সিরাজগঞ্জের শাহজাদপুরে গতকাল মঙ্গলবার দুপুরে পানির মধ্যে দাঁড়িয়ে সোনাই নদী খননের দাবি জানিয়েছেন কৃষকরা। পোতাজিয়া ইউনিয়নে এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচি চলাকালে বক্তব্য দেন স্থানীয় কৃষক ইসহাক, ফয়জাল, ফজর আলীসহ অনেকে।
বক্তারা বলেন, সোনাই নদীর দুই তীর ঘেঁষে কয়েক হাজার হেক্টর জমিতে চাষ হয়েছে ধান। নদীতে পানি না থাকায় সেসব ধানি জমিতে সেচ মৌসুমে গভীর নলকূপের পানি ব্যবহার করতে হচ্ছে। এতে অতিরিক্ত অর্থ ব্যয় হচ্ছে। মাইলের পর মাইল ফসলের জমি থাকলেও রাস্তা না থাকায় নৌপথই একমাত্র ভরসা। জনগুরুত্বপূর্ণ নদীতে নাব্য সংকটে নৌকা চলাচল বিঘ্ন ঘটায় কৃষকের ফসল পরিবহনে সমস্যায় পড়তে হচ্ছে। বিকল্প পদ্ধতিতে মহিষ ও ঘোড়ার গাড়িতে করে ফসল আনা-নেওয়া করায় দ্বিগুণ খরচ হচ্ছে। এ ছাড়া বৃহত্তম বাথান বড়াল, ধলাই এবং সোনাই নদীকে কেন্দ্র করেই গড়ে উঠেছে। আশপাশে রয়েছে অসংখ্য খামার। নৌপথে এসব খামারের দুধ আনা-নেওয়া করতে নদী খননের প্রয়োজন। কৃষক ও খামারিদের বাঁচাতে দ্রুত নদী খননের ব্যবস্থা করতে সরকারের কাছে আবেদন জানান তারা।
শাহজাদপুর সহকারী কমিশনার (ভূমি) মুশফিকুর রহমান জানান, কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে শিগগির ব্যবস্থা নেওয়া হবে।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
৩০০ এজেন্ট নিয়ে ইউএস-বাংলার ‘পার্টনার রিট্রিট মালদ্বীপ-২০২৫’ অনুষ্ঠিত
বাংলাদেশের বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স ট্রাভেল এজেন্টদের নিয়ে মালদ্বীপে আয়োজন করেছে তিন দিনব্যাপী বিশেষ সম্মেলন পার্টনার রিট্রিট মালদ্বীপ-২০২৫।
গত ১৯ থেকে ২১ সেপ্টেম্বর মালদ্বীপের ক্রসরোড আইল্যান্ডের সাই লেগুন ও হার্ড রকে অনুষ্ঠিত এই আয়োজন। অনুষ্ঠানে প্রথমবারের মতো কোনো নির্দিষ্ট দেশের একক এয়ারলাইন্স বিদেশে নিয়ে গেছে ৩০০-এর অধিক ট্রাভেল এজেন্ট। অংশগ্রহণকারীরা এসেছিলেন ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কক্সবাজারসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে।
গত ১৯ সেপ্টেম্বর ইউএস-বাংলার দুটি বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফটে তারা ঢাকা থেকে মালদ্বীপের রাজধানী মালেতে পৌঁছান। তিন দিনব্যাপী আয়োজনের দ্বিতীয় দিনে সাই লেগুন কনভেনশন হলে অনুষ্ঠিত হয় বিশেষ পুরস্কার বিতরণী।
পারফরম্যান্সের ভিত্তিতে ৪০ জন ট্রাভেল এজেন্টকে পুরস্কার ও সার্টিফিকেট প্রদান করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন।
উপস্থিত ছিলেন দি বাংলাদেশ মনিটর সম্পাদক কাজী ওয়াহিদুল আলম ও ইউএস-বাংলার হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং শফিকুল ইসলাম।
অনুষ্ঠান পরিচালনা করেন ইউএস-বাংলার জেনারেল ম্যানেজার (জনসংযোগ) মো. কামরুল ইসলাম।
এবারের সম্মেলনে পুরস্কৃতদের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে হাজী এয়ার ট্রাভেলস লিমিটেড, দ্বিতীয় স্থান শেয়ার ট্রিপ লিমিটেড এবং তৃতীয় স্থান গোযায়ান লিমিটেড।
ঢাকা/এসবি