‘আপনার কাছে করজোড়ে ক্ষমা ক্ষমা চাইছি’, মেজবাহর এই বক্তব্যের নেপথ্যে কী
Published: 22nd, June 2025 GMT
গজলশিল্পী মেজবাহ আহমেদের বিরুদ্ধে অশালীন ভাষা ব্যবহারের অভিযোগ এনে গত শুক্রবার বিকেলে ফেসবুকে পোস্ট দিয়েছিলেন সংগীতশিল্পী ও সংগীত পরিচালক পার্থ মজুমদার। সেই পোস্টে অনেকে মেজবাহ আহমেদের এমন আচরণের জন্য ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন। কেউবা এটাকে জঘন্য ঘটনা বলেও অভিহিত করেছেন। পার্থ মজুমদারের সঙ্গে ঘটে যাওয়া এমন আচরণের নিন্দা জানিয়েছেন সংগীতাঙ্গনের অনেকে। এরপর মেজবাহ আহমেদের কাছের কয়েকজন উদ্যোগ নিয়ে ঘটে যাওয়া ঘটনার সুরাহা করতে চেয়েছিলেন। মেজবাহ আহমেদকে মগবাজার দিলু রোডের একটি স্টুডিওতে ডেকেছিলেনও শুক্রবার। কিন্তু শেষ পর্যন্ত তিনি আসেননি। তবে সেদিন না এলেও গতকাল শনিবার পার্থ মজুমদারের কাছে অডিও বার্তা পাঠিয়ে বিষয়টির জন্য ক্ষমা চেয়েছেন মেজবাহ। একই সঙ্গে এটিকে দুর্ঘটনা হিসেবে দেখার অনুরোধ জানিয়েছেন মেজবাহ আহমেদ।
বাপ্পা মজুমদার ও পার্থ মজুমদার।.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
আরপিও সংশোধন নিয়ে ইসির নবম কমিশন সভা বৃহস্পতিবার
রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫ এবং গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) নবম কমিশন সভা আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে।
আজ বুধবার ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) শরিফুল আলম এ তথ্য জানান।
শরিফুল আলম বলেন, ইসির নবম কমিশন সভা বৃহস্পতিবার (৭ আগস্ট) বেলা ১১টায় ইসির সভাকক্ষে অনুষ্ঠিত হবে। সভায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) সভাপতিত্ব করবেন।
সভার আলোচ্যসূচিতে রয়েছে—রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫, গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ এবং বিবিধ বিষয়।