তিন বছর পর আবারও ছোটপর্দায় জুটি হয়ে আসছেন জনপ্রিয় অভিনেতা আফজাল হোসেন ও সাদিয়া ইসলাম মৌ। ‘কোন একদিন’ শিরোনামের একটি নাটকে দেখা যাবে তাদের। এর আগে ২০২২ সালে চয়নিকা চৌধুরীর পরিচালনায় একটি নাটকে অভিনয় করেন তারা। দীর্ঘদিন পর ফের একই নির্মাতার নাটকে অভিনয় করলেন তারা। 

ফারিয়া হোসেনের গল্পে নির্মিত হয়েছে ‘কোন একদিন’ নাটকটি। বৃহস্পতিবার রঙ্গন এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে নাটকটি প্রচারে আসবে। এ নাটকে আরও অভিনয় করেছেন সৌম্য ও তন্নী তৃণা। নাটকটি প্রযোজনা করেছেন জামাল হোসেন।

নাটকের গল্পে দেখা যায়, পারভেজ আহমেদ (আফজাল হোসেন) দেশের একজন নামকরা ব্যবসায়ী। কিছুদিন আগে তার ব্লাড ক্যান্সার অর্থাৎ লিউকোমিয়া ধরা পড়েছে। প্রচণ্ড মনের জোরে তিনি চিকিৎসা নিচ্ছেন এবং বাসায় থেকে ব্যবসা দেখছেন। এদিকে তার ব্যবসার কাজে সহযোগিতার জন্য নতুন একজনকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেন। ইন্টাভিউতে সূর্য নামের একজন তরুণ আসেন। তার বায়োডাটা দেখে চমকে ওঠেন পারভেজ আহমেদ। কিন্তু কেন? এমনই এক গল্পে নাটকটি এগিয়ে যায় বলে জানান নির্মাতা।

পরিচালক চয়নিকা চৌধুরী, ‘ভিউয়ের যুগে এখন অনেক প্রযোজক এ ধরনের গল্পে কাজ করতে আগ্রহী হয় না। সে ক্ষেত্রে প্রযোজক জামাল হোসেন ভাই আমাকে এ কাজটি করার জন্য সহযোগিতা করেছেন। তার কাছে আমি কৃতজ্ঞ। এ নাটকটির গল্প দর্শকের চোখ ভেজাবে বলতে পারি। যারা সুন্দর গল্পের নাটক দেখতে পছন্দ করেন তাদের নাটকটি ভালো লাগবে।’

প্রযোজক জামাল হোসেন বলেন, ‘অনেকদিন ধরে আফজাল ভাই ও সাদিয়া ইসলাম মৌকে নিয়ে একটা নাটক করার স্বপ্ন দেখছিলাম। সেই স্বপ্ন পূরণে এগিয়ে এলেন চয়নিকা চৌধুরী। আমি সব সময় ভিউয়ের চেয়ে গল্পকে বেশি প্রাধান্য দিই। এ নাটকেও দর্শক সুন্দর একটি গল্প দেখতে পাবে।’

.

উৎস: Samakal

কীওয়ার্ড: আফজ ল হ স ন স দ য় ইসল ম ম আফজ ল ন টকট

এছাড়াও পড়ুন:

নিউ ইয়র্কে নিহত বাংলাদেশি পুলিশ কর্মকর্তা সম্পর্কে যা জানা গেলো

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের সেন্ট্রাল ম্যানহাটনে একটি বহুতল অফিসে বন্দুক হামলায় নিহত হয়েছেন নিউ ইয়র্ক পুলিশের কর্মকর্তা দিদারুল ইসলাম (৩৬)। জানা গেছে, তিনি বাংলাদেশি বংশোদ্ভূত অভিবাসী ছিলেন। খবর রয়টার্সের।

নিহত কর্মকর্তা দিদরুল ইসলামকে একজন ‘বীর বাংলাদেশি অভিবাসী’ হিসেবে উল্লেখ বর্ণনা করেছেন নিউ ইয়র্কের মেয়র এবং নিউ ইয়র্কের পুলিশ কমিশনার। তারা বলেছেন, ওই কর্মকর্তা নিজের জীবন ঝুঁকিতে ফেলে অন্যদের জীবন রক্ষা করেছিলেন।

সোমবার ম্যানহাটনের মিডটাউন অফিস টাওয়ারের ভেতরে এক বন্দুকধারী হামলা চালিয়ে পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলাম (৩৬) সহ চারজনকে হত্যা করে। হামলাকারী পরবর্তীতে আত্মহত্যা করেছে বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।

আরো পড়ুন:

পুতিনকে এবার ১২ দিনের আল্টিমেটাম দিলেন ট্রাম্প

নিউ ইয়র্কে বন্দুকধারীর গুলিতে নিহত ৪

নিউ ইয়র্কের মেয়র এরিক অ্যাডামস এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, “ভয়াবহ একটি বন্দুক সহিংসতার ঘটনায় আমরা চারটি প্রাণ হারিয়েছি, যার মধ্যে নিউ ইয়র্ক সিটি পুলিশ বিভাগের একজন সদস্য ‘অফিসার ইসলাম’ রয়েছেন। 

অ্যাডামস জানান, নিহত অফিসার তিন বছরেরও বেশি সময় ধরে নিউ ইয়র্ক পুলিশে কর্মরত ছিলেন এবং তিনি বাংলাদেশ থেকে আসা একজন অভিবাসী।

মেয়র বলেন, “হামলার সময় অফিসার ইসলাম অন্যদের জীবন রক্ষা করছিলেন, তিনি নিউ ইয়র্কবাসীদের রক্ষা করছিলেন। তিনি এই শহরকে ভালোবাসতেন এবং আমরা যাদের সাথে কথা বলেছি তারা সবাই বলেছেন যে, তিনি একজন সৎ মানুষ ও ঈশ্বরে বিশ্বাসী ব্যক্তি ছিলেন।”

মেয়র আরো জানিয়েছেন, সোমবার রাতে তিনি অফিসর ইসলামের পরিবারের সঙ্গে দেখা করেছেন। 

মেয়র আরো বলেন, “আমি তাদেরকে বলেছি, অফিসার ইসলাম একজন একজন বীর এবং আমরা তার ত্যাগের প্রশংসা করি।”

নিউ ইয়র্কের পুলিশ কমিশনার জেসিকা টিশ সংবাদ সম্মেলনে জানান, অফিসার ইসলাম বিবাহিত ছিলেন এবং তার দুটি সন্তান ছিল। তার স্ত্রী তৃতীয় সন্তানের মা হতে চলেছেন।

পুলিশ কমিশনার বলেন, “অফিসার ইসলাম নিজেকে ঝুঁকির মুখে ফেলেছিলেন। তিনি চূড়ান্ত ত্যাগ স্বীকার করেছিলেন, তাকে ঠান্ডা মাথায় গুলি করে হত্যা করা হয়েছিল।”

ঢাকা/ফিরোজ

সম্পর্কিত নিবন্ধ

  • সব্যসাচী কাজী মোতাহার হোসেন বিজ্ঞান ও শিল্পের মেলবন্ধন ঘটিয়েছেন
  • স্কিন ব্যাংকে পর্যাপ্ত ত্বক থাকলে ৪০ শতাংশের বেশি দগ্ধ রোগীকেও বাঁচানো যায়
  • রাগ নিয়ন্ত্রণে হাদিসের ৭ উপদেশ
  • চুলে গুঁজে দিলেন ৭১১ গলফ ‘টি’
  • বাবা হারালেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত
  • ‘নতুন একটি দলের কয়েকজন মহারথী’ বলার পর বক্তব্য বদলালেন উপদেষ্টা মাহফুজ আলম
  • ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু
  • ভাসানীরা না থাকলে শেখ মুজিব কখনো তৈরি হতেন না: নাহিদ
  • কাভার্ড ভ্যানের পেছনে ধাক্কা দিয়ে দুমড়েমুচড়ে গেল যাত্রীবাহী বাস
  • নিউ ইয়র্কে নিহত বাংলাদেশি পুলিশ কর্মকর্তা সম্পর্কে যা জানা গেলো