পতাকা বৈঠকের পর চার বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ
Published: 22nd, June 2025 GMT
কোম্পানি কমান্ডার পর্যায়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর পতাকা বৈঠকের পর চার বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে ভারত। শনিবার সন্ধ্যার পর সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সীমান্ত এলাকার কৈখালীর কালিন্দী নদীর শূন্যরেখায় এ বৈঠক বসে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ)।
ওই বৈঠকের পর চারজনকে বাংলাদেশে পাঠানো হয়। তারা হলেন– সাতক্ষীরার আশাশুনি উপজেলার গদাইপুর গ্রামের বাসিন্দা মোহাম্মদ নুর আলম (৩৬), তাঁর স্ত্রী আয়েশা খাতুন (২৬) এবং দুই মেয়ে লাবিবা খাতুন (৬) ও লামিয়া (১৬ মাস)। এই পরিবারের সদস্যদের দাবি, বৈধভাবে চিকিৎসার জন্য ভারতে যান তারা। সেখানে ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছিল।
মোহাম্মদ নুর আলমের ভাষ্য, চিকিৎসার জন্য তারা আড়াই বছর আগে ভারতে গিয়েছিলেন। সেখানে অবস্থান করে চিকিৎসার পরামর্শ থাকায় ফিরতে পারেননি। এরই মধ্যে ভিসার মেয়াদ শেষ হয়ে যায়। চার দিন আগে তাদের কেরালা থেকে আটক করা হয়। শনিবার সীমান্তে এনে বিএসএফের মাধ্যমে বিজিবির কাছে হস্তান্তর করা হয়। তারা কোনো দুর্ব্যবহারের শিকার হননি।
বৈঠকে অংশ নেওয়া বিজিবি নায়েক সুবেদার মো.
শ্যামনগর থানার ওসি মো. হুমায়ুন কবির মোল্যার ভাষ্য, সংবাদ পেয়ে ওই চারজনের স্বজন থানায় আসেন। কাগজপত্র যাচাই-বাছাই শেষে তাদের পরিবারের কাছে বুঝিয়ে দিয়েছেন।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
ভোমরা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত
সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ছুঁড়া ছররা গুলিতে আলমগীর হোসেন নামে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন।
সোমবার (৪ আগস্ট) সকালে সীমান্তের লহ্মীদাড়ী এলাকায় ঘটনাটি ঘটে। আহত আলমগীর লহ্মীদাড়ী গ্রামের মৃত শেখ সাঈদ উদ্দীনের ছেলে।
আহতের ভাগ্নে বেলাল হোসাইন জানান, সীমান্তে তার মামা আলমগীরের একটি মৎস্য ঘের রয়েছে। সোমবার ভোরে ঘেরে যান তিনি। এ সময় ভারত থেকে কয়েকজন লোক দৌঁড়ে আসছিল। তাদের লক্ষ্য করে বিএসএফ গুলি ছুঁড়ে। তার মামার ডান পাশের ঘাড়ে ও মাথায় গুলি লাগে। পরে তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরো পড়ুন:
ছবি তুলতে গিয়ে সীমান্ত অতিক্রম, দুই কিশোরকে ফেরত দিল বিএসএফ
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২ বাংলাদেশির মরদেহ উদ্ধার
সাতক্ষীরা সদর হাসপাতালের চিকিৎসক ডা. এবিএম আক্তার মারুফ জানান, ছররা গুলিবিদ্ধ হয়ে এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হয়েছেন। তার শরীরের ডান পাশের কয়েকটি স্থানে ছররা গুলি রয়েছে। চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে তিনি শঙ্কা মুক্ত।
সাতক্ষীরা ৩৩ বিজিবির ভোমরা ক্যাম্পের কমান্ডার জহির উদ্দীন বলেন, “আলমগীর গত ৩০ জুলাই অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে তার আত্নীয়ের বাড়িতে যান। আজ সোমবার অবৈধভাবে বাংলাদেশের আসার পথে বিএসএফর গুলিতে তিনি আহত হয়েছেন।”
ঢাকা/শাহীন/মাসুদ