সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়, প্রেম, অতঃপর ভবিষ্যতে স্বপ্নীল জীবনের টানে প্রিয়জনের হাত ধরে ঘর থেকে বেরিয়ে এসে অন্ধকার জগতে পা ফেলা। কেউ সেখান থেকে বেরোতে পারে, আবার কেউ পারে না। সম্প্রতি এমনই একটি ঘটনা ঘটেছে নোয়াখালীর একজন নারীর সঙ্গে। জেলার সুধারাম উপজেলার দশম শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে ফেসবুকে প্রেমের ফাঁদে ফেলে ঢাকায় এনে ধর্ষণ ও যৌনপল্লিতে বিক্রির অভিযোগে সাতক্ষীরার দুই তরুণের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগীর মা। ২১ জুন সুধারাম থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়। মামলার এজাহারে বলা হয়, গত ৬ মে সাতক্ষীরার এক তরুণের সঙ্গে প্রেমের সম্পর্কের সূত্র ধরে ওই ছাত্রী বাড়ি থেকে বেরিয়ে ঢাকায় যায়। যাত্রাবাড়ীর এক হোটেলে তাকে প্রায় ২০ দিন আটকে রেখে একাধিকবার ধর্ষণ করা হয়। পরে ওই তরুণের এক বন্ধু ঢাকার একটি যৌনপল্লিতে মেয়েটিকে বিক্রি করে দেয়। সেখানে ১০ দিন আটকে থাকার পর আরেক নারীর ফোনে মেয়েটি পরিবারের সঙ্গে যোগাযোগ করলে ‘প্রটেক্ট আওয়ার সিস্টার বিডি’ নামে একটি সংগঠন তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: গল প
এছাড়াও পড়ুন:
শেখ হাসিনার প্রকাশ্য ফাঁসির ব্যবস্থা করতে হবে: রাশেদ
জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, “শেখ হাসিনার বিরুদ্ধে তিনটি অভিযোগ প্রমাণিত হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি অভিযোগে শেখ হাসিনাকে আমৃত্যু কারাদণ্ড এবং অন্য দুটি অপরাধে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আমি মহান রাব্বুল আলামিন আল্লাহর দরবারে উক্ত রায়ে শুকরিয়া আদায় করছি।”
সোমবার (১৭ নভেম্বর) শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রাশেদ প্রধান বলেন, “গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে কার্যকরী পদক্ষেপ নিতে হবে। ভবিষ্যতে শেখ হাসিনার মতো নতুন কোনো ফ্যাসিস্ট যাতে তৈরি না হয় সেই লক্ষ্যে একটা দৃষ্টান্ত তৈরি করা প্রয়োজন। শেখ হাসিনার ফাঁসির আদেশ কার্যকর করতে হবে এবং প্রকাশ্য ফাঁসির ব্যবস্থা করতে হবে।”
আরো পড়ুন:
আন্তর্জাতিক গণমাধ্যমে শেখ হাসিনার রায়ের খবর
রায় প্রত্যাখ্যান নিষিদ্ধ আওয়ামী লীগের
ঢাকা/নঈমুদ্দীন/এসবি