মাধবপুরে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের ‘এসএম ফয়সল শিক্ষাবৃত্তি’ প্রদান
Published: 28th, June 2025 GMT
হবিগঞ্জের মাধবপুরে সরকারি মাধ্যমিক ও দাখিল মাদ্রাসার মেধাবী শিক্ষার্থীদের মাঝে ‘এসএম ফয়সল শিক্ষাবৃত্তি’ দেওয়া হয়েছে। শনিবার সকাল ১১টার দিকে উপজেলার সায়হাম কটন মিলের মাল্টিপারপাস হলরুমে এই শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ দিন বিদ্যালয় ও মাদ্রাসার ষষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত মেধা তালিকা অর্জনকারী ৯ শিক্ষা প্রতিষ্ঠানের দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ৯ লাখ টাকা আর্থিক প্রণোদনা দেওয়া হয়।
আয়োজকরা জানান, দেশের অন্যতম বৃহৎ পরিবেশ বান্ধব সায়হাম শিল্প কারখানার চেয়ারম্যান শিল্পপতি সৈয়দ মো.
শিক্ষার্থীদের উদ্দেশ্যে এসএম ফয়সল মেধাবৃত্তির স্বপ্নদ্রষ্টা সৈয়দ মো. ফয়সল বলেন, ‘আধুনিক বিশ্বায়নের যুগে এখন মেধা ও কর্মের প্রতিযোগিতা হচ্ছে। বিশ্ব দরবারে বাংলাদেশকে মাথা উঁচু করে ঠিকে থাকতে হলে মানসম্পন্ন লেখাপড়া করতে হবে। কোনো মেধাবী ও দরিদ্র ছেলেমেয়ের যাতে অর্থের অভাবে পড়াশোনা বন্ধ না হয় সেদিকে আমাদের সহায়তা অব্যাহত থাকবে। আমরা চাই, বর্তমান প্রজন্মের হাত ধরে বাংলাদেশ একটি উন্নত দেশে পরিণত হবে। অসৎ সঙ্গ ও মাদক থেকে দূরে থাকতে হবে। কারণ, মাদক জীবন ধ্বংস করে দেয়, এটি জাতির শক্র।’ এ সময় সবকটি শিক্ষা প্রতিষ্ঠানে তিনি খেলাধুলার সামগ্রী প্রদানের ঘোষণা দেন।
মো. ফয়সল শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরও বলেন, ‘জনগণের সম্পদ লুট করা যাবে না। দুর্নীতি-চাঁদাবাজিকে বয়কট করতে হবে।’
আজ ৯ শিক্ষা প্রতিষ্ঠানকে ৯ লাখ টাকা শিক্ষা বৃত্তি প্রদান করা হয়। এবার উপজেলার ৩২ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানকে বৃত্তির জন্য সর্বমোট ৩২ লাখ টাকা প্রদান করা হচ্ছে।
উৎস: Samakal
কীওয়ার্ড: ম ধবপ র ফয়সল শ ক ষ ম ধবপ র ম ফয়সল উপজ ল
এছাড়াও পড়ুন:
শেখ হাসিনার প্রকাশ্য ফাঁসির ব্যবস্থা করতে হবে: রাশেদ
জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, “শেখ হাসিনার বিরুদ্ধে তিনটি অভিযোগ প্রমাণিত হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি অভিযোগে শেখ হাসিনাকে আমৃত্যু কারাদণ্ড এবং অন্য দুটি অপরাধে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আমি মহান রাব্বুল আলামিন আল্লাহর দরবারে উক্ত রায়ে শুকরিয়া আদায় করছি।”
সোমবার (১৭ নভেম্বর) শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রাশেদ প্রধান বলেন, “গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে কার্যকরী পদক্ষেপ নিতে হবে। ভবিষ্যতে শেখ হাসিনার মতো নতুন কোনো ফ্যাসিস্ট যাতে তৈরি না হয় সেই লক্ষ্যে একটা দৃষ্টান্ত তৈরি করা প্রয়োজন। শেখ হাসিনার ফাঁসির আদেশ কার্যকর করতে হবে এবং প্রকাশ্য ফাঁসির ব্যবস্থা করতে হবে।”
আরো পড়ুন:
আন্তর্জাতিক গণমাধ্যমে শেখ হাসিনার রায়ের খবর
রায় প্রত্যাখ্যান নিষিদ্ধ আওয়ামী লীগের
ঢাকা/নঈমুদ্দীন/এসবি