অসাধারণ, অতিমানবীয়, অবিশ্বাস‌্য। বাংলাদেশের কোনো ক্রিকেটার আন্তর্জাতিক ক্রিকেটে এক ইনিংসে ৯ ছক্কা হাঁকাবেন তা যেন কল্পনাকেও হার মানাবে। সেই কল্পনাকে বাস্তবে ২২ গজে রূপ দিলেন পারভেজ হোসেন ইমন।

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে শনিবার রাতে ছক্কা বৃষ্টি নামালেন পারভেজ। পেলেন টি-টোয়েন্টি সেঞ্চুরি। আন্তর্জাতিক ক্রিকেটে তার প্রথম সেঞ্চুরিতে বাংলাদেশ পেল এই ফরম‌্যাটে দ্বিতীয় সেঞ্চুরিয়ানকে। ২০১৬ সালে তামিম ইকবাল ধর্মশালায় ওমানের বিপক্ষে সেঞ্চুরি পেয়েছিলেন। যা ছিল এতদিন এই ফরম‌্যাটে বাংলাদেশের ব‌্যাটসম‌্যানদের একমাত্র সেঞ্চুরি।

৯ বছর পর পারভেজ গেরো ছুটালেন। সেঞ্চুরির সঙ্গে এক ইনিংসে সর্বাধিক ছক্কার রেকর্ডটি পারভেজ নিজের করে নিয়েছেন। সঙ্গে দ্রুততম সেঞ্চুরিয়ানও। তামিম ওমানের বিপক্ষে ৬০ বলে সেঞ্চুরি পেয়েছিলেন। পারভেজের লেগেছে ৫৩ বল। এছাড়া স্বীকৃত টি-টোয়েন্টিতে তার ৪২ বলে সেঞ্চুরিও আছে। সব মিলিয়ে ৫৪ বলে ১০০ রান করেন ৫ চার ও ৯ ছক্কায়।

তার সেঞ্চুরি বৃথা যায়নি। শারজাহ স্টেডিয়ামে আগে ব‌্যাটিং করতে নেমে বাংলাদেশ ৭ উইকেটে ১৯১ রান করে। জবাবে সংযুক্ত আরব আমিরাত ভালো অবস্থানে থাকার পরও ১৬৪ রানের বেশি করতে পারেনি। ২৭ রানের জয়ে দুই ম‌্যাচের সিরিজে ১-০ ব‌্যবধানে এগিয়ে বাংলাদেশ।

যে জয়ের নায়ক হয়েছেন অনুমিতভাবেই পারভেজ। প্লেয়ার অব দ‌্য ম‌্যাচের পুরস্কার নেওয়ার পর পুরস্কার বিতরণী মঞ্চে পারভেজ বলেছেন, ‘‘এটা অবশ্যই আমার জন্য বিশেষ (সেঞ্চুরি) । এটা আমার প্রথম আন্তর্জাতিক ক্রিকেট সেঞ্চুরি। তাই এটা আমার জন্য বিশেষ। উইকেট মূল্যায়ন করে আমার প্রক্রিয়ার সাথে থাকার চেষ্টা করেছি। আমার পরিকল্পনা কাজে লেগেছে এবং পরবর্তীতে এগিয়ে গিয়েছি। আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করেছি।"

ঢাকা/ইয়াসিন

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

উত্তরসূরি বাছাইয়ে অন্য কারো ‘হস্তক্ষেপ’ চলবে না: দালাই লামা

ভারতে নির্বাসিত তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামা জানিয়েছেন, তার অবর্তমানে যে উত্তরসূরি বেছে নেওয়া হবে তিনি তাদের কয়েক শতাব্দী প্রাচীন প্রতিষ্ঠানের ঐতিহ্যকে বজায় রাখবেন। এ বিষয়ে সিদ্ধান্ত নেবে তার 'গাহদেন ফোড্রাং ট্রাস্ট'। এই প্রসঙ্গে অন্য কারো 'হস্তক্ষেপ' চলবে না।

এদিকে চীন তার এই সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করে জানিয়েছে, পরবর্তী দালাই লামা বেছে নেওয়ার ক্ষেত্রে চীনের সরকারের অনুমোদন প্রয়োজন।

দালাই লামা তার ৯০ তম জন্মদিনে নিজের উত্তরসূরি সম্পর্কে কোনো সূত্র দিতে পারেন এই ব্যাপক প্রত্যাশা তৈরি হয়েছিল। তার আগেই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শত শত অনুসারীরা উত্তর ভারতের ধর্মশালায় জড়ো হয়েছেন।

অতীতে উত্তরসূরির বিষয়ে তাকে কিছুটা দ্বিধাগ্রস্ত দেখা গিয়েছিল। তবে বুধবার এই বিষয়টি স্পষ্ট করে দিয়েছেন তিনি।

পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিব্বতের নির্বাসিত সরকারের প্রধান পেনপা সেরিং জানিয়েছেন দালাই লামার সিদ্ধান্তকে তারা সর্বসম্মতিক্রমে সমর্থন করছেন। সূত্র-বিবিসি বাংলা

সম্পর্কিত নিবন্ধ