সংবাদে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী উল্লেখ, পত্রিকা কার্যালয়ে হামলা
Published: 8th, May 2025 GMT
ছবি: প্রথম আলো
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
কল্যাণপুরে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ দুজন গ্রেপ্তার
রাজধানীর কল্যাণপুর এলাকায় বুধবার ‘ডাকাতির প্রস্তুতিকালে’ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে কিছু দেশি ধারালো অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. মাসুদ রানা (৩৫) ও মো. শাহাবুদ্দিন (২৮)।
বৃহস্পতিবার মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন প্রথম আলোকে বলেন, গতকাল (বুধবার) বিকেলে মিরপুর মডেল থানার একটি টহল দল খবর পায়, ডাকাতির উদ্দেশ্যে কয়েকজন কল্যাণপুর রেডিও কলোনি এলাকায় একটি পরিত্যক্ত দোকানে অবস্থান করছেন। এমন তথ্যের ভিত্তিতে টহল দলটি সেখানে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় মাসুদ রানা ও শাহাবুদ্দিনকে গ্রেপ্তার করা হয়। তিন-চারজন দৌড়ে পালিয়ে যান।
পুলিশ কর্মকর্তা সাজ্জাদ রোমন বলেন, ওই দুজনের কাছ থেকে সাতটি ছুরি ও লোহার চাপাতি, একটি ট্যাব ও আটটি মুঠোফোন এবং তিনটি তাজা গুলি উদ্ধার করা হয়। গ্রেপ্তার ও পলাতকদের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় নিয়মিত মামলা করা হয়েছে। তিনি আরও বলেন, মাসুদ রানা ও শাহাবুদ্দিন সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য।
তাঁরা মিরপুর মডেল থানাসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ছিনতাই ও ডাকাতি করতেন। মামলার সুষ্ঠু তদন্ত ও পলাতকদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।