কাতারের আমিরের কাছে দুঃখ প্রকাশ ইরানের প্রেসিডেন্টের
Published: 25th, June 2025 GMT
কাতারের ভূখণ্ডে মার্কিন সামরিক ঘাঁটি আল উদেইদে গত সোমবার ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান।এ কারণে দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল থানির কাছে ‘দুঃখ প্রকাশ’ করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
কাতার আমিরের দপ্তর (দিওয়ান) থেকে এক বিবৃতিতে জানানো হয়, মঙ্গলবার টেলিফোনে কথা বলেছেন দুই নেতা। এ সময় ইরানের প্রেসিডেন্ট বলেন, হামলার লক্ষ্যবস্তু কাতার বা দেশটির জনগণ ছিল না। বরং কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল উদেইদ বিমান ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। এটি উপসাগরীয় দেশটির (কাতার) জন্য কোনো হুমকি নয়।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ফোনালাপে ইরানের প্রেসিডেন্ট জোর দিয়ে বলেছেন, একটি প্রতিবেশী ও মুসলিম দেশ হিসেবে কাতারের সঙ্গে ইরানের সম্পর্ক রয়ে যাবে। পেজেশকিয়ান আশা করেন, দুই দেশের সম্পর্ক সর্বদা সার্বভৌমত্ব আর সুপ্রতিবেশীসুলভ আচরণের নীতির ওপর ভিত্তি করে বজায় থাকবে।
গত সোমবার কাতারের ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের আল উদেইদ বিমান ঘাঁটিতে ১৯টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। মধ্যপ্রাচ্যে এটিই সবচেয়ে বড় মার্কিন সামরিক ঘাঁটি। কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, কাতারের প্রতিরক্ষা বাহিনী ১৮টি ক্ষেপণাস্ত্র নিষ্ক্রিয় করে।
এদিকে কাতারে মার্কিন ঘাঁটিতে হামলার নিন্দা জানিয়ে এ ঘটনাকে ‘কাতারের বিরুদ্ধে ইরানের আগ্রাসন’হিসেবে আখ্যা দেয় সৌদি আরব। সৌদি কর্তৃপক্ষ বলেছে, এই হামলা আন্তর্জাতিক আইন ও সুসম্পর্কের নীতিমালার সরাসরি লঙ্ঘন। সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা কাতারের পাশে আছে এবং কাতারের নেওয়া সব পদক্ষেপে পূর্ণ সমর্থন ও সহায়তা দেবে।
সংযুক্ত আরব আমিরাতও একইভাবে ইরানের এই হামলাকে তীব্র ভাষায় নিন্দা জানিয়েছে। তারা বলেছে, এটি কাতারের সার্বভৌমত্ব ও আকাশসীমার স্পষ্ট লঙ্ঘন। ইরানি হামলার পর কাতারের প্রতি পূর্ণ সমর্থন ও সংহতি প্রকাশ করেছে বাহরাইনও। এ ছাড়া গালফ কো-অপারেশন কাউন্সিলের মহাসচিব বলেছেন, কাতারের ভূখণ্ডে ইরানের এই হামলা শুধু কাতারের সার্বভৌমত্বের লঙ্ঘন নয়, বরং পুরো উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তার জন্য সরাসরি হুমকি। খবর আলজাজিরা ও বিবিসির।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
গাজীপুরে সাংবাদিক হত্যা মামলায় আরও এক আসামি গ্রেপ্তার
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার ঘটনায় শহিদুল ইসলাম (৩০) নামে আরও একজনকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ রোববার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ। এর আগে ওই মামলায় সাতজনকে গ্রেপ্তার করে পুলিশ।
কিশোরগঞ্জের ইটনা উপজেলা সদরের পুরানবাজার এলাকা থেকে গতকাল শনিবার দুপুরে শহিদুল ইসলামকে গ্রেপ্তার করে র্যাব-১৪। তিনি ময়মনসিংহের ত্রিশাল উপজেলার মৃত আবদুল করিমের ছেলে।
আরও পড়ুনগাজীপুরে সাংবাদিক হত্যা মামলায় ৭ আসামির দুই দিনের রিমান্ড১৪ ঘণ্টা আগেগাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন খান বলেন, ‘সাংবাদিক হত্যা মামলার আসামি শহিদুলকে র্যাব গ্রেপ্তার করে বাসন থানা-পুলিশের কাছে হস্তান্তর করেছে। তাঁকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।’
এই মামলায় গ্রেপ্তার অন্য আসামিরা হলেন জামালপুরের মেলান্দহ থানার মাহমুদপুর গ্রামের মোবারক হোসেনের ছেলে মিজান ওরফে কেটু মিজান (৩৪), তাঁর স্ত্রী পারুল আক্তার ওরফে গোলাপি (২৮), খুলনার সোনাডাঙ্গা থানার ময়লাপোতা গ্রামের মো. হানিফের ছেলে আল-আমীন (২১), পাবনার ফরিদপুর উপজেলার সোনাহারা গ্রামের নূর মোহাম্মদের ছেলে স্বাধীন, কুমিল্লার হোমনা থানার অনন্তপুর গ্রামের হানিফ ভূঁইয়ার ছেলে মো. শাহজালাল (৩২), পাবনার চাটমোহর থানার পাঁচবাড়িয়া গ্রামের কিয়ামদ্দিন হাসানের ছেলে মো. ফয়সাল হাসান (২৩), শেরপুরের নকলা থানার চিতলিয়া গ্রামের আবদুস সালামের ছেলে সুমন ওরফে সাব্বির (২৬)।
আরও পড়ুনমুঠোফোনে অস্ত্রধারীদের ভিডিও করছিলেন সাংবাদিক আসাদুজ্জামান, পরে তাঁকেই হত্যা করা হয়০৮ আগস্ট ২০২৫নিহত আসাদুজ্জামান তুহিন (৩৮) দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুর প্রতিনিধি ছিলেন। গত বৃহস্পতিবার রাতে অস্ত্রধারী সন্ত্রাসীদের ভিডিও করার সময় চন্দনা চৌরাস্তা এলাকায় তাঁকে কুপিয়ে হত্যা করা হয়।