স্বাস্থ্য খাতে বরাদ্দে ৫১টি নিম্নমধ্যম আয়ের দেশের মধ্যে বাংলাদেশ ৪৮তম
Published: 28th, May 2025 GMT
গত ১০ বছরে বিশ্বের ৫১টি নিম্নমধ্যম আয়ের দেশে বাজেটের তুলনায় স্বাস্থ্য খাতে বরাদ্দ হিসেবে বাংলাদেশের অবস্থান ৪৮তম। ভুটান তাদের মোট জাতীয় বাজেটের ৮ দশমিক ০৫ শতাংশ স্বাস্থ্য খাতে বরাদ্দ দেয়। তবে বাংলাদেশে এই আনুপাতিক বরাদ্দ ৩ দশমিক ৩২ শতাংশ। এমনই তথ্য উঠে এসেছে উন্নয়ন সমন্বয়ের ‘শিক্ষা ও স্বাস্থ্যে জাতীয় বাজেট’ শীর্ষক আলোচনা সভায়।
আজ বুধবার বিকেলে রাজধানীর বাংলামোটরে উন্নয়ন সমন্বয় কার্যালয়ের খোন্দকার ইব্রাহিম খালেদ কনফারেন্স কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভাটি সঞ্চালনা করেন উন্নয়ন সমন্বয়ের জ্যেষ্ঠ গবেষণা সহযোগী মাহবুব হাসান। এ সময় মূল প্রবন্ধ উপস্থাপন করেন উন্নয়ন সমন্বয়ের গবেষণা পরিচালক আবদুল্লাহ নাদভী। আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন নারীবিষয়ক সংস্কার কমিশনের সদস্য ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ হালিদা হানুম আখতার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কাজী ফারুক হোসেন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কামরুল হাসান।
জাতীয় বাজেট সামনে রেখে তিন পর্বের এই সংলাপের দ্বিতীয় পর্বের বিষয় ‘শিক্ষা ও স্বাস্থ্যে জাতীয় বাজেট’ শীর্ষক আলোচনা সভার মূল প্রবন্ধ উপস্থাপন করেন আবদুল্লাহ নাদভী। তিনি বলেন, যে দেশগুলো স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশ হয়েছে, তারা এই উত্তরণের আগের বছরগুলোতে গড়ে শিক্ষা ও স্বাস্থ্য খাতে যথাক্রমে জাতীয় বাজেটের ১৬ শতাংশ ও ৯ শতাংশ বরাদ্দ দিয়েছে। অথচ বাংলাদেশের ২০২৬-এ উন্নয়নশীল দেশ হওয়ার কথা থাকলেও এখানে এই দুই খাতে গড়ে জাতীয় বাজেটের ১২ শতাংশ ও ৩ শতাংশ বরাদ্দ দেওয়া হয়েছে। ফলে শিক্ষা ও স্বাস্থ্য খাতে প্রয়োজনীয় প্রস্তুতি ছাড়াই বাংলাদেশকে উন্নয়নশীল দেশ হিসেবে বিশ্ববাজারে প্রতিযোগিতায় নামতে হবে।
আবদুল্লাহ নাদভী আরও বলেন, গত ১০ বছরে বাজেটে শিক্ষা খাতের বরাদ্দ মরক্কো, ঘানা ও ক্যামেরুনের মতো ২৬টি নিম্ন মধ্যম আয়ের দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান ২২তম। বাংলাদেশে এই খাতে বরাদ্দের পরিমাণ বাজেটের ১১ দশমিক ৯৪ শতাংশ। তিনি আরও বলেন, চলতি অর্থবছরের বাজেটে শিক্ষায় বরাদ্দ দেওয়া হয়েছে ১১ দশমিক ৯ শতাংশ। তবে এই খাতের সঙ্গে প্রযুক্তি খাতে বরাদ্দসহ শিক্ষা খাতে বরাদ্দ মোট বাজেটের ১৩ দশমিক ৯ শতাংশ।
অনুষ্ঠানে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ হালিদা হানুম আখতার বলেন, স্বাস্থ্য ও শিক্ষা খাতে বাজেটের যে বিনিয়োগ করা হয়, তার সুফল পেতে সময় লাগে। দেশে এত কিছু নিয়ে সংস্কার কমিশন গঠিত হলেও শিক্ষা নিয়ে কোনো সংস্কার কমিশন নেই। এটি বেশ দুঃখের ব্যাপার। আমাদের দেশের কাঠামোগত পরিবর্তন করতে হলে প্রশাসনিক ব্যবস্থা ঠিক করতে হবে এবং জবাবদিহির মধ্যে আনতে হবে।
সভায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ফারুক হোসেন বলেন, আমাদের দেশে শিক্ষা একটি বাজারপণ্যের মতো হয়ে গেছে। বর্তমানে গ্রামে কোনো শিক্ষক পড়াতে চান না। কারণ, দেশে একজন প্রাইমারি স্কুলের শিক্ষকের বেতন ১২ হাজার টাকা। বাজেট বরাদ্দ দিলে হবে না, প্রয়োজন তার সঠিক বাস্তবায়ন।
আলোচনা সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কামরুল হাসান বলেন, আমাদের তরুণ প্রজন্মকে উন্নত করতে হলে আমাদের শিক্ষা ও স্বাস্থ্য দুটিরই মানোন্নয়ন প্রয়োজন। তবে দেশে এই দুই খাতই মারাত্মকভাবে অবহেলিত।
এ সময় তিনি আরও বলেন, মেধাবীদের পড়ালেখার পেছনে যে খরচ হয় তা দেশের কৃষকসহ সব ধরনের মানুষের করের টাকা। তাই আমরা এই মেধাবী শিক্ষার্থীদের ধরে রাখতে পারছি না। যা জাতীয় সম্পদের অপচয়।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: বর দ দ দ আম দ র দশম ক
এছাড়াও পড়ুন:
৪৮তম বিসিএস (বিশেষ)–এর মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ, শুরু ৬ আগস্ট
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষা–২০২৫–এর লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে। এ পরীক্ষায় সহকারী ডেন্টাল সার্জন ক্যাডার পদে ৫১১ প্রার্থী ও সহকারী সার্জন ক্যাডার পদে ১৯১ প্রার্থীসহ মোট ৭০২ প্রার্থী মৌখিক পরীক্ষার জন্য সাময়িকভাবে নির্বাচিত হয়েছেন।
মৌখিক পরীক্ষা আগামী ৬ আগস্ট শুরু হবে। এরপর ৭ ও ১০ আগস্টেও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় শুরু হবে মৌখিক পরীক্ষা।
পরীক্ষার ভেন্যু
রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের প্রধান কার্যালয়ে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষার্থীদের প্রতি কিছু নির্দেশনা
*মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইট থেকে BPSC Form-1 ডাউনলোড করে পূরণ করতে হবে। এই ফরম ও অন্যান্য প্রয়োজনীয় সব সনদের ২ (দুই) সেট সত্যায়িত ফটোকপি মৌখিক পরীক্ষার দিন সংশ্লিষ্ট বোর্ডে জমা দিতে হবে। একই সঙ্গে মূল সনদগুলো প্রদর্শনের জন্য সঙ্গে রাখতে হবে।
*প্রার্থীদের অনলাইনে BPSC Form-3 পূরণ করে এর ২ (দুই) কপি মৌখিক পরীক্ষার বোর্ডে জমা দিতে হবে।
আরও পড়ুনএমিরেটস নেবে ১৭৩০০ কর্মী, পাইলট–কেবিন ক্রুর বেতন কত ২৬ জুলাই ২০২৫*কোনো প্রার্থীর নামে ডাকযোগে সাক্ষাৎকারপত্র প্রেরণ করা হবে না। প্রার্থীদের কমিশনের ওয়েবসাইট থেকে সাক্ষাৎকারপত্র ডাউনলোড করে সংগ্রহ করতে হবে এবং তাতে নিজ মৌখিক পরীক্ষার তারিখ ও রেজিস্ট্রেশন নম্বর উল্লেখ করতে হবে।
*সংশ্লিষ্ট সব কাগজপত্রসহ ফরম জমা দিতে ব্যর্থ হলে প্রার্থীর প্রার্থিতা বাতিল হবে এবং তিনি মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না।
৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষার লিখিত (এমসিকিউ টাইপ) পরীক্ষায় ৫ হাজার ২০৬ জন উত্তীর্ণ হয়েছেন। ৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষা–২০২৫–এ অংশ নিয়েছেন ৪১ হাজার ২৫ জন। এই বিসিএস থেকে তিন হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার। পিএসসি আগেই জানিয়েছিল, ৪৮তম বিশেষ বিসিএসে মোট ৩০০ নম্বরের পরীক্ষা হবে। এর মধ্যে এমসিকিউ পদ্ধতিতে ২০০ নম্বরের লিখিত পরীক্ষা হবে। আর মৌখিক পরীক্ষা হবে ১০০ নম্বরের।
*মৌখিক পরীক্ষার সময়সূচি দেখুন এখানে
আরও পড়ুনবাংলাদেশ ব্যাংকের টাকা জাদুঘর–এ খণ্ডকালীন নিয়োগ, অফিস ৫ ঘণ্টা২৪ জুলাই ২০২৫আরও পড়ুনবাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে বড় নিয়োগ, নেবে ১৮২ জন২ ঘণ্টা আগে