মার্কিন ধনকুবের জেফ বেজোস ও সাবেক সাংবাদিক লরেন সানচেজের বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। কয়েক দিন ধরেই ইতালির ভেনিস শহরে জাঁকজমকপূর্ণ আয়োজনের প্রস্তুতি চলছিল। গতকাল বৃহস্পতিবার কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শুরু হয় তিন দিনব্যাপী বিয়ের আনুষ্ঠানিকতা।

আমন্ত্রিত অতিথিদের মধ্যে ধনকুবের বিল গেটস, ব্রিটিশ অভিনেতা অরল্যান্ডো ব্লুম ও জর্ডানের রানি ইতিমধ্যে ভেনিসে পৌঁছেছেন। এ ছাড়া যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টেলিভিশন উপস্থাপিকা অপরাহ উইনফ্রে, ক্রিনস জেনার ও কিম কার্ডাশিয়ানও যোগ দিয়েছেন বিয়েতে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা ট্রাম্প ও তাঁর জামাই জ্যারেড কুশনার গত মঙ্গলবার অনুষ্ঠানস্থলে পৌঁছান। তাঁরা ঘোরাঘুরি ও কেনাকাটা করে বাড়তি সময় কাজে লাগিয়েছেন।

শোবিজ, রাজনীতি ও আর্থিক জগতের ২০০ থেকে ২৫০ জন প্রথম সারির তারকার এই অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে। অনেকে এটিকে ‘শতাব্দীর বিয়ে’ হিসেবে আখ্যা দিয়েছেন। বিয়েতে আনুমানিক ৫ কোটি মার্কিন ডলার খরচ হতে পারে।

তবে বিশ্বের অন্যতম সুন্দর শহর ভেনিসে এই বিয়ের আয়োজন নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। বিক্ষোভকারীরা মনে করেন, ভেনিসকে অতিধনী বহিরাগতদের জন্য উপহার হিসেবে সাজিয়ে তোলা হয়েছে। তবে কেউ কেউ জাঁকজমকপূর্ণ ও ব্যয়বহুল এই বিয়ের আনন্দ উপভোগ করছেন।

জেফ বেজোস ও লরেন সানচেজ ভেনিসের বিলাসবহুল আমান হোটেলে উঠেছেন। ভেনিস, ইতালি, ২৬ জুন.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

মানুষের মন্দির

মানুষের মন্দির

এটি ছিল এক বিষণ্ন রাত

ফ্যাকাশে আলোর সঙ্গে,

হৈমন্তী চাঁদের আলোয়

আলোকসজ্জিত আকাশ।

আমরা আনন্দে একত্র হয়েছিলাম

শরতের রোদে রাঙা দুপুরে

আমাদের ঘামের ফসল হাতে

. . . . . . . . . . .

আমরা অক্লান্ত পরিশ্রম করেছি

আমাদের বপনের ঋতুতে

আমাদের যত্নের ঋতুতে,

আমরা ছিলাম অধ্যবসায়ী

আমরা ছিলাম নিবেদিত

আমাদের প্রচেষ্টা প্রতি,

এখন সময় এসেছে ফসল তোলার।

এই সব দিনে

আমরা ভোগ করি পরিশ্রমের ফসল

আমাদের আগে ছিল যারা,

বুঝি না আত্মত্যাগের মানে

যা জন্ম নিয়েছে

নিজের গড়া গৌরবের ছায়া হতে।

আমারও লোভার্ত হাত পৌঁছেছিল সেই আলমারিতে

একটি নিরবচ্ছিন্ন চেতনা নিয়ে,

প্রাচুর্যের মানে বুঝতে অপারগ,

এক নিঃশব্দ অস্বীকৃতির ভারে।

. . . . . . . . . . . .

এই সময়ে

কিছু মানুষ আছে,

আমার প্রতিবেশীরা,

আমার সহপথিক মানবেরা

অক্লান্ত পরিশ্রম করে, তবু ভোগে যন্ত্রণায়।

এদিকে আমার কঠিন চেতনা

আসে আর যায়

সহানুভূতির প্রাঙ্গণ দিয়ে,

ফেলে রেখে যায়

আমার জন্মগত ও ঈশ্বরপ্রদত্ত করুণা,

আমার অসংবেদনশীলতার দ্বারে।

.. . . . . . . . . . .

দশমাংশ কী,

এ কি শুধু এইটুকুই...

আমাদের সীমিত পকেট আর পার্স খালি করা

চাঁদার ঝুড়িতে ফেলার জন্য?

. . . . . . . .

আমি আমার দশম ভেড়া কোথায় দেব,

আমার দশম ছাগল,

আর কোন মন্দিরে...?

এ কি মানুষের তৈরি মন্দির,

ইট, চুনসুরকি আর কাঠ দিয়ে গড়া,

যেখানে আমরা জমায়েত হই

আমাদের স্বেচ্ছায় জমানো অস্থিরতা উজাড় করতে,

নাকি এটা তার চেয়ে বড় কিছু,

একটি মন্দির যা বিরাট কোনো চেতনার জগতে বিরাজমান,

যা আমাদের সকলকে আপন করে জড়িয়ে ধরে?

যখন

যখন সবকিছু ধসে পড়বে,

তখন তুমি কোথায় দাঁড়িয়ে থাকবে?

যখন আকাশ নিজেকে গুটিয়ে নেবে,

তখন তুমি কীভাবে নিশ্বাস নেবে?

যখন তারারা তাদের আলো নিভিয়ে দেবে,

তখন কি আমাদের স্বপ্ন দেখার ক্ষমতাটাও

অদৃশ্য হয়ে যাবে?

যখন হাসি ব্যথার জন্ম দেবে,

তখন কি আমরা

অর্থবোধক অনুভূতি থেকে

সম্পূর্ণ শূন্য হয়ে যাব?

যখন আমরা আর আহারের জন্য ক্ষুধার্ত থাকব না,

তখন কি আমরা সময়ের মৃত্যুযাত্রায়

নীরবে আত্মসমর্পণ করব?

যখন দিগন্তের শেষ

আমাদের সামনে দাঁড়াবে,

তখন কি আমরা ছুটে বেড়াব

সবকিছু মনে করতে, ফিরে পেতে

যা আমরা অবহেলা করেছি,

ধ্বংস করেছি, ভুলে গেছি?

যখন সব ‘কেন’র উত্তর মিলবে,

তখন কি আমরা অবশেষে বুঝতে পারব?

যেমন মি. স্মিথ বলেছিল নিওকে,

আমরা একধরনের ভাইরাস,

একটা বিপজ্জনক জাত

যাদের সবচেয়ে বড় ক্ষমতা হলো

ধ্বংস করার দক্ষতা।

এই আত্মনির্মিত দুঃস্বপ্ন

কবে শেষ হবে?

কবে?

সম্পর্কিত নিবন্ধ