আড়াইহাজারে বিএনপি নেতাদের অবৈধ পশুর হাট, রাজস্ব ফাঁকি
Published: 2nd, October 2025 GMT
নারায়ণগঞ্জের আড়াইহাজারে এতিমখানার নামে অবৈধভাবে পশুর হাট বসিয়ে প্রতি মাসে লাখ লাখ টাকা ভাগবাটোয়ারা করে নিচ্ছে বলে অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে ২০ জনের একটি সিন্ডিকেট দরপত্র ছাড়াই অবৈধ এ পশুর হাট নিয়ন্ত্রন করলেও প্রশাসনের কোন নজর নেই। এতে একদিকে যেমন রাজস্ব হারাচ্ছে সরকার, সেই সাথে ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছে স্থানীয় ক্রেতারা।
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, আওয়ামীগ ক্ষমতায় আসার পর ২০০৯ সালে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সাকু বিশনন্দী ইউনিয়ন পরিষদের পাশে স্বল্প পরিসরে দরপত্র বিহীন অবৈধভাবে পশুর হাট বসায়। আশপাশের ১৫ কিলোমিটারের মধ্যে কোন পশুর হাট না থাকায় দ্রুত সময়ের মধ্যে হাটটির পরিসর বৃদ্ধি পায়। প্রতি বুধবারের এ পশুর হাটে পাশ্ববর্তী জেলা ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, কুমিল্লা, সোনারগাঁও সহ বিভিন্ন এলাকা থেকে কয়েক হাজার পশু এখানে আসে। প্রতি হাটে হাজারের উপর পশু কেনাবেচা হয়। হাসলী বাবদ টাকা উঠে পাঁচ লক্ষ টাকার উপর। এত টাকা হাসলী উঠার কারণে নজর পড়ে স্থানীয় আওয়ামী লীগ ও এর অংগসংঠনের নেতাদের। পরবর্তীতে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খোরশেদ আলম আওয়ামী লীগ, যুবলীগের বেশ কয়েকজন মিলে গড়ে তোলে একটি শক্তিশালী সিন্ডিকেট। এই সিন্ডিকেট তাদের এই অবৈধ কাজকে সহানুভূতি দেখাতে টোল (হাসলী) রশীদ কাটে “আল জামিয়তুলা ইসলামিয়া দারুল উলুম বিশনন্দী ও এতিমখানার এর উন্নয়ন কল্পে”। টাকা তোলার কাজে মাদ্রাসার কয়েকজন শিক্ষক শিক্ষার্থীকে ব্যবহার করা হয়ে থাকে। এই এতিমখানায় প্রতি ঈদের সময় সামান্য নামকাওয়াস্তে টাকা দান করে পুরো বছরের প্রায় দুই কোটি টাকা ভাগ বাটোয়ারা করে নেয় আওয়ামী লীগের ওই সিন্ডিকেট।
পরবর্তীতে ৫ আগস্টের পর বিশনন্দী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা আমজাদ হোসেন হানজালা ও বিশনন্দী ইউনিয়ন যুবদল সভাপতি আমান উল্লাহ একটি সিন্ডিকেট করে আগের ধারাবাহিকতায় মাদ্রাসা ও এতিমখানার নামে গরুর হাটের নামে লাখ লাখ টাকা আত্মসাত করছে। এতে করে রাজস্ব হারাচ্ছে সরকার।
আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম বিশনন্দী ও এতিমখানার একজন শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে জানান, স্থানীয় বিএনপির নেতাকর্মীরা অনুরোধ করে তাদের প্রতিষ্ঠানের নামে পশুর হাট থেকে টাকা তুললে উপকার হয়। হাটের দায়িত্বে যারা রয়েছে তাদের কথা রাখতে গিয়ে মাদ্রাসার ও এতিমখানা নামটি রশীদে ব্যবহার করে। মাঝে মধ্যে ফান্ডের টাকা অভাব হলে ধার নেয়া হয়।
এ ব্যাপারে বিশনন্দী যুবদল নেতা আমান উল্লাহ বলেন, সামাজিক ও ধমীয় প্রতিষ্ঠানের উন্নতিকল্পে এ পশুর হাটের টাকা ব্যয় করা হয়। কোন ভাগবাটোয়ারা হয়না। বছরে দুই কোটি হউক বা দশ কোটি হউক তা সামাজিক কাজে ব্যবহার করা হয়ে থাকে।
এদিকে গরুর হাটে ঢুকলেই যে কোন গাড়ীকে চাদাঁ দিতে হয়।
আড়াইহাজার উপজেলা নির্বাহী অফিসার শেখ মো: মামুনুর রশীদ বলেন, এমন অভিযোগ আমি পাইনি সে কারণে বিষয়টি আমার জানা নেই। তবে আড়াইহাজারে কোন অবৈধ হাট বসাতে পারবে না। এ বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা বলেন, বিষয়টি আমার জানা নেই।
.উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ব এনপ ন র য়ণগঞ জ ব শনন দ ব এনপ আওয় ম
এছাড়াও পড়ুন:
মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
রাজধানীর মোহাম্মদপুরের কয়েকটি অপরাধপ্রবণ এলাকায় বুধবার দিনভর বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি ছুরি, দুটি ধারালো চাকু, দুটি লোহার রড, একটি সাইকেল ও ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলা, মাদক মামলা, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হীরা (১৯), রফিক (২১), আবদুর রহমান (৩৯), নাবিদ হাসান ওরফে চয়ন (২৬), খোকন (৩১), মনসুর (৩৫), জুয়েল (৩২), সানজু (২২), মিলন (৪২), শাওন (৩৬), নোয়াজ শরীফ (২৮), সেলিম (৩৪), আসাদুজ্জামান ওরফে ইমন (২৩), আনোয়ার হোসেন (৩৬), সজল (৩০), বরকত গাজী (২৮), জুয়েল (৩৮), আরমান (৩০), বাদল (৩৮), কোরবান (২৮), নয়ন (২৭), মাসরুফ (২৩), আল আমিন (২৭), রাকিব (১৮), মিলন (২৫), ওয়াজিদ (৩৬), এরশাদ (২৫), ছালাম ওরফে সামাদ (৩৭) ও দিলসার (৩০)।