র্যাব পরিচয়ে বাস থেকে নামিয়ে দুই প্রবাসীকে অপহরণ, ৩৬ লাখ টাকা লুটের অভিযোগ
Published: 16th, May 2025 GMT
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় র্যাব পরিচয়ে একটি যাত্রীবাহী বাস থেকে দুই প্রবাসীকে অপহরণ করে ৩৬ লাখ ৫০ হাজার টাকা লুটের অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীরা হলেন শ্রীনগর উপজেলার চারিপাড়া গ্রামের জসিম শেখ ও কবুতর খোলা গ্রামের সুজন খান। সম্প্রতি তাঁরা সৌদি আরব থেকে দেশে ফিরেছিলেন। গতকাল রাজধানী ঢাকা থেকে স্বর্ণ বিক্রির টাকা নিয়ে নিজেদের এলাকায় ফিরছিলেন বলে জানিয়েছেন তাঁরা।
জসিম ও সুজন জানান, সৌদি থেকে বৈধভাবে আনা স্বর্ণ বিক্রি করতে গতকাল তাঁরা ঢাকায় যান। সন্ধ্যায় বিক্রির টাকা নিয়ে নগর পরিবহনের একটি বাসে তাঁরা সেখান থেকে বালাসুর ফিরছিলেন। সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে শ্রীনগরের ফেরিঘাটে পৌঁছালে একদল লোক বাসটি থামায়। তারা বাসে উঠে নিজেদের র্যাব পরিচয় দিয়ে জসিম ও সুজনকে জোর করে নামিয়ে নিয়ে যায়। পরে তারা জসিমের সঙ্গে থাকা ২৫ লাখ ২০ হাজার টাকা এবং সুজনের কাছ থেকে ১১ লাখ ৩০ হাজার টাকার সঙ্গে মুঠোফোন লুট করে নেয়। একপর্যায়ে তাঁদের রাজধানীর আবদুল্লাহপুর এলাকায় ফেলে যায় অপহরণকারীরা।
এ ঘটনায় র্যাবের কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন র্যাব-১০–এর ভাগ্যকুল ক্যাম্পের কোম্পানি কমান্ডার আনোয়ার হোসেন। তিনি জানান, অপহরণকারীরা র্যাবের সদস্য নয়। তারা একটি সংঘবদ্ধ প্রতারক চক্র। চক্রটিকে শনাক্ত ও গ্রেপ্তারের জন্য র্যাব ইতিমধ্যেই কাজ শুরু করেছে।
এদিকে অপহরণ ও লুটের অভিযোগের তদন্ত শুরুর কথা জানিয়েছেন শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আনিসুর রহমান। আজ বেলা একটার দিকে প্রথম আলোকে বলেন, এ ঘটনায় শ্রীনগর থানায় একটি মামলা প্রক্রিয়াধীন। ঘটনার সঙ্গে যে বা যারা জড়িত, তাদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: শ র নগর
এছাড়াও পড়ুন:
সকালে এক গ্লাস নাকি চার গ্লাস পানি পান করা ভালো
সকালে খালি পেটে পানি পান করলে অনেক বেশি উপকার পাওয়া যায়, একথা আমরা সবাই জানি। কিন্তু কত গ্লাস পানি পান করা ভালো সে কথা জানেন? সেই প্রসঙ্গে আসছি, তার আগে বলে নেই সকালে ঘুম থেকে ওঠার পর খালি পেটে পানি পান করলে ঠিক কোন কোন উপকার পাওয়া যায়। অল্প কিছু বিষয় মেনে চললে সকালে খালি পেটে পানি পান করে সুস্থ-সবল থাকার পথে একধাপ এগিয়ে যেতে পারেন। জেনে নিনি বিস্তারিত—
এক. সকালে পানি পান করলে পাকস্থলী পরিষ্কার হয়। এই অভ্যাস অনেক রোগের ঝুঁকি কমায়। পরিপাকক্রিয়া থেকে সঠিকভাবে নানা পুষ্টি উপাদান গ্রহণে শরীরকে সাহায্য করে। সকালে খালি পেটে পানি পান করলে হজমশক্তি বাড়ে। আর এটা তো জানা কথা, হজমশক্তি ভালো হলে অনেক স্বাস্থ্য সমস্যাই দূর হয়।
আরো পড়ুন:
যেসব স্বাস্থ্যকর অভ্যাস জীবন বদলে দিতে পারে
লিভার ডিটক্সিফিকেশনের জন্য সাপ্লিমেন্ট খাওয়া কী জরুরি?
দুই. সকালে খালি পেটে পর্যাপ্ত পানি পান করলে ত্বক উজ্জ্বল ও সুন্দর থাকে। রক্ত থেকে ‘টক্সিন’ বা বিষাক্ত নানা উপাদান দূর করে পানি।নতুন রক্ত কোষ এবং পেশি কোষ জন্মানোর প্রক্রিয়ায় সহায়তা করে।
তিন. খালি পেটে পানি পান করলে ওজনও নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
যেভাবে পুরোপুরি সুফল পাবেন
বিশেষজ্ঞরা বলেন, সকালে পানি পান করার পারেই খাবার গ্রহণ করা উচিত নয়।
মনে রাখবেন, প্রতিদিন সকালে এক গ্লাস পানি পান করেই অনেক উপকার পেতে পারেন। আরও ভালো ফলাফল পেতে প্রতিদিন সকালে গড়ে চার গ্লাস পানি (প্রায় এক লিটার) পানি পান করতে পারেন।
প্রথম দিকে এই অভ্যাস গড়ে তুলতে একটু সমস্যা হতে পারে। তবে চেষ্টা করলে এটা অনেক কিছুদিনের মধ্যে এই অভ্যাস আয়ত্বে চলে আসবে। এবং এর নানা উপকারিতাও বুঝতে পারবেন।
সূত্র: ওয়েবএমডি
ঢাকা/লিপি