গাজীপুরের শ্রীপুরে একটি কভার্ডভ্যান তল্লাশি করে ১৬০ বোতল ভারতীয় মদ জব্দ করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় গাড়িটির চালক ও তার সহযোগীকে আটক করে পুলিশ।

শনিবার (২১ জুন) সকাল ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনা বাজার ফুটওভার ব্রিজের নিচ থেকে মাদকের এই চালানটি জব্দ হয়। জেলা ডিবির ওসি মোহাম্মদ হাসমত উল্লাহ আজ বিকেলে বিষয়টি নিশ্চিত করেন ।

আটককৃতরা হলেন- সিরাজগঞ্জ জেলার চৌহালী থানার মৃত আমির হামজার ছেলে ও কাভার্ডভ্যান চালক মো.

ইমরান হোসেন (২৪) এবং নেত্রকোনার সদর থানার মৃত শাহাবুদ্দিনের ছেলে কাভার্ডভ্যানের হেলপার আরিফ হোসেন বাপ্পি ওরফে বাবু (২৪)। তারা নেত্রকোনা থেকে ঢাকায় যাচ্ছিলেন। 

আরো পড়ুন:

মাদক করাবারির বাড়িতে আগুন দিলেন স্থানীয়রা

কিশোরগঞ্জে মাদক মামলায় নারীর যাবজ্জীবন

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনা বাজার ফুটওভার ব্রিজের নিচে অভিযান চালানো হয়। এসময় একটি কভার্ডভ্যানের ভেতর তল্লাশি চালিয়ে চারটি প্লাস্টিক বোতলে রাখা ৬৬ লিটার ভারতীয় মদ উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লাখ ৫০ হাজার টাকা।

গাজীপুরের পুলিশ সুপার ড. চৌধুরী যাবের সাদেক বলেন, “গাজীপুর জেলায় মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। নিয়মিত অভিযান চলছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

ঢাকা/রফিক/মাসুদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

কিশোরগঞ্জে আনন্দ মিছিলে বিএনপি নেতার মৃত্যু, অসুস্থ ৩

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আয়োজিত আনন্দ মিছিলে অংশ নেওয়া এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। এসময় অসুস্থ হয়ে পড়েন আরো তিনজন। তারা পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।

অতিরিক্ত গরমে স্ট্রোক করে বিএনপি নেতার মৃত্যু হয়েছে বলে ধারণা করছেন চিকিৎসক।

মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরের দিকে উপজেলা সদরের পাটমহালে ঘটনাটি ঘটে।

আরো পড়ুন:

রাজবাড়ীতে বজ্রপাতে দুজনের মৃত্যু

ফেরার কথা ছিল নতুন বউ নিয়ে, ফিরল নিথর দেহ

মারা যাওয়া আল আমিন ভূইয়া (৪৮) উপজেলার বুরুদিয়া ইউনিয়নের কন্দরপদী গ্রামের হাজী রোকন উদ্দিনের ছেলে। তিনি পাকুন্দিয়া উপজেলা বিএনপির সদস্য ছিলেন।

পাকুন্দিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাভোকেট জালাল উদ্দীন জানান, পাকুন্দিয়া উপজেলা, পৌরসভা বিএনপি এবং সব অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে ফ্যাসিস্ট সরকারের পতন ও পলায়ন দিবস পালন উপলক্ষে আনন্দ মিছিলের আয়োজন করা হয় আজ। বেলা পৌনে ১২টার দিকে বুরুদিয়া ইউনিয়ন থেকে দলীয় নেতাকর্মীরা মিছিল নিয়ে পাকুন্দিয়া বাজারের পাটমহালে অবস্থিত উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে যান। 

তিনি আরো জানান, এসময় ইউনিয়ন বিএনপির নেতা আল আমিন ভূইয়াসহ চারজন অসুস্থ হয়ে পড়েন। তাদের দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখানে চিকিৎসক আল আমিন ভূইয়াকে মৃত ঘোষণা করেন। অন্যদের জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনার পর আজকের আনন্দ মিছিল বাতিল করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নূর-এ-আলম খান জানান, হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়। অতিরিক্ত গরমে তিনি স্ট্রোক করে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।

ঢাকা/রুমন/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ

  • এক দিন রিকশা চালান, আরেক দিন কারুপণ্য বানান ময়মনসিংহের জাহাঙ্গীর
  • সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির বিজয় র‍্যালিতে শাহ আলম মানিকের শোডাউন
  • জেলা বিএনপির বিজয় র‍্যালিতে শাহ আলম মানিকের শোডাউন
  • কিশোরগঞ্জে আনন্দ মিছিলে বিএনপি নেতার মৃত্যু, অসুস্থ ৩
  • বৃষ্টির দাপট চলবে আরো কয়েকদিন, কমবে পরের সপ্তাহে
  • চার জেলায় বন্যার সতর্কতা
  • আনন্দ মোহনের অধ্যক্ষকে ওএসডি, অভিযোগ—তিনি আওয়ামী লীগের ‘দোসর’
  • লোহাগড়ায় ডাকাত দলের ৯ সদস্য গ্রেপ্তার
  • সিদ্ধিরগঞ্জে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে ব্যবসায়ী আহত
  • কেন্দ্রীয় বিএনপি নেতা এ্যাড. আবদুস সালাম আজাদের সাথে মোসলেহ উদ্দিন সেলিমের সৌজন্য সাক্ষাৎ