ছোট একটি বিরতির পর দর্শক-শ্রোতার সামনে একক পরিবেশনা তুলে ধরতে যাচ্ছে গানের দল জলের গান। ‘অন্তরঙ্গ জলের গান’ শিরোনামের এ আয়োজন অনুষ্ঠিত হবে ৩০ মে রাজধানীর যাত্রাবিরতি রেস্তোরাঁয়।

আয়োজকরা জানান, এদিন সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে আয়োজন। চলবে রাত ৯টা পর্যন্ত। ১ হাজার টাকায় টিকিট সংগ্রহ করে দর্শক এ সংগীত সন্ধ্যা উপভোগ করতে পারবেন।

জলের গানের সদস্যরা বলেন, কখনও কখনও সংগীত জলের মতো মনে প্রশান্ত, গভীর ও অবিরাম প্রবাহমান; যেখানে সুর ও আবেগ মিশে জীবনের সৌন্দর্যের মধ্য দিয়ে একটি হৃদয়গ্রাহী যাত্রায় নিয়ে যায়। সংগীত জাদুতে ঘেরা। প্রতিটি সুর একটি গল্প বহন করে, প্রতিটি ছন্দ একটি স্মৃতি জাগ্রত করে এবং একসঙ্গে তারা এমন মুহূর্ত তৈরি করে, যা সংগীত বিবর্ণ হওয়ার পরও নিজের সঙ্গে থাকে। তাই ‘অন্তরঙ্গ জলের গান’ শুধু একটি কনসার্ট নয়, এটি হতে চলেছে তাদের সঙ্গে শ্রোতাদের একটি সংযোগ তৈরির মাধ্যম। সে কারণে এদিনের পরিবেশনায় রাখা হচ্ছে ‘এমন যদি হতো’, ‘বকুল ফুল’, ‘পাতার গান’, ‘দূরে থাকা মেঘ’, ‘গীতল চিঠি’, ‘পাখির গান’, ‘ফুলকুমারীর বিয়ে’, ‘রসিক যে জন’, ‘ডানা ভাঙা পাখির গান’সহ সেসব গান, যেগুলো শ্রোতারা বারবার শুনতে চান।

জলের গানের সদস্যরা আরও বলেন, ‘আমরা যারা জলের গানের সদস্য, তারা সত্যিকার অর্থেই মনের আনন্দে গান করি। গানের মাধ্যমেই শ্রোতার সঙ্গে আমাদের মনের সংযোগ, তাই গানের মাধ্যমেই আরও অন্তরঙ্গ হতে চাই সংগীতপ্রেমীদের সঙ্গে। গান শুনিয়ে আমরা যেমন আনন্দ পাই, তেমনি দর্শক-শ্রোতাকে আনন্দে মাতিয়ে রাখতে চাই। গান যেহেতু আত্মার খোরাক, সেহেতু গানের মধ্য দিয়ে শ্রোতার তৃষ্ণা মেটানোই আমাদের লক্ষ্য। সেই সুবাদে এই একক আয়োজন দর্শক-শ্রোতার প্রত্যাশা পূরণ করবে বলে আশা করছি।’

.

উৎস: Samakal

কীওয়ার্ড: জল র গ ন জল র গ ন র

এছাড়াও পড়ুন:

পাকিস্তানে ঘুরে দাঁড়াতে মরিয়া বাংলাদেশ

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে হার, নিঃসন্দেহে বাংলাদেশের ক্রিকেটের জন্য একটি বড় ধাক্কা। সেই ধাক্কার রেশ এখনো রয়ে গেছে। তবে এবার ঘুরে দাঁড়াতে মরিয়া টাইগাররা।

টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্স জানিয়েছেন, পাকিস্তানে ভালো পারফরম্যান্সের মাধ্যমে শারজাহর হতাশা ভুলে যেতে চায় দল। তবে স্বাগতিক পাকিস্তানকে কোনোভাবেই হালকাভাবে নিচ্ছেন না তারা।

এক সাক্ষাৎকারে সিমন্স বলেন, “সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজ হারটা ছিল কঠিন। তবে কখনও কখনও এমন পরাজয় দলকে জাগিয়ে তোলে। আশা করি, এই হার থেকেই দল আরও চাঙ্গা হয়ে উঠবে। আমাদের মনোবল এখন দারুণ।”

আরো পড়ুন:

পাকিস্তান সফরের দল থেকে ছিটকে গেলেন সৌম্য, ফিরলেন মিরাজ

নাহিদ রানা ‘ট্রমাটাইজড’, যাচ্ছেন না পাকিস্তানে

পাকিস্তান সফরে জয় পেতে আশাবাদী সিমন্স বলেন, “মনোবল দারুণ; ছেলেরা ভালো মানসিকতায় আছে। আমি বিশ্বাস করি, এই সিরিজ জেতার ভালো সুযোগ আছে আমাদের। অনেকে বলছেন, পাকিস্তান খুব একটা ফর্মে নেই। তবে আসল ব্যাপার হলো, নির্দিষ্ট দিনে কে কেমন খেলে। আমাদের সামনে দারুণ সুযোগ রয়েছে।”

সাম্প্রতিক সময়ে পাকিস্তান দলও ধারাবাহিকভাবে ভালো খেলতে পারছে না। তবু প্রতিপক্ষ হিসেবে পাকিস্তানকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই বলেই মনে করেন সিমন্স। তিনি যোগ করেন, “অনেকে বলছে পাকিস্তান ভালো খেলছে না, কিন্তু তারা তো এখনো পাকিস্তান; একটি শক্তিশালী দল। যেকোনো প্রতিপক্ষকে হারানোর সামর্থ্য রাখে।”

চোটের কারণে বাংলাদেশ দল পাচ্ছে না সবচেয়ে অভিজ্ঞ দুই পেসার তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমানকে। অন্যদিকে, ফাস্ট বোলার নাহিদ রানা এই সফরে নিজে থেকেই অনুপস্থিত।

শরিফুল, খালেদ, হাসান ও তানজিমের কাঁধেই এখন বোলিং আক্রমণের দায়িত্ব। তাদের দিকেই তাকিয়ে কোচ সিমন্স। তিনি বলেন, “মুস্তাফিজের অভাব তো অনুভব হবেই। এখন সে দলের একজন সিনিয়র পেসার। আইপিএলে যেমন বল করেছে, তাতে আমরা অবশ্যই তাকে মিস করব। তবে এটিই অন্য কারো জন্য সুযোগ, সামনে এগিয়ে আসার, এবং এই সিরিজে তার জায়গা নেওয়ার।

“কাউকে না কাউকে সেই দায়িত্বটা নিতে হবে। আমি আশা করি, অন্তত একজন বোলার সামনে এগিয়ে আসবে এবং বলবে, ‘এই সিরিজে ফিজের ভূমিকা আমি পালন করব।’’

ঢাকা/আমিনুল

সম্পর্কিত নিবন্ধ

  • আশা-আকাঙ্ক্ষার বাস্তবায়ন আমাদের মনমতো হয়নি: বাঁধন
  • পাকিস্তানে ঘুরে দাঁড়াতে মরিয়া বাংলাদেশ
  • ‘লাল-সোনালি’ স্বপ্নে চড়ে কোয়ালিফায়ারে পাঞ্জাব