বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান (দুদু) বলেছেন, ‘যত দিন নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে না পারব, তত দিন পর্যন্ত সংকট দূরীভূত হবে না। পার্শ্ববর্তী দেশ ভারত স্বৈরাচারের মূর্ত প্রতীক শেখ হাসিনাকে জায়গা দিয়েছে, সেই দেশ আমাদের বিরুদ্ধে লাগাতার অপপ্রচার চালাচ্ছে। সেই দেশকে রুখতে হলে নির্বাচিত সরকার ছাড়া অন্য কোনো পথ নেই।’

আজ বুধবার দুপুরে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার কাঠেরপুল এলাকায় মৎস্যজীবী দলের উদ্যোগে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শামসুজ্জামান বলেন, ‘১০ মাস হতে চলল গণ–অভুত্থ্যানে স্বৈরতন্ত্রের পতন হলেও এখনো গণতান্ত্রিক বাংলাদেশ নির্বাচনের জন্য যে পদক্ষেপ, সেটা নিতে পারি নাই। সেটা হচ্ছে সাধারণ নির্বাচন, সেটাই আমরা করতে পারি নাই। সংস্কারের নামে শেখ হাসিনার মতো উন্নয়নের ছবক শোনাচ্ছে এই সরকার।’ তিনি আরও বলেন, যত দিন নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করা সম্ভব না হবে, তত দিন ফ্যাসিবাদকে দাফন কাফন করা যাবে না।

অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিএনপি আছে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ‘এই সরকারের সঙ্গে আমরা আছি, বিএনপি আছে। কিন্তু সরকার যেন বিভ্রান্ত না হয়, ভুল পথে না যায়, সে জন্য আমরা তাকে স্বাভাবিক গ্রহণযোগ্য পথে আনার জন্য সমালোচনা করি। এই সরকারকে অবশ্যই জনগণের পক্ষে থাকতে হবে। দেশের পক্ষে থাকতে হবে, গণতন্ত্রের পক্ষে থাকতে হবে, স্বাধীনতার পক্ষে থাকতে হবে।’ তিনি বলেন, ‘আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের নিজেদের মধ্যে ঐক্য যাতে বিনষ্ট না হয়, এমন কোনো পদক্ষেপ বা বক্তব্য দেওয়া ঠিক হবে না, যে বক্তব্যের কারণে ঐক্য বিনষ্ট হবে। ঐক্য বিনষ্ট হলে স্বৈরতন্ত্রের সুবিধা, আমরা সেটা হতে দিতে পারি না।’

মহানগর মৎস্যজীবী দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন মৎস্যজীবী দলের সাবেক কেন্দ্রীয় সদস্যসচিব আবদুর রহিম, মহানগর বিএনপির সদস্যসচিব আবু আল ইউসুফ, মহানগর মৎস্যজীবী দলের সদস্যসচিব নাসির উদ্দিন জাহান।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: এই সরক র ব এনপ

এছাড়াও পড়ুন:

স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মুদি দোকানি গ্রেপ্তার

পাবনার চাটমোহরে এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলায় শাহীন আলম নামের এক মুদি দোকানিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৯ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গাজীপুরের বাসন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘‘বুধবার সকালে আদালতের মাধ্যমে শাহীনকে জেল হাজতে পাঠানো হয়েছে।’’ গ্রেপ্তার শাহীন উপজেলার গুনাইগাছা ইউনিয়নের বড় শালিখা গ্রামের আব্দুল কুদ্দুস মন্ডলের ছেলে ও স্থানীয় মুদি ব্যবসায়ী।

আরো পড়ুন:

গোপালগঞ্জে সহিংসতায় আরেক মামলা দায়ের

দেবীগঞ্জে ধানখেত থেকে তরুণীর মরদেহ উদ্ধার

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার শাহীনের দোকানে বিস্কুট কিনতে যায় যায় ষষ্ঠ শ্রেণি পড়ুয়া ওই স্কুলছাত্রী। এ সময় দোকানের পাশের একটি বাড়িতে কাঁঠাল দেখানোর কথা বলে নিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ করেন শাহীন।

এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে মামলা করেন। ঘটনার পর থেকেই আত্মগোপনে ছিলেন শাহীন। তথ্য প্রযুক্তির সহায়তায় মঙ্গলবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা/শাহীন/রাজীব

সম্পর্কিত নিবন্ধ