ইমনের ঝড়ো ফিফটিতে একশ’ ছাড়াল বাংলাদেশ
Published: 17th, May 2025 GMT
সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতে ২ উইকেট হারায় বাংলাদেশ। ওপেনার তানজিদ তামিম ও তিনে নামা অধিনায়ক লিটন দাস ব্যর্থ হয়ে ফিরেছেন। তবে পারভেজ ইমন ঝড়ো ফিফটি করে খেলছেন।
বাংলাদেশ ১০ ওভারে ২ উইকেট হারিয়ে ১০৩ রানে ব্যাট করছে। ক্রিজে থাকা পারভেজ ইমন ৩০ বলে ৫৩ রান করেছেন। পাঁচটি ছক্কা ও তিনটি চার মেরেছেন তিনি। তাওহীদ হৃদয় ১৪ বলে একটি করে চার ও ছক্কায় ২০ রানে খেলছেন।
এর আগে তানজিদ তামিম ৯ বলে একটি চার ও ছক্কায় ১০ রান করে ফিরে যান। লিটন দাস ৮ বল খেলে ১১ রান করেন। একটি ছক্কা তোলেন তিনি।
বাংলাদেশ সিরিজের প্রথম এই টি-২০ ম্যাচে সৌম্য সরকারকে একাদশে রাখেনি। ওপেনিংয়ে পারভেজ ইমনকে সুযোগ দেওয়া হয়েছে। তার সঙ্গে আছেন তানজিদ তামিম। বোলিং আক্রমণে মুস্তাফিজ ও হাসান মাহমুদের সঙ্গে তানজিম সাকিবকে রাখা হয়েছে। দুবাই বিমানবন্দরে তিন রাত আটকে থাকা লেগ স্পিনার রিশাদ হোসেন নেই একাদশে। সুযোগ পেয়েছেন বাঁ-হাতি তানভীর ইসলাম।
বাংলাদেশ একাদশ: তানজিদ তামিম, পারভেজ ইমন, লিটন দাস, তাওহীদ হৃদয়, শামীম পাটোয়ারি, জাকের আলী, শেখ মাহেদী, তানজিম সাকিব, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান, তানভীর ইসলাম।
আরব আমিরাত একাদশ: মোহাম্মেদ ওয়াসেম, মোহাম্মদ জোহাইব, আলিশান শারাফু, রাহুল চোপড়া, আসিফ খান, ধ্রুব পরেশার, সঞ্জিত শর্মা, মোহাম্মদ জুহাইব, মতিউল্লাহ, হায়দার আলী, মোহাম্মদ জাওয়াদউল্লাহ।
.
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
চার ধাপে বানান আম-নারকেলের পুডিং
এই আমের মৌসুমে চাইলেই বানিয়ে নিতে পারেন আম-নারকেলের মজাদার পুডিং। অল্প সময়ে বানিয়ে নেওয়া যায় এই পদ। জেনে নিন রেসিপি।
উপকরণ
পাকা আম (ছোট টুকরা): দেড় কাপ চিনি- স্বাদ মতো
আরো পড়ুন:
দুই ধাপে বানান কাঁঠালের কেক
ভোজনরসিকদের জন্য তৈরি হচ্ছে ভাসমান রেস্টুরেন্ট
আগার আগার: ২ টেবিল চামচ
নারকেলের ঘন দুধ: ২০০ মিলি
প্রথম ধাপ: প্রথমে আমের টুকরোগুলো পরিমাণমতো চিনিসহ মিহি ব্লেন্ড করে নিন।
দ্বিতীয় ধাপ: একটি প্যানে ১/৩ কাপ পানি ও আগার আগার কুচি করে দিয়ে দিন। চুলা লো মিডিয়াম আঁচে রেখে পুরোপুরি গলিয়ে নিন আগার আগার। মিশ্রণ তৈরি হয়ে গেছে আমের মিশ্রণের পাত্রে ঢেলে।
তৃতীয় ধাপ: এ পর্যায়ে দুধ মিশিয়ে আবার ব্লেন্ড করুন।
চতুর্থ ধাপ: যে পাত্রে পুডিং জমাতে চান সেই পাত্রে ঢেলে চামচের সাহায্যে মসৃণ করে দিন ওপরের অংশ। সবশেষে পাত্রটি ঢেকে ফ্রিজে রেখে দিন ৫ থেকে ৬ ঘণ্টা।
পরিবেশনের জন্য প্রস্তুত মজাদার ম্যাংগো পুডিং।
ঢাকা/লিপি