আমি এমন বোকামি করতে পারি না: ট্রাম্প
Published: 13th, May 2025 GMT
কাতারের রাজপরিবারের কাছ থেকে উপহার হিসেবে বিমান গ্রহণের পরিকল্পনা নিয়ে নীতিগত উদ্বেগকে উড়িয়ে দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এই উদার প্রস্তাব প্রত্যাখ্যান করা ‘বোকামি’ হবে। তিনি এ ধরনের বোকামি করতে পারেন না। সোমবার হোয়াইট হাউসে ট্রাম্প এ কথা বলেছেন।
কাতারের উপহার দেওয়া ৪০০ মিলিয়ন ডলারের বিলাসবহুল বিমানটি মার্কিন প্রেসিডেন্টকে বহনকারী এয়ার ফোর্স ওয়ান হিসেবে ব্যবহৃত হবে। মার্কিন সরকারের প্রাপ্ত সবচেয়ে মূল্যবান উপহারগুলোর মধ্যে একটি হবে এটি। এই প্রস্তাবের খবর ডেমোক্রেট এবং সুশাসনের সমর্থকদের কাছ থেকে তাৎক্ষণিক সমালোচনার জন্ম দিয়েছে। তারা সতর্ক করে দিয়ে বলেছেন, এটি স্বার্থের সংঘাত হবে যা প্রেসিডেন্টের সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারে। এটি অনৈতিক এবং সম্ভবত অসাংবিধানিক।
ট্রাম্প জানিয়েছেন, বোয়িং ৭৪৭-৮ বিমানটি অবশেষে প্রেসিডেন্টের সংগ্রহশালায় দান করা হবে। ক্ষমতা ছাড়ার পর ব্যক্তিগত কারণে এটি ব্যবহারের কোনো পরিকল্পনা তার নেই।
মধ্যপ্রাচ্য ভ্রমণে যাওয়ার আগে হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, “আমি মনে করি এটি কাতারের পক্ষ থেকে একটি দুর্দান্ত পদক্ষেপ। আমি এর জন্য অত্যন্ত কৃতজ্ঞ। আমি কখনই এই ধরণের প্রস্তাব প্রত্যাখ্যান করার মতো ব্যক্তি হব না।”
তিনি বলেছেন, “আমি বলতে চাইছি, আমি একজন বোকা ব্যক্তি হতে পারি না যে বলে আমরা বিনামূল্যে অত্যন্ত দামি বিমান চাই না।”
রিপাবলিকান প্রেসিডেন্ট এই প্রস্তাবকে কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতসহ এই অঞ্চলের দেশগুলোর প্রতিরক্ষায় মার্কিন সহায়তার জন্য কৃতজ্ঞতার নমুনা হিসেবে আখ্যা দিয়েছেন।
হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লিভিট জানিয়েছেন.
ঢাকা/শাহেদ
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর প রস ত ব বল ছ ন
এছাড়াও পড়ুন:
বাংলাদেশের কাছে হারের কারণ ব্যাখ্যায় যা বললেন রশিদ খান
এশিয়া কাপের পর দ্বিপক্ষীয় সিরিজের প্রথম ম্যাচেও বাংলাদেশের কাছে হারল আফগানিস্তান। কাল শারজাতে বাংলাদেশের কাছে ৪ উইকেটে হেরেছে রশিদ খানের দল। এই হারে দলের ব্যাটিং ও বোলিং দুই বিভাগকেই দুষছেন আফগান অধিনায়ক রশিদ খান।
আফগানিস্তানের ১৫১ রান তাড়া করতে নেমে বাংলাদেশ উদ্বোধনী জুটি তুলেছে ১০৯ রান। তখন জয় মনে হচ্ছিল সময়ের ব্যাপার। কিন্তু আচমকাই বাংলাদেশের ব্যাটিংয়ে বড় ধস নামে। ১১.৪ ওভার থেকে ১৫.৪ ওভারের মধ্যে ২৪ বলে বাংলাদেশ ৯ রানে ৬ উইকেট হারালে ম্যাচে ফেরে আফগানিস্তান। কিন্তু এভাবে ঘুরে দাঁড়িয়েও শেষ পর্যন্ত জিততে পারেনি তারা।
আফগানিস্তানের ঘুরে দাঁড়ানোয় সবচেয়ে বড় ভূমিকা ছিল রশিদের। ১৮ রানে ৪ উইকেট নেন এই লেগ স্পিনার। এর মধ্য দিয়ে দারুণ এক কীর্তিও গড়েন তিনি। অধিনায়ক হিসেবে এ নিয়ে পঞ্চমবার ইনিংসে ৪ উইকেট নিলেন রশিদ।
টেস্ট খেলুড়ে দেশগুলোর অধিনায়কদের মধ্যে টি–টোয়েন্টিতে আর কোনো অধিনায়ক এতবার ইনিংসে ৪ উইকেট নিতে পারেননি। বাংলাদেশের সাকিব আল হাসান ও শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা দুবার করে ইনিংসে ন্যূনতম ৪ উইকেট নিয়েছেন।
কাল ৪ উইকেট নিয়েছেন রশিদ