সিরাজগঞ্জের শাহজাদপুরে গতকাল মঙ্গলবার দুপুরে পানির মধ্যে দাঁড়িয়ে সোনাই নদী খননের দাবি জানিয়েছেন কৃষকরা। পোতাজিয়া ইউনিয়নে এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচি চলাকালে বক্তব্য দেন স্থানীয় কৃষক ইসহাক, ফয়জাল, ফজর আলীসহ অনেকে।
বক্তারা বলেন, সোনাই নদীর দুই তীর ঘেঁষে কয়েক হাজার হেক্টর জমিতে চাষ হয়েছে ধান। নদীতে পানি না থাকায় সেসব ধানি জমিতে সেচ মৌসুমে গভীর নলকূপের পানি ব্যবহার করতে হচ্ছে। এতে অতিরিক্ত অর্থ ব্যয় হচ্ছে। মাইলের পর মাইল ফসলের জমি থাকলেও রাস্তা না থাকায় নৌপথই একমাত্র ভরসা। জনগুরুত্বপূর্ণ নদীতে নাব্য সংকটে নৌকা চলাচল বিঘ্ন ঘটায় কৃষকের ফসল পরিবহনে সমস্যায় পড়তে হচ্ছে। বিকল্প পদ্ধতিতে মহিষ ও ঘোড়ার গাড়িতে করে ফসল আনা-নেওয়া করায় দ্বিগুণ খরচ হচ্ছে। এ ছাড়া বৃহত্তম বাথান বড়াল, ধলাই এবং সোনাই নদীকে কেন্দ্র করেই গড়ে উঠেছে। আশপাশে রয়েছে অসংখ্য খামার। নৌপথে এসব খামারের দুধ আনা-নেওয়া করতে নদী খননের প্রয়োজন। কৃষক ও খামারিদের বাঁচাতে দ্রুত নদী খননের ব্যবস্থা করতে সরকারের কাছে আবেদন জানান তারা।
শাহজাদপুর সহকারী কমিশনার (ভূমি) মুশফিকুর রহমান জানান, কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে শিগগির ব্যবস্থা নেওয়া হবে।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
বৈষম্যবিরোধী আন্দোলনে নাদিমুল হক হত্যা মামলার আসামি সরোয়ার গ্রেপ্তার
বৈষম্যবিরোধী আন্দোলনে নাদিমুল হক ওরফে এলেম হত্যা মামলার অন্যতম আসামি সরোয়ার হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
গতকাল বুধবার দিবাগত রাত পৌনে ২টার দিকে রাজধানীর বাবুবাজার এলাকার একটি ভাড়া বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। সরোয়ার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪৩ নম্বর ওয়ার্ড যুবলীগের (নিষিদ্ধ) সভাপতি।
সিআইডির গণমাধ্যম শাখার বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত বছরের ১৯ জুলাই পুরান ঢাকার কবি নজরুল কলেজের মোড়–সংলগ্ন পাতলা খান লেনে গুলিবিদ্ধ হয়ে নিহত হন বৈষম্যবিরোধী আন্দোলনের সক্রিয় কর্মী শেখ বোরহান উদ্দিন কলেজের প্রাক্তন শিক্ষার্থী নাদিমুল হক। ওই ঘটনায় নিহতের মা ইসমত আরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৮৯ জনকে আসামি করে সূত্রাপুর থানায় হত্যা মামলা করেন। একই ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. শামসুল আলম আরেফিনও আরেকটি মামলা করেন।
সিআইডি জানায়, সিআইডির ঢাকা মেট্রো (দক্ষিণ) বিভাগ মামলার তদন্ত কার্যক্রম পরিচালনা করছে। গ্রেপ্তার সরোয়ারকে আদালতে উপস্থাপন ও পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান সিআইডি কর্মকর্তা জসীম উদ্দিন।