নেতানিয়াহু আজীবন ক্ষমতায় থাকতে ইরান যুদ্ধকে ব্যবহার করছেন: বিল ক্লিনটন
Published: 21st, June 2025 GMT
সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন বলেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অনেক দিন ধরেই ইরানের সঙ্গে যুদ্ধ চাচ্ছেন, যাতে তিনি আজীবন ক্ষমতায় থাকতে পারেন।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘নেতানিয়াহু অনেক আগে থেকেই ইরানের সঙ্গে যুদ্ধ করতে চাচ্ছিলেন। কারণ, এর মাধ্যমে তিনি চিরকাল ক্ষমতায় থাকতে পারবেন। আমার মনে হয়, গত ২০ বছরের বেশির ভাগ সময়ই তিনি ক্ষমতায় আছেন।
বিল ক্লিনটন ‘দ্য ডেইলি শো’ অনুষ্ঠানে এ কথা বলেন।
সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট বলেন, তিনি বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অনুরোধ করেছিলেন, তিনি যেন ইসরায়েল ও ইরানের মধ্যকার চলমান সংঘাত ‘নিরসনে’ ভূমিকা রাখেন এবং দুই দেশের ‘নাগরিকদের লাগাতার হত্যাকাণ্ড বন্ধ’ করেন।
ক্লিনটন বলেন, ‘আমার মনে হয়, আমাদের উচিত, এই উত্তেজনাকর পরিস্থিতি প্রশমিত করা। আমি আশা করি, প্রেসিডেন্ট ট্রাম্প তা করবেন।’
ডেমোক্র্যাটদলীয় সাবেক প্রেসিডেন্ট আরও বলেন, তিনি মনে করেন না, নেতানিয়াহু বা ট্রাম্প পুরো অঞ্চলে কোনো বিপর্যয়কর যুদ্ধ শুরু করতে চান।
ক্লিনটন যুক্তরাষ্ট্রের মিত্রদের সুরক্ষার গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে তিনি সংযমের পক্ষে মত দেন।
বিল ক্লিনটন বলেন, ‘আমাদের মধ্যপ্রাচ্যের বন্ধুদের বোঝাতে হবে, আমরা তাদের পাশে আছি। আমরা তাদের সুরক্ষা দেওয়ার চেষ্টা করব।’
সাবেক মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘কিন্তু ঘোষণা না দিয়ে এমন যুদ্ধ শুরু করা, যেখানে রাজনীতির সঙ্গে জড়িত নন এমন সাধারণ মানুষ হন প্রধান ভুক্তভোগী—এটা কোনো ভালো সমাধান নয়। সাধারণ মানুষ শুধু শান্তিতে বাঁচতে চান।
যুক্তরাষ্ট্র এখনো ইরান-ইসরায়েল সংঘাতে সরাসরি অংশ নেয়নি। তবে তারা ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থায় সহায়তা দিয়েছে এবং সামরিক সরঞ্জাম সরবরাহ করেছে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব ল ক ল নটন ইসর য় ল ক ষমত য়
এছাড়াও পড়ুন:
বাঁশের তৈরি সামগ্রী
২ / ৯তেমাল নিয়ে খই চালুনি তৈরি করছেন