শ্রীলঙ্কায় তাহসিন চ্যাম্পিয়ন, ভিয়েতনামে ফাহাদ রানারআপ
Published: 12th, June 2025 GMT
বাংলাদেশের দাবা অঙ্গনে আজ এক দিনে এল দুটি সাফল্যের খবর। শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় ওয়েস্টার্ন এশিয়ান জুনিয়র (অনূর্ধ্ব–২০) র্যাপিড দাবা চ্যাম্পিয়নশিপে ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন। ভিয়েতনামের হা লং সিটিতে কুয়াং নিন গ্র্যান্ডমাস্টার–২ দাবায় (স্ট্যান্ডার্ড বিভাগ) আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান রানারআপ হয়েছেন।
আরও পড়ুনসঙ্গী দাবাড়ুকে ঢাকায় ফেরত পাঠাল দিল্লি ইমিগ্রেশন, রানী হামিদ এখন একা৩ ঘণ্টা আগেওয়েস্টার্ন এশিয়ান জুনিয়র প্রতিযোগিতায় তাহসিন ৭ ম্যাচে ৬ পয়েন্ট তুলে নেন। স্বাগতিক শ্রীলঙ্কার আন্তর্জাতিক মাস্টার ডি সিলভাও সমান পয়েন্ট পান, তবে টাইব্রেকিং পদ্ধতিতে এগিয়ে থাকায় শিরোপা জেতেন তাহসিন। গত মার্চে হাঙ্গেরিতে তৃতীয় আন্তর্জাতিক মাস্টার নর্ম পূরণ করেছিলেন তিনি। তখন তাহসিনের রেটিং ছিল ২৩৭৪। আন্তর্জাতিক মাস্টার খেতাব পেতে তাঁর রেটিং হতে হবে ২৪০০। তবে সম্প্রতি তাহসিনের রেটিং কমেছে।
ফাহাদ রহমান.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
দ্রুত যুদ্ধের অবসান ঘটাতেই গাজা দখল প্রয়োজন: নেতানিয়াহু
ইসরায়েলের গাজা দখলের পরিকল্পনার পক্ষে সাফাই গাইলেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার দাবি, দ্রুত যুদ্ধের অবসান ঘটাতেই গাজার দখল প্রয়োজন। রবিবার এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেছেন।
শুক্রবার ইসরায়েল তার সামরিক অভিযান সম্প্রসারণ এবং গাজা শহরের বৃহত্তম নগর কেন্দ্র গাজা শহরের নিয়ন্ত্রণ নেওয়ার নতুন পরিকল্পনা অনুমোদন করেছে। এই খবর দেশ-বিদেশে নতুন সমালোচনার জন্ম দিয়েছে, যার মধ্যে বেশ কয়েকটি ইউরোপীয় দেশও রয়েছে।
জেরুজালেমে এক সংবাদ সম্মেলনে বিদেশী সাংবাদিকদের সাথে কথা বলার সময় নেতানিয়াহু বলেন, হামাস অস্ত্র সমর্পণে অস্বীকৃতি জানানোর কারণে ইসরায়েলের কাছে কাজ শেষ করে হামাসকে পরাজিত করা ছাড়া আর কোনো বিকল্প নেই।
হামাস জানিয়েছে, স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত তারা নিরস্ত্রীকরণ করবে না।
গাজা দ্রুত দখল করা হবে উল্লেখ করে নেতানিয়াহু বলেছেন, “আমরা এই পদক্ষেপের জন্য যে সময়সীমা নির্ধারণ করেছি তা বেশ দ্রুত। আমরা চাই, প্রথমত, নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠা করা যাতে গাজা শহরের বেসামরিক জনগণ সরে যেতে পারে।”
তিনি বলেন, “আমি সঠিক সময়সূচি সম্পর্কে কথা বলতে চাই না, তবে আমরা মোটামুটি সংক্ষিপ্ত সময়সূচির কথা বলছি, কারণ আমরা যুদ্ধের অবসান ঘটাতে চাই। এভাবেই আমরা যুদ্ধের অবসান ঘটাই।”
ঢাকা/শাহেদ