Samakal:
2025-08-14@14:23:17 GMT

স ম সা ম য়ি ক

Published: 28th, June 2025 GMT

স ম সা ম য়ি ক

সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়, প্রেম, অতঃপর ভবিষ্যতে স্বপ্নীল জীবনের টানে প্রিয়জনের হাত ধরে ঘর থেকে বেরিয়ে এসে অন্ধকার জগতে পা ফেলা। কেউ সেখান থেকে বেরোতে পারে, আবার কেউ পারে না। সম্প্রতি এমনই একটি ঘটনা ঘটেছে নোয়াখালীর একজন নারীর সঙ্গে। জেলার সুধারাম উপজেলার দশম শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে ফেসবুকে প্রেমের ফাঁদে ফেলে ঢাকায় এনে ধর্ষণ ও যৌনপল্লিতে বিক্রির অভিযোগে সাতক্ষীরার দুই তরুণের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগীর মা। ২১ জুন সুধারাম থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়। মামলার এজাহারে বলা হয়, গত ৬ মে সাতক্ষীরার এক তরুণের সঙ্গে প্রেমের সম্পর্কের সূত্র ধরে ওই ছাত্রী বাড়ি থেকে বেরিয়ে ঢাকায় যায়। যাত্রাবাড়ীর এক হোটেলে তাকে প্রায় ২০ দিন আটকে রেখে একাধিকবার ধর্ষণ করা হয়। পরে ওই তরুণের এক বন্ধু ঢাকার একটি যৌনপল্লিতে মেয়েটিকে বিক্রি করে দেয়। সেখানে ১০ দিন আটকে থাকার পর আরেক নারীর ফোনে মেয়েটি পরিবারের সঙ্গে যোগাযোগ করলে ‘প্রটেক্ট আওয়ার সিস্টার বিডি’ নামে একটি সংগঠন তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: গল প

এছাড়াও পড়ুন:

না’গঞ্জ সদর উপজেলার আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত 

নারায়ণগঞ্জ  সদর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার  (১৪ আগষ্ট) সকালে সদর উপজেলা কার্যালয় সভাকক্ষে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা শিরিন'র সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) সদর সার্কেলের দেবযানী কর, সহকারি কমিশনার (ভূমি) ফতুল্লা সার্কেলের মোহাম্মদ আসাদুজ্জামান নূর ও সহকারি কমিশনার (ভূমি) সিদ্ধিরগঞ্জ সার্কেলের সাদিয়া আক্তার।

সভায় অবৈধ অস্ত্র, মাদক, হানী ট্র্যাপ, কিশোর গ্যাং, মামলা দায়ের ও নিষ্পত্তি, মৎস্য ও জলাবদ্ধতাসহ বিবিধ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাছির আহমদ, ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শরিফুল  ইসলাম ও সিদ্ধিরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহীনূর আলম, সদর উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানসহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-প্রশাসনিক কর্মকর্তাগণ।
 

সম্পর্কিত নিবন্ধ