পিএসজি ২:১ আর্সেনাল (দুই লেগ মিলিয়ে পিএসজি ৩:১ ব্যবধানে জয়ী)

লন্ডনে প্রথম লেগ ১-০ ব্যবধানে জিতে ফাইনালের পথে এক পা এগিয়েই ছিল পিএসজি। দরকার ছিল ঘরের মাঠে দ্বিতীয় লেগে শুধু হার এড়ানো।

আজ পার্ক দ্য প্রিন্সেসে উয়েফা চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের দ্বিতীয় লেগেও জয়ই তুলেছে ফরাসি চ্যাম্পিয়নরা। ফ্যাবিয়ান রুইজ ও আশরাফ হাকিমির গোলে পিএসজি আর্সেনালকে হারিয়েছে ২-১ গোলে। দুই লেগ মিলিয়ে ৩-১ ব্যবধানে আর্সেনালকে বিদায় করে পিএসজি উঠে গেছে ফাইনালে। ৩১ মে মিউনিখের যে ফাইনালে প্রতিপক্ষ ইন্টার মিলান।

বিস্তারিত আসছে.

..।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: আর স ন ল ফ ইন ল প এসজ

এছাড়াও পড়ুন:

রিমান্ড শেষে কারাগারে, মন ভালো ছিল না পলকের

বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর বাড্ডা থানার আব্দুল জব্বার সুমন হত্যা মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার বিকেলে এই আদেশ দেন। এদিন তাকে মন খারাপ দেখা যায়। প্রশ্ন করলে কোনো কথাও বলেননি।

পলকের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখী বলেন, ‘রিমান্ড থেকে এসেছেন। আজ তার মন ভালো ছিল না।’

এর আগে গত ২৩ এপ্রিল এ মামলায় পলকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন ঢাকার একটি ম্যাজিস্ট্রেট আদালত। এ আদেশের ভিত্তিতে গতকাল বুধবার কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে পুলিশ হেফাজতে নিয়ে দুইদিন জিজ্ঞাসাবাদ করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। 

মামলা সূত্রে জানা যায়, গত বছরের ৫ আগস্ট সন্ধ্যা ৭ টা ১০ মিনিটের দিকে বাড্ডা থানাধীন মেরুল বাড্ডার ডিআইটি প্রজেক্ট এলাকা থেকে বাসায় ফিরছিলেন ভুক্তভোগী আব্দুল জব্বার সুমন (৩৮)। এ সময় অজ্ঞাতনামা আসামিদের গুলিতে নিহত হন তিনি। এ ঘটনায় তার মা নাজমা বেগম শেখ হাসিনাসহ নয়জনের নাম উল্লেখ করে রাজধানীর বাড্ডা থানায় বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। জুনাইদ আহমেদ পলক এ মামলার ৩ নম্বর এজাহার নামীয় আসামি।

সম্পর্কিত নিবন্ধ