সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়, প্রেম, অতঃপর ভবিষ্যতে স্বপ্নীল জীবনের টানে প্রিয়জনের হাত ধরে ঘর থেকে বেরিয়ে এসে অন্ধকার জগতে পা ফেলা। কেউ সেখান থেকে বেরোতে পারে, আবার কেউ পারে না। সম্প্রতি এমনই একটি ঘটনা ঘটেছে নোয়াখালীর একজন নারীর সঙ্গে। জেলার সুধারাম উপজেলার দশম শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে ফেসবুকে প্রেমের ফাঁদে ফেলে ঢাকায় এনে ধর্ষণ ও যৌনপল্লিতে বিক্রির অভিযোগে সাতক্ষীরার দুই তরুণের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগীর মা। ২১ জুন সুধারাম থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়। মামলার এজাহারে বলা হয়, গত ৬ মে সাতক্ষীরার এক তরুণের সঙ্গে প্রেমের সম্পর্কের সূত্র ধরে ওই ছাত্রী বাড়ি থেকে বেরিয়ে ঢাকায় যায়। যাত্রাবাড়ীর এক হোটেলে তাকে প্রায় ২০ দিন আটকে রেখে একাধিকবার ধর্ষণ করা হয়। পরে ওই তরুণের এক বন্ধু ঢাকার একটি যৌনপল্লিতে মেয়েটিকে বিক্রি করে দেয়। সেখানে ১০ দিন আটকে থাকার পর আরেক নারীর ফোনে মেয়েটি পরিবারের সঙ্গে যোগাযোগ করলে ‘প্রটেক্ট আওয়ার সিস্টার বিডি’ নামে একটি সংগঠন তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: গল প
এছাড়াও পড়ুন:
প্রতিমা বিসর্জনের নৌকা থেকে আত্রাই নদে পড়ে কিশোর নিখোঁজ
নওগাঁর মহাদেবপুর উপজেলায় আত্রাই নদে প্রতিমা বিসর্জনের সময় নৌকা থেকে পড়ে রনি (১৬) নামের এক কিশোর নিখোঁজ হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আত্রাই নদের মহাদেবপুর শিবগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ রনি জেলার মান্দা উপজেলার বানডুবি গ্রামের রণজিত হাওলাদারের ছেলে। ঘটনার পর তাকে উদ্ধারের জন্য কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
স্থানীয় লোকজন ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, দুর্গাপূজায় প্রতিমা বিসর্জনের অংশ হিসেবে প্রতিবারের মতো এবারও আত্রাই নদে প্রতিমা ভাসানোর আয়োজন করা হয়েছিল। স্থানীয় মানুষ, পরিবারের সদস্য, বন্ধুবান্ধবসহ অনেকে নৌকা নিয়ে নদীতে ঘুরছিলেন। এর মধ্যে রনি যে নৌকায় ছিল, সেটি মহাদেবপুর উপজেলার শিবগঞ্জ এলাকায় পৌঁছায়। হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে রনি নৌকা থেকে নদীতে পড়ে নিখোঁজ হয়। এ সময় নৌকায় রনির সঙ্গে থাকা লোকজন দ্রুত থানা-পুলিশকে খবর দেন। পুলিশের সহযোগিতায় স্থানীয় ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধারকাজ শুরু করে। তবে আজ সকাল ১০টা পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন রেজা প্রথম আলোকে বলেন, নিখোঁজ কিশোরকে দ্রুত উদ্ধারের জন্য ফায়ার সার্ভিসের ডুবুরি দল সর্বোচ্চ চেষ্টা করছে। ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজনের সহযোগিতায় তল্লাশি চলছে।