পাক-ভারত হামলা নিয়ে যা বলছেন বিশ্লেষকরা
Published: 7th, May 2025 GMT
পাকিস্তানের পাঞ্জাব এবং আজাদ জম্মু ও কাশ্মীরের ছয়টি স্থানে বুধবার ভারত গভীর রাতে বিমান হামলা চালিয়েছে। এ ঘটনায় বিশ্লেষক ও কূটনীতিকরা ‘ক্রমবর্ধমান উত্তেজনার ঝুঁকি’ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
এই হামলায় ২৬ জন বেসামরিক নাগরিক নিহত এবং ৪০ জনেরও বেশি আহত হন। ইসলামাবাদ পাঁচটি ভারতীয় বিমান ভূপাতিত করেছে। সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরীর মতে, জবাবে বেশ কয়েকটি ভারতীয় চেকপোস্ট ধ্বংস করা হয়েছে।
দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান এই উত্তেজনাকর পরিস্থতি নিয়ে পাকিস্তানের কূটনীতিকমালিহা লোধি বলেছেন, “এটি ভারতীয় আগ্রাসনের ফলে সৃষ্ট অত্যন্ত গুরুতর সংকট। পাকিস্তান পাঁচটি ভারতীয় বিমান ভূপাতিত করে এবং নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতীয় পোস্ট ধ্বংস করে ভারতীয় আক্রমণের প্রতিক্রিয়া জানিয়েছে। পাকিস্তান বলেছে, তারা এখন ভারতীয় আক্রমণের জবাব দেবে। তারা প্রতিরোধ ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা করতে চায়। কারণ কয়েক বছর অন্তর ভারত বিমান বা ক্ষেপণাস্ত্র হামলা চালানোর জন্য সীমান্ত বিধি লঙ্ঘন করে। পাকিস্তান চায় না যে এটি নতুন স্বাভাবিক হয়ে উঠুক, যার ফলে কৌশলগতভাবে পদক্ষেপ নেওয়ার বাধ্যবাধকতা তৈরি হয়।”
লোধি আরো বলেন, “পারমাণবিক পরিবেশে আরো উত্তেজনা গুরুতর ঝুঁকিতে পরিপূর্ণ। বড় উত্তেজনা এড়ানো সম্ভব কিনা তা স্পষ্ট নয়, তবে আমরা এটি প্রতিরোধে মার্কিন হস্তক্ষেপ দেখতে পাচ্ছি। কারণ ভারত ও পাকিস্তানের মধ্যে অতীতের সংকটগুলো সবসময় ওয়াশিংটনের মাধ্যমে প্রশমিত করা হয়েছে।”
পাকিস্তানের সিনিয়র বিশ্লেষক মাজহার আব্বাস বলেছেন, “৭ মে, দিনটি পাকিস্তানের জন্য আশাব্যঞ্জক কারণ আমরা কেবল যুদ্ধক্ষেত্রেই নয়, কূটনৈতিক ফ্রন্টেও ভারতকে পরাজিত করেছি।
ভারত একটি চলচ্চিত্র চালিয়েছে, আমরা একটি ট্রেলার চালিয়েছে, যদি তারা যুদ্ধে এগিয়ে যেতে চায়, আমরা প্রস্তুত।.
পররাষ্ট্র নীতি বিশেষজ্ঞ মাইকেল কুগেলম্যান বলেছেন, “পাকিস্তানে ভারতের হামলা ২০১৯ সালের চেয়ে অনেক বড় আকারের। অনেক রিপোর্ট অনুসারে, পাকিস্তানের প্রতিক্রিয়ার মধ্যে বেশ কয়েকটি ভারতীয় বিমান ভূপাতিত করা অন্তর্ভুক্ত ছিল, তা ২০১৯ সালেরও মাত্রা ছাড়িয়ে গেছে, তারা ইতিমধ্যেই ২০১৯ সংকটের যেকোনো সময়ের তুলনায় ক্রমবর্ধমান সিঁড়িতে উপরের দিকে উঠে গেছে। এই দুটি শক্তিশালী সামরিক বাহিনী, এমনকি প্রতিরোধক হিসেবে পারমাণবিক অস্ত্র ছাড়াই, একে অপরের বিরুদ্ধে ... প্রচলিত সামরিক বাহিনী মোতায়েন করতে ভয় পায় না। ক্রমবর্ধমান ঝুঁকি বাস্তব। এবং এটি দ্রুত বৃদ্ধি পেতে পারে।”
আইনজীবী জিবরান নাসির বলেছেন, “ভারত দুর্বৃত্ত রাষ্ট্রের মতো আচরণ করে, বেসামরিক নাগরিক এবং মসজিদগুলোতে হামলা চালিয়ে একাধিক আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘন করেছে। পহেলগামে পাকিস্তানের জড়িত থাকার কোনো প্রমাণ না দিয়ে, মোদি সরকার জেনেভা কনভেনশন , জেনেভা প্রোটোকল, হেগ কনভেনশন, হেগ কনভেনশন ১৯৫৪, আইসিসির ১৯৯৮ সালের রোম স্ট্যাচুর ৮ নম্বর অনুচ্ছেদ এবং আইসিআরসির সংশোধিত কাস্টমারি আইএইচএল-এর বিধান লঙ্ঘন করে যুদ্ধাপরাধের আশ্রয় নিয়েছে। ভারতের প্রতি পাকিস্তানের প্রতিক্রিয়ার মধ্যে যুদ্ধ বিমান ভূপাতিত করা এবং সামরিক স্থাপনাগুলোতে বোমা হামলা অন্তর্ভুক্ত ছিল। এটি পরিমিত ছিল এবং আত্মরক্ষার অধিকার রক্ষায় করা হয়েছিল।”
ঢাকা/শাহেদ
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ব ম ন ভ প ত ত কর বল ছ ন ক টন ত
এছাড়াও পড়ুন:
ডুবে যাওয়া ট্রলারের সঙ্গে কুয়াকাটায় ভেসে এল জেলের মরদেহ
ডুবে যাওয়ার প্রায় দুই সপ্তাহ পর পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে ভেসে এসেছে এফবি সাগরকন্যা নামের একটি মাছ ধরার ট্রলার। এতে মিলেছে এক নিখোঁজ জেলের মরদেহ। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে সৈকতের পূর্ব দিকে কুয়াকাটা ট্যুরিজম পার্কসংলগ্ন এলাকায় ট্রলারটি খুঁজে পাওয়া যায়।
মৃত ওই জেলের নাম ইদ্রিস হাওলাদার (৫০)। তিনি মিঠাগঞ্জ ইউনিয়নের পশ্চিম মধুখালী গ্রামের বাসিন্দা। এক ব্যক্তি নিজেকে ইদ্রিসের স্বজন দাবি করে লাশটিকে শনাক্ত করেছেন। ওই ট্রলারের থাকা আরও তিন জেলে এখনো নিখোঁজ বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় কয়েকজন বাসিন্দার সূত্রে জানা গেছে, গত ২৫ জুলাই বঙ্গোপসাগরের শেষ বয়া থেকে ৭৫ কিলোমিটার গভীরে ১৫ জেলেসহ এফবি সাগরকন্যা নামের মাছধরার ট্রলারটি ডুবে যায়। সেখানে ৪ দিন ভেসে থাকার পর ১০ জেলেকে আরেকটি ট্রলারের সাহায্যে উদ্ধার করা হয়। পরে ১ আগস্ট নজরুল ইসলাম নামের ওই ট্রলারে থাকা এক জেলের মরদেহ ভেসে আসে কুয়াকাটা সৈকতের মীরা বাড়ি পয়েন্ট এলাকায়।
বিষয়টি নিশ্চিত করে কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. মনিরুজ্জামান বলেন, ইদ্রিস হাওলাদারের মরদেহসহ ট্রলারটি উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।