চলমান রাজনৈতিক অস্থিরতা ও ভারতের আক্রমণাত্মক মনোভাবকে কেন্দ্র করে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)–এর দশম আসরের বাকি ম্যাচগুলো স্থগিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বৃহস্পতিবার (৮ মে) এক আনুষ্ঠানিক ঘোষণায় এ সিদ্ধান্ত জানায় পিসিবি।

বোর্ড জানায়, প্রধানমন্ত্রী মিয়াঁ মোহাম্মদ শেহবাজ শরিফের সরাসরি পরামর্শেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি মনে করছেন, ভারতের বেপরোয়া আগ্রাসনের প্রেক্ষাপটে এখন দেশের অগ্রাধিকার হওয়া উচিত সেনাবাহিনীর সাহসিকতাকে সম্মান জানানো এবং জাতীয় সংহতি বজায় রাখা।

এক বিবৃতিতে পিসিবি জানায়, ‘‘পিএসএলের চলতি আসরের বাকি থাকা আটটি ম্যাচ আপাতত স্থগিত করা হয়েছে। প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের পরামর্শ অনুসারে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যিনি মনে করেন বর্তমান পরিস্থিতিতে দেশের মনোযোগ ও আবেগ থাকা উচিত আমাদের সেনাবাহিনীর সাহসিকতায়, যারা দেশের সার্বভৌমত্ব রক্ষায় আপসহীনভাবে লড়াই করছে।’’

আরো পড়ুন:

স্থগিত হওয়ার দ্বারপ্রান্তে ভারতের বাংলাদেশ সফর ও এশিয়া কাপ

দিল্লি স্টেডিয়াম উড়িয়ে দেওয়ার হুমকিতে তোলপাড়

পিসিবি আরও জানায়, টুর্নামেন্টের সফল আয়োজন নিশ্চিত করতে বিভিন্ন অংশীজনদের অবদান ছিল প্রশংসনীয়। তবে দেশ যখন সংকটের মুখোমুখি, তখন ক্রিকেটকে শ্রদ্ধার সঙ্গে বিরতি দেওয়া প্রয়োজন।

‘‘ক্রিকেট আনন্দ ও ঐক্যের প্রতীক হলেও, দেশের সংকটময় পরিস্থিতিতে খেলা কিছু সময়ের জন্য স্থগিত থাকাই যৌক্তিক। আমরা অংশগ্রহণকারী খেলোয়াড়দের মানসিক সুস্থতা ও বিদেশি খেলোয়াড়দের পরিবারের উদ্বেগকেও গুরুত্ব দিচ্ছি।’’ — বলেন বোর্ড কর্তৃপক্ষ।

পিএসএলের এবারের আসর যখন শেষ ধাপে পৌঁছেছিল, তখনই আসে এ সিদ্ধান্ত। এরই মধ্যে ২৭টি ম্যাচ অনুষ্ঠিত হয়ে গেছে, বাকি ছিল মাত্র ৮টি ম্যাচ।

পয়েন্ট টেবিলের বর্তমান চিত্র:
কোয়েটা গ্ল্যাডিয়েটরস:
৯ ম্যাচে ৬ জয়, ২ হার, ১ পরিত্যক্তে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে।
করাচি কিংস: ৮ ম্যাচে ৫ জয় ও ৩ হারে ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে।
ইসলামাবাদ ইউনাইটেড: ৯ ম্যাচে ৫ জয়, ৪ হারে সমান ১০ পয়েন্ট নিয়ে তৃতীয়।
লাহোর কালান্দার্স: ৪ জয়, ৪ হার ও ১ পরিত্যক্তে ৯ পয়েন্ট নিয়ে চতুর্থ।
পেশাওয়ার জালমি: ৯ ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে পঞ্চম।
মুলতান সুলতানস: ৯ ম্যাচে মাত্র ১ জয় পেয়ে প্লে’অফের আগেই বিদায় নিয়েছে।

যেসব ম্যাচ স্থগিত হলো:
> করাচি কিংস বনাম পেশাওয়ার জালমি,
> পেশাওয়ার জালমি বনাম লাহোর কালান্দার্স,
> ইসলামাবাদ ইউনাইটেড বনাম করাচি কিংস,
> মুলতান সুলতানস বনাম কোয়েটা গ্ল্যাডিয়েটরস,
> কোয়ালিফায়ার,
> এলিমিনেটর ১,
> এলিমিনেটর ২,
> ফাইনাল।

ঢাকা/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর প এসএল

এছাড়াও পড়ুন:

সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তের ছুরিঘাতে দুই অটো চালক আহত

সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিঘাতে দুই অটো চালক গুরুতর আহত হয়েছেন। শনিবার (৯ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে আদমজী ইপিজেড এলাকার রিমি গার্মেন্টসের সামনে এ ঘটনা ঘটে। আহতরা হলেন আকাশ (৩৫) ও শরিফ (৩০)।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই সময় রিমি গার্মেন্টস ছুটি হওয়ার পর এক নারী শ্রমিক রাস্তা পার হচ্ছিলেন। এসময় একটি অটোরিকশার সঙ্গে ধাক্কা লাগলে শ্রমিকটির সঙ্গে অটোচালক আকাশের বাকবিতণ্ডা শুরু হয়।

এ সময় অপর দিক থেকে এক যুবক এসে ঝগড়ায় জড়িয়ে পড়ে এবং হঠাৎ পকেট থেকে ছুরি বের করে আকাশের ওপর উপর্যুপরি আঘাত করতে থাকে। ধারালো ছুরির আঘাতে আকাশ মারাত্মকভাবে আহত হন।

পরিস্থিতি দেখে পাশেই থাকা আরেক অটো চালক শরিফ বাধা দিতে গেলে দুর্বৃত্ত তাকেও ছুরিকাঘাত করে। তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে যুবকটি দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আকাশকে ঢামেক হাসপাতালে নিয়ে যান, আর শরিফকেও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

এলাকার এক দোকানদার নাম প্রকাশ না করার শর্তে জানান, রিমি গার্মেন্টসের দক্ষিণ পাশে বৈদ্যুতিক তারের বড় বড় রোল ফেলে রাখা আছে। প্রায়ই এসব তারের ভেতরে ছিনতাইকারীরা লুকিয়ে থাকে এবং সুযোগ বুঝে ছিনতাই করে। তিনি আরও বলেন, রাত গভীর হলে এখানে ছিনতাইকারীদের আনাগোনা বাড়ে এবং তারা নিয়মিত মাদক সেবন করে।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম বলেন, ঘটনার খবর পেয়েছি, তবে এখনো কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
 

সম্পর্কিত নিবন্ধ