আজমেরী হক বাঁধন। অভিনেত্রী ও মডেল। ঈদে মুক্তি পেতে যাচ্ছে তাঁর অভিনীত সিনেমা ‘এশা মার্ডার’। সানী সানোয়ার পরিচালিত এ সিনমো ও অন্যান্য প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন বুলবুল ফাহিম

আপনার অভিনীত সিনেমা ‘এশা মার্ডার’ আসছে ঈদে...
হ্যাঁ। এটার শুটিং হয়েছিল আগেই। কয়েক দফায় হয়েছে এর দৃশ্যধারণ। বর্তমানে সিনেমাটি সেন্সর সার্টিফিকেশন বোর্ডে জমা পড়েছে। কয়েকটি সিনেমার সঙ্গে যেহেতু সিনেমাটি ঈদে মুক্তি পাবে তাই একটু এক্সাইটেড। আশা করি, দর্শক সিনেমাটি হলে গিয়ে দেখবেন।

এখানে আপনাকে দর্শক কীভাবে পাচ্ছে?
এত বছরের ক্যারিয়ারে কখনও পুলিশ অফিসারের চরিত্রে আমি অভিনয় করিনি। এখানে আমি সেই চরিত্রেই অভিনয় করেছি। এটা মূলত নারীপ্রধান গল্প– এটা আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ও বটে। নারীপ্রধান গল্প বলেই এই সিনেমায় অভিনয়ের জন্য রাজি হয়েছি। কারণ, আমাদের মধ্যে একটা ধারণা আছে পুলিশ অফিসার মানেই ছেলে। এই জায়গা থেকে বের হয়ে এসে আমাকে কাস্ট করার জন্য নির্মাতা সানী সানোয়ার ভাইয়ের কাছে আমি কৃতজ্ঞ।

পুলিশ অফিসার চরিত্রটি কতটা চ্যালেঞ্জিং মনে হয়েছে?
চ্যালেঞ্জ তো ছিলই। বিশেষ করে বডি ল্যাঙ্গুয়েজ। কীভাবে অস্ত্র চালাল, ফাইটসহ বেশকিছু বিষয়ে প্রশিক্ষণ নিতে হয়েছে। সব মিলিয়ে এটা বেশ চ্যালেঞ্জিং চরিত্র ছিল।

ঈদে সিনেমা হলে প্রথম আপনার সিনেমা মুক্তি পাচ্ছে, প্রচারণা নিয়ে বাড়তি পরিকল্পনা আছে?
ঈদের মতো বড় উৎসবে এর আগে আমার কোনো সিনেমা আসেনি। এবারই প্রথম। আমি জানি না, ঈদে সিনেমা মুক্তির জন্য কী পরিকল্পনা করতে হয়। যেভাবে ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমার প্রচার করেছি সেভাবেই করব। প্রেক্ষাগৃহে গিয়ে দর্শকের সঙ্গে সিনেমা দেখার আনন্দ ভাগ করে নেব।   

রেজওয়ান শাহরিয়ার সুমিতের ‘মাস্টার’ নামে একটি চলচ্চিত্রে অভিনয় করছেন, সেটার কী খবর?
এই সিনেমার শুটিং শেষ করেছি। যতদূর জানি এই সিনেমাটা চলতি বছরেই মুক্তি পাবে।

২০১০ সালে ‘নিঝুম অরণ্যে’ থেকে শুরু করে ‘এশা মার্ডার’, এই ১৫ বছর বাঁধনকে দর্শক সিনেমায় পায়নি.

..
সত্যি কথা বলতে আমি তো সিনেমা সেভাবে করি। আর আমি তো নাটকের মানুষ। বলতে গেলে ‘রেহানা মরিয়ম নূর’ করার পর আমার সিনেমার জার্নিটা শুরু। এরপর বলিউডের ‘খুফিয়া’ সিনেমাসহ বেশকিছু সিরিজ করেছি। আমি এখন যে ধরনের চরিত্র চাই সেগুলো তো আমাদের ইন্ডাস্ট্রিতে খুব একটা হয় না।

ভারতের নতুন প্রজেক্ট নিয়ে আলোচনা?
‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেনি’ ও ‘খুফিয়া’ সিরিজের পর প্রস্তাব অনেক পেয়েছি। কিন্তু ভিসা পাইনি বলে আমি অনেকগুলো কাজ করতে পারিনি। এটা আমি কখনও বলিনি।

কান চলচ্চিত্র ‘আলী’ সিনেমা বিশেষ পুরস্কার পেয়েছে...
এটা নিয়ে আমি খুবই আনন্দিত এবং গর্বিত। পুরো টিমকে আমি শুভ কামনা জানিয়েছি। আশা করি, আমাদের দেশ থেকে প্রত্যেক বারই দাপ্তরিকভাবে প্রতিযোগিতা বিভাগে চলচ্চিত্র যাবে। 

ইন্ডাস্ট্রিতে অনেকেই সিন্ডিকেট নিয়ে প্রশ্ন তোলে, আপনার কাছে বিষয়টি কী মনে হয়?
ইন্ডাস্ট্রিতে সিন্ডিকেট আছে, এটা নিয়ে সন্দেহের কিছু নেই। তবে আমি যে কাজ চাই সেটা সিন্ডিকেটের মধ্যে পড়ে না। তাই এটা নিয়ে আমার সঙ্গে কারও দ্বন্দ্ব হয় না। তবে এটা নিয়ে বলার কিছু নেই, কারণ আমাদের ইন্ডাস্ট্রিটাই এ রকম।

আপনি কম কাজ করেন... 
‘রেহানা মরিয়ম নূর’ সিনেমায় আমি আমি কাজের মাধ্যমে সামাজিক কিছু বার্তা দিতে চেয়েছি। কাজ করে সমাজকে যদি কিছু না দিতে পারি তাহলে সে কাজ করে লাভ কী? এজন্য বিনয়ের সঙ্গে অনেক কাজের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে। আমি চাই কম কাজ করতে, কিন্তু সেটা মনের মতো করে করতে চাই। 

বর্তমানে দেশের পরিস্থিতি নিয়ে কী বলবেন?
জুলাই গণঅভ্যুত্থান ও তার পরবর্তী সময়ে দেশ নিয়ে আমাদের উচ্চ আকাঙ্ক্ষাটা ছিল। অভ্যুত্থানের উত্তেজনায় আমরা হয়তো বেশি বেশি চিন্তা করেছি। কিন্তু সেটা বাস্তবায়ন হয়তো আমাদের মনমতো হয়নি। আমি চাই দ্রুত দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হোক। নির্বাচিত সরকার এসে দেশের হাল ধরুক। 

সম্প্রতি একটি গোয়েন্দা সংস্থার এজেন্ট বলে প্রচার করা হয়েছে। এ বিষয়ে কী বলবেন?
দেখুন, জুলাই আন্দোলনে আমাকে বলা হলো সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি (সিআইএ)-এর এজেন্ট। আমি নাকি ইউএসএআইডি থেকে টাকা নিয়ে আন্দোলন করেছি। তারপর হলাম জামায়াতের এজেন্ট। কদিন আগে আবারও ‘র’-এর এজেন্ট বানানো হলো! বর্তমান সরকারের ঘনিষ্ঠ একজন আমার কাছে সিরিয়াসভাবে জিজ্ঞেস করেছেন, “টাকা খাইছো নাকি?’ এগুলো  শুনে অবাক হয়েছে। না জেনে মানুষ কথা বলে কীভাবে– আমার বুঝে আসে না। আজব এক সমাজে আমাদের বসবাস! জেনে না জেনে একটা কথা বলে দিলেই হয়ে যায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা আপনার ব্যক্তিজীবনে কতটা প্রভাব পড়ে?
সমালোচনা করা অধিকার তো সবার আছে। তবে সেটা হতে হবে গঠনমূলক। এটা হলে কোনো আপত্তি নেই। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে আমাকে নিয়ে সমালোচনা আমার ব্যক্তিজীবনের ওপর কোনোই প্রভাব ফেলে না।

উৎস: Samakal

কীওয়ার্ড: ইন ড স ট র চর ত র ক জ কর আম দ র আপন র

এছাড়াও পড়ুন:

পাকিস্তানে ঘুরে দাঁড়াতে মরিয়া বাংলাদেশ

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে হার, নিঃসন্দেহে বাংলাদেশের ক্রিকেটের জন্য একটি বড় ধাক্কা। সেই ধাক্কার রেশ এখনো রয়ে গেছে। তবে এবার ঘুরে দাঁড়াতে মরিয়া টাইগাররা।

টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্স জানিয়েছেন, পাকিস্তানে ভালো পারফরম্যান্সের মাধ্যমে শারজাহর হতাশা ভুলে যেতে চায় দল। তবে স্বাগতিক পাকিস্তানকে কোনোভাবেই হালকাভাবে নিচ্ছেন না তারা।

এক সাক্ষাৎকারে সিমন্স বলেন, “সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজ হারটা ছিল কঠিন। তবে কখনও কখনও এমন পরাজয় দলকে জাগিয়ে তোলে। আশা করি, এই হার থেকেই দল আরও চাঙ্গা হয়ে উঠবে। আমাদের মনোবল এখন দারুণ।”

আরো পড়ুন:

পাকিস্তান সফরের দল থেকে ছিটকে গেলেন সৌম্য, ফিরলেন মিরাজ

নাহিদ রানা ‘ট্রমাটাইজড’, যাচ্ছেন না পাকিস্তানে

পাকিস্তান সফরে জয় পেতে আশাবাদী সিমন্স বলেন, “মনোবল দারুণ; ছেলেরা ভালো মানসিকতায় আছে। আমি বিশ্বাস করি, এই সিরিজ জেতার ভালো সুযোগ আছে আমাদের। অনেকে বলছেন, পাকিস্তান খুব একটা ফর্মে নেই। তবে আসল ব্যাপার হলো, নির্দিষ্ট দিনে কে কেমন খেলে। আমাদের সামনে দারুণ সুযোগ রয়েছে।”

সাম্প্রতিক সময়ে পাকিস্তান দলও ধারাবাহিকভাবে ভালো খেলতে পারছে না। তবু প্রতিপক্ষ হিসেবে পাকিস্তানকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই বলেই মনে করেন সিমন্স। তিনি যোগ করেন, “অনেকে বলছে পাকিস্তান ভালো খেলছে না, কিন্তু তারা তো এখনো পাকিস্তান; একটি শক্তিশালী দল। যেকোনো প্রতিপক্ষকে হারানোর সামর্থ্য রাখে।”

চোটের কারণে বাংলাদেশ দল পাচ্ছে না সবচেয়ে অভিজ্ঞ দুই পেসার তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমানকে। অন্যদিকে, ফাস্ট বোলার নাহিদ রানা এই সফরে নিজে থেকেই অনুপস্থিত।

শরিফুল, খালেদ, হাসান ও তানজিমের কাঁধেই এখন বোলিং আক্রমণের দায়িত্ব। তাদের দিকেই তাকিয়ে কোচ সিমন্স। তিনি বলেন, “মুস্তাফিজের অভাব তো অনুভব হবেই। এখন সে দলের একজন সিনিয়র পেসার। আইপিএলে যেমন বল করেছে, তাতে আমরা অবশ্যই তাকে মিস করব। তবে এটিই অন্য কারো জন্য সুযোগ, সামনে এগিয়ে আসার, এবং এই সিরিজে তার জায়গা নেওয়ার।

“কাউকে না কাউকে সেই দায়িত্বটা নিতে হবে। আমি আশা করি, অন্তত একজন বোলার সামনে এগিয়ে আসবে এবং বলবে, ‘এই সিরিজে ফিজের ভূমিকা আমি পালন করব।’’

ঢাকা/আমিনুল

সম্পর্কিত নিবন্ধ

  • বিরতির পর জলের গানের একক পরিবেশনা
  • পাকিস্তানে ঘুরে দাঁড়াতে মরিয়া বাংলাদেশ
  • ‘লাল-সোনালি’ স্বপ্নে চড়ে কোয়ালিফায়ারে পাঞ্জাব