ম্যানচেস্টার সিটির সামনে ছিল সহজ সমীকরণ। শেষ ষোলোতে যেতে চাই জয়। আর সেই লক্ষ্যপূরণের ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সে গোলের ঝড় তুলল সিটিজেনরা। ক্লাব বিশ্বকাপের ‘জি’ গ্রুপের ম্যাচে তারা ৬-০ গোলে হারিয়েছে আরব আমিরাতের ক্লাব আল আইনকে।

এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই শেষ ষোলো নিশ্চিত করেছে পেপ গার্দিওলার দল। একই সঙ্গে গ্রুপের অন্য দল জুভেন্টাসও জায়গা করে নিয়েছে পরবর্তী পর্বে।

ম্যাচে জোড়া গোল করেছেন ইলকায় গুন্দোয়ান। একটি করে গোল করেন আর্লিং হল্যান্ড, ক্লদিও এচেভেরি, অস্কার বব ও রায়ান শেরকি। তরুণ এচেভেরি এবং সদ্য দলে যোগ দেওয়া শেরকির জন্য এটি ছিল ম্যানসিটি জার্সিতে প্রথম গোল।

আরো পড়ুন:

১৪ কোটি টাকা জরিমানা গুনলো ম্যানসিটিকে

ক্লাব বিশ্বকাপে দুর্দান্ত সূচনা চ্যাম্পিয়ন ম্যানসিটির

নবম মিনিটে ম্যাচের গোল উৎসব শুরু হয় গুন্দোয়ানের পা থেকে। এরপর ফ্রি-কিকে এচেভেরি এবং পেনাল্টিতে হল্যান্ড প্রথমার্ধেই ব্যবধান বাড়ান। দ্বিতীয়ার্ধে ৭৩ মিনিটে আবারও গোল করেন গুন্দোয়ান। শেষ দিকে বদলি হিসেবে মাঠে নেমে গোল করেন অস্কার বব (৮৪ মিনিট) ও শেরকি (৮৯ মিনিট)।

দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে ম্যানসিটি। সমান পয়েন্ট হলেও গোল ব্যবধানে পিছিয়ে জুভেন্টাস রয়েছে দ্বিতীয় অবস্থানে। ফলে এই দুই দলের মধ্যকার বৃহস্পতিবারের ম্যাচে নির্ধারণ হবে গ্রুপ সেরা কে। 

ঢাকা/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ফ টবল গ ল কর

এছাড়াও পড়ুন:

গাজা অভিমুখী ফ্লোটিলা নৌবহরের সবশেষ জাহাজেরও নিয়ন্ত্রণ নিল ইসরায়েল

ত্রাণ নিয়ে গাজা অভিমুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নৌবহরের সবশেষ জাহাজটিও আটক করেছে ইসরায়েলি বাহিনী। গাজা উপকূলে আসলে ম্যারিনেট নামের জাহাজটির দখল নেয় ইসরায়েলি সৈন্যরা। এর আগে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নৌবহরের অন্যসব জাহাজের নিয়ন্ত্রণ নেয় ইসরায়েলি বাহিনী।

লাইভস্ট্রিম ভিডিওতে দেখা গেছে, শুক্রবার সকালে ইসরায়েলি বাহিনীর সদস্যরা জোর করে জাহাজটিতে উঠে পড়েন।

পোল্যান্ডের পতাকাবাহী ম্যারিনেট জাহাজটিতে ছয়জন ক্রু আছেন বলে জানা গেছে। এর আগে ম্যারিনেট বাদে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নৌ বহরের অন্য সব জাহাজের নিয়ন্ত্রণ নেয় ইসরায়েল। ম্যারিনেট জাহাজটিই শুধু চলছিল। এবার সেটিরও দখল নেওয়া হলো।

আরও পড়ুনগাজা অভিমুখী নৌবহরে ইসরায়েলি সেনাদের আক্রমণ, ধরে নেওয়া হলো অধিকারকর্মীদের১২ ঘণ্টা আগে

গাজা থেকে ১২৯ কিলোমিটার দূরে ভূমধ্যসাগরে থাকা অবস্থায় গতকাল রাতে ফ্লোটিলায় প্রথমবারের মতো সরাসরি বাধা দেয় ইসরায়েলি বাহিনী। গ্লোবাল সুমুদ ফ্লোটিলা সমুদ্রপথে গাজায় ত্রাণ নিয়ে যাওয়ার একটি বৈশ্বিক উদ্যোগ।

এই নৌবহরে রয়েছে ৪০টির বেশি বেসামরিক নৌযান। বহরে প্রায় ৪৪টি নৌযানে ৫০০ মানুষ রয়েছেন। তাঁদের মধ্যে যুক্তরাষ্ট্র, স্পেন, আয়ারল্যান্ড, ফ্রান্স, বেলজিয়ামের নাগরিকসহ ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচিত প্রতিনিধি, আইনজীবী, অধিকারকর্মী, চিকিৎসক ও সাংবাদিক রয়েছেন।

সম্পর্কিত নিবন্ধ