একের পর এক ছক্কা হাঁকিয়ে পারভেজ হোসেন তুলে নিয়েছেন সেঞ্চুরিও। সেটি নানা দিক থেকেই তাঁর জন্য বিশেষ- আন্তর্জাতিক ক্রিকেটে আগের ৭ ইনিংসে পঞ্চাশও পার হতে পারেননি। অথচ আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটির পরই তাঁর নামের পাশে লেখা হয়েছে সেঞ্চুরি!

তাতে প্রায় ১৯ বছরের টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে বাংলাদেশ পেয়েছে কেবল দ্বিতীয় সেঞ্চুরি। ২০১৬ সালে ধর্মশালায় ওমানের বিপক্ষে তামিম ইকবালের পর এবার শারজায় পারভেজ। কেমন অনুভূতি? ম্যাচের পর পুরস্কার বিতরণী মঞ্চে দাঁড়িয়ে ম্যাচসেরা পারভেজ হোসেন বলেছেন, ‘এটা আন্তর্জাতিক ক্রিকেটে আমার প্রথম সেঞ্চুরি। এটা আমার জন্য তাই বিশেষ।’

পারভেজের ৫৪ বলে ১০০ রানের ইনিংসের পরও অবশ্য বাংলাদেশ খুব বেশি দূর যেতে পারেনি। পুরো ২০ ওভার খেলে ৭ উইকেট হারিয়ে ১৯১ রানের বেশি করতে পারেনি তারা। ইনিংসের শেষ তিন ওভারে আসে মাত্র ২২ রান।

ওই আফসোস ম্যাচশেষেও ছিল অধিনায়ক লিটন দাসের কণ্ঠে, ‘উইকেট ভালো মনে হচ্ছিল ব্যাট করার জন্য। পারভেজ যেভাবে খেলেছে এটা দেখার জন্য অসাধারণ ছিল। কিন্তু আমাদের ভালো শেষ করতে হতো, শেষ তিন ওভারে আমরা তেমন কিছু করতে পারিনি।’

ব্যাটিংয়ে একটা সময় পর্যন্ত সমানতালে পাল্লা দিচ্ছিল আরব আমিরাত। দলটির অধিনায়ক মুহাম্মদ ওয়াসিমের ৩৯ বলে ৫৪ ও শেষদিকে আসিফ খানের ২১ বলে ৪২ রানের ইনিংস ভয় ধরিয়ে দিয়েছিল বাংলাদেশকে। তবে বোলারদের ওপর বিশ্বাস ছিল অধিনায়ক লিটনের। শেষ পর্যন্ত তাঁকে ২৭ রানের জয়ও এনে দিয়েছেন তারা।

টি–টোয়েন্টিতে সেঞ্চুরি করা দ্বিতীয় বাংলাদেশি পারভেজ.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র জন য

এছাড়াও পড়ুন:

প্রতিমা বিসর্জনের নৌকা থেকে আত্রাই নদে পড়ে কিশোর নিখোঁজ

নওগাঁর মহাদেবপুর উপজেলায় আত্রাই নদে প্রতিমা বিসর্জনের সময় নৌকা থেকে পড়ে রনি (১৬) নামের এক কিশোর নিখোঁজ হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আত্রাই নদের মহাদেবপুর শিবগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ রনি জেলার মান্দা উপজেলার বানডুবি গ্রামের রণজিত হাওলাদারের ছেলে। ঘটনার পর তাকে উদ্ধারের জন্য কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

স্থানীয় লোকজন ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, দুর্গাপূজায় প্রতিমা বিসর্জনের অংশ হিসেবে প্রতিবারের মতো এবারও আত্রাই নদে প্রতিমা ভাসানোর আয়োজন করা হয়েছিল। স্থানীয় মানুষ, পরিবারের সদস্য, বন্ধুবান্ধবসহ অনেকে নৌকা নিয়ে নদীতে ঘুরছিলেন। এর মধ্যে রনি যে নৌকায় ছিল, সেটি মহাদেবপুর উপজেলার শিবগঞ্জ এলাকায় পৌঁছায়। হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে রনি নৌকা থেকে নদীতে পড়ে নিখোঁজ হয়। এ সময় নৌকায় রনির সঙ্গে থাকা লোকজন দ্রুত থানা-পুলিশকে খবর দেন। পুলিশের সহযোগিতায় স্থানীয় ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধারকাজ শুরু করে। তবে আজ সকাল ১০টা পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন রেজা প্রথম আলোকে বলেন, নিখোঁজ কিশোরকে দ্রুত উদ্ধারের জন্য ফায়ার সার্ভিসের ডুবুরি দল সর্বোচ্চ চেষ্টা করছে। ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজনের সহযোগিতায় তল্লাশি চলছে।

সম্পর্কিত নিবন্ধ