঠামোর কারণে উদ্ধার অভিযান চ্যালেঞ্জিং ছিল।+
বৃহস্পতিবার দুর্যোগ প্রশমন সংস্থা জানিয়েছে , তাপীয় ড্রোন ব্যবহার করে উদ্ধারকারীরা ধ্বংসস্তূপ থেকে জীবনের চিহ্ন সনাক্ত করতে ব্যর্থ হয়েছে।
সংস্থার প্রধান লেফটেন্যান্ট জেনারেল সুহার্যান্তো বলেছেন, “গত রাতে, আমরা নীরবতা নিশ্চিত করার জন্য এলাকাটি (পরিষ্কার])করেছি। (আমরা) আশা করেছিলাম যে অত্যাধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে.
তিনি জানান, উদ্ধারকারী দলটি ‘পরবর্তী পর্যায়ে’র অভিযানে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই পর্যায়ে কংক্রিটের স্ল্যাবগুলো সরানোর জন্য ভারী সরঞ্জাম ব্যবহার করা হবে। এই ধ্বংসাবশেষগুলো হয় ক্রেন ব্যবহার করে তোলা হবে অথবা ছোট ছোট টুকরো করা হবে।
ঢাকা/শাহেদ
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ব যবহ র কর উদ ধ র
এছাড়াও পড়ুন:
মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
রাজধানীর মোহাম্মদপুরের কয়েকটি অপরাধপ্রবণ এলাকায় বুধবার দিনভর বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি ছুরি, দুটি ধারালো চাকু, দুটি লোহার রড, একটি সাইকেল ও ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলা, মাদক মামলা, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হীরা (১৯), রফিক (২১), আবদুর রহমান (৩৯), নাবিদ হাসান ওরফে চয়ন (২৬), খোকন (৩১), মনসুর (৩৫), জুয়েল (৩২), সানজু (২২), মিলন (৪২), শাওন (৩৬), নোয়াজ শরীফ (২৮), সেলিম (৩৪), আসাদুজ্জামান ওরফে ইমন (২৩), আনোয়ার হোসেন (৩৬), সজল (৩০), বরকত গাজী (২৮), জুয়েল (৩৮), আরমান (৩০), বাদল (৩৮), কোরবান (২৮), নয়ন (২৭), মাসরুফ (২৩), আল আমিন (২৭), রাকিব (১৮), মিলন (২৫), ওয়াজিদ (৩৬), এরশাদ (২৫), ছালাম ওরফে সামাদ (৩৭) ও দিলসার (৩০)।