এ মাসেই বিশ্বকাপের টিকিট পেতে ব্রাজিলের কী হিসাব, আর কারা পাচ্ছে টিকিট
Published: 5th, June 2025 GMT
৪৮ দলের বিশ্বকাপ। এ পর্যন্ত ২০২৬ বিশ্বকাপে খেলা নিশ্চিত হয়েছে সাতটি দলের। এদের মধ্যে রয়েছে তিন সহস্বাগতিক কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্র। বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাসহ আরও চারটি দল বাছাইপর্ব পেরিয়ে জায়গা করে নিয়েছে বিশ্বকাপে। আর্জেন্টিনা ছাড়া আর কোনো সাবেক চ্যাম্পিয়ন এখনো নিশ্চিত করতে পারেনি ২০২৬ বিশ্বকাপে খেলা। এদের মধ্যে আছে রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলও।
এ মাসেই অবশ্য ২০২৬ বিশ্বকাপ ফুটবলের টিকিট নিশ্চিত করার সম্ভাবনা আছে সবগুলো বিশ্বকাপ খেলা একমাত্র দলটির। আজ আবার মাঠে গড়িয়েছে বিশ্বকাপ বাছাইপর্ব। বাংলাদেশ সময় কাল সকালে ইকুয়েডরের বিপক্ষে খেলবে দলটি। এরপর বাংলাদেশ সময় বুধবার সকালে প্যারাগুয়ের বিপক্ষে খেলবে কার্লো আনচেলত্তির দল।
শুধু ব্রাজিলই নয়, চলতি আন্তর্জাতিক উইন্ডোতে আরও ১৩টি দেশ পেয়ে যেতে পারে যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকো বিশ্বকাপের টিকিট। কারও জন্য খুবই সহজ হিসাব, কারও জন্য খুবই জটিল। অনেকের আবার ভাগ্য নিজেদের হাতে নেই, তারা অপেক্ষায় অন্যদের পা হড়কানোর।
বিশ্বকাপে যেতে কোন দলের কী হিসাবদক্ষিণ আমেরিকা অঞ্চলব্রাজিলব্রাজিল যদি ইকুয়েডর ও প্যারাগুয়ে, দুই দলকেই হারায় আর ভেনেজুয়েলা বলিভিয়াকে না হারাতে পারে তবে বুধবার বিশ্বকাপ নিশ্চিত করবে পাঁচবারের চ্যাম্পিয়নরা।
ব্রাজিলের নতুন কোচ কার্লো আনচেলত্তি.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব শ বক প
এছাড়াও পড়ুন:
২০২৬ আইপিএলের আগে নতুন হেড কোচ নিয়োগ দিল কেকেআর
আইপিএল ২০২৬ মৌসুমের আগে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) নতুন হেড কোচ হিসেবে দায়িত্ব দিল অভিষেক নায়ারকে। গত মৌসুমে তিনি ছিলেন চন্দ্রকান্ত পান্ডিতের সহকারী কোচ। এবার সেই জায়গা থেকেই পদোন্নতি পেয়ে দলের দায়িত্বভার নিলেন তিনি। এর আগে এক বছরের বিরতিতে নায়ার কাজ করেছিলেন ভারতের জাতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীরের সহকারী হিসেবে।
সম্প্রতি নারী প্রিমিয়ার লিগের দল ইউপি ওয়ারিয়র্সও তাকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছিল।
আরো পড়ুন:
শেষটায় কী অপেক্ষা করছে?
ফাইনালে যেতে ভারতকে ৩৩৯ রানের টার্গেট দিলো অস্ট্রেলিয়া
কেকেআরের সিইও ভেঙ্কি মাইসোর এক বিবৃতিতে বলেন, “২০১৮ সাল থেকে অভিষেক কেকেআর পরিবারের এক অবিচ্ছেদ্য অংশ। মাঠের ভেতরে ও বাইরে- দুই জায়গাতেই তিনি আমাদের খেলোয়াড়দের গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। খেলার সূক্ষ্ম বিষয়গুলো বোঝার ক্ষমতা আর খেলোয়াড়দের সঙ্গে গভীর সংযোগ; দুটোই তাকে আলাদা করে রেখেছে। আমরা অত্যন্ত আনন্দিত যে, এখন তিনি প্রধান কোচ হিসেবে কেকেআরকে নতুন অধ্যায়ে নেতৃত্ব দেবেন।”
৪২ বছর বয়সী অভিষেক নায়ার একসময় ছিলেন মুম্বাইয়ের অভিজ্ঞ অলরাউন্ডার। ২০০৯ সালে ভারতের জার্সি গায়ে তিনটি ওয়ানডেও খেলেছেন তিনি। তবে খেলোয়াড়ি জীবনের চেয়ে কোচ হিসেবে তার সিভিটাই এখন অনেক সমৃদ্ধ।
২০১৮ সালে খেলোয়াড়ি জীবনের শেষ দিকে নায়ার কেকেআর একাডেমির প্রধান কোচ নিযুক্ত হন। ২০১৯ সালে অবসরের পর মূল দলের সহকারী কোচ হিসেবে যোগ দেন। পরে ২০২২ সালে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ত্রিনবাগো নাইট রাইডার্সের প্রধান কোচের দায়িত্বও পালন করেন।
কেকেআরে থাকাকালীন গৌতম গম্ভীরের সঙ্গে তার গড়ে ওঠে ঘনিষ্ঠ সম্পর্ক। যখন গম্ভীর ভারতের জাতীয় দলের প্রধান কোচ হন, তখন নায়ারও তার সহকারী হিসেবে যোগ দেন। তবে দলের পারফরম্যান্স নিয়ে বিসিসিআইয়ের পর্যালোচনার পর এক বছরেরও কম সময়ে তার চুক্তি নবায়ন করা হয়নি। এরপর আইপিএল ২০২৫ মৌসুমের আগে তিনি ফের ফিরে আসেন কেকেআরে।
তিন মৌসুম পর কেকেআর ও চন্দ্রকান্ত পান্ডিতের পথ আলাদা হয়ে যায়। সেই সময়ের মধ্যে দলটি দশ বছর পর ২০২৪ সালে আইপিএল শিরোপা জিতেছিল। তবে ২০২৫ মৌসুমে হতাশাজনক পারফরম্যান্সে মাত্র পাঁচ জয়ে পয়েন্ট তালিকায় অষ্টম স্থানে থাকাটা শেষ পর্যন্ত পান্ডিতের বিদায়ের কারণ হয়। এরপর তিনি ফিরে যান নিজ রাজ্য মধ্যপ্রদেশে এবং সেখানে ক্রিকেট পরিচালকের দায়িত্ব নেন।
কেকেআরের সহায়ক দলেও বড় পরিবর্তন আসতে চলেছে। বোলিং পরামর্শক ভরৎ অরুণ ও স্পিন-বোলিং বিশেষজ্ঞ কার্ল ক্রো দুজনই চলে গেছেন লখনউ সুপার জায়ান্টসে। ফলে আগামী কয়েক মাসে তাদের বিকল্প খোঁজার কাজ শুরু হবে।
অর্থাৎ, নতুন করে সাজানো কেকেআর এখন নতুন কোচ অভিষেক নায়ারের হাত ধরে এগোতে প্রস্তুত। আইপিএল ২০২৬-এ আবারও পুরনো জৌলুস ফিরে পাওয়ার প্রত্যাশায়।
ঢাকা/আমিনুল