সিনেটে উৎরে গেল ট্রাম্পের ‘বিগ, বিউটিফুল বিল’
Published: 29th, June 2025 GMT
যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটের রিপাবলিকানরা দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘বিগ, বিউটিফুল বিল’ পাসের পথে এক ধাপ অগ্রসর হলো। বিশাল ব্যয় এবং কর কমানোর বিলটি উচ্চকক্ষে আলোচনার জন্য উঠবে কিনা, শনিবার রাতে সেই ভোট হয়েছে। তাতে ট্রাম্পের এই ‘বিগ, বিউটিফুল বিল’ ৫১-৪৯ ব্যবধানে উৎরেছে বলে জানিয়েছে সিএনএন।
এখন সিনেটররা বিলটি নিয়ে আলোচনা ও বিতর্ক করবেন; সুযোগ থাকবে নানান সংশোধনী ঢোকানোরও। বিলটি আইনে পরিণত হলে এর হাত ধরে ফেডারেল করের পরিমাণ কমবে, সামরিক খাত ও সীমান্ত নিরাপত্তায় ব্যয় বাড়বে এবং মেডিকেইডের মতো কর্মসূচিতে কম ব্যয় হবে।
ট্রাম্প ৪ জুলাইয়ের মধ্যে বিলে স্বাক্ষর করে সেটিকে আইনে পরিণত করতে চান। কিন্তু সে পর্যন্ত যেতে বিলটিকে আরও বেশ কয়েকটি ধাপ পাড়ি দিতে হবে।
তর্কবিতর্কের পর সিনেটে সংশোধনীসহ গৃহীত হলে বিলটি ফের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে আলোচনা ও ভোটের জন্য যাবে। দুই কক্ষ বিলের একই সংস্করণে একমত না হওয়া পর্যন্ত প্রেসিডেন্ট তাতে স্বাক্ষর করতে পারবেন না।
শনিবার রাতের ৫১-৪৯ ব্যবধানে জেতাকে ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে ‘অসাধারণ বিজয়’ বলে অভিহিত করেছেন। এ জন্য চার রিপাবলিকান রিক স্কট, মাইক লি, রন জনসন ও সিনথিয়া লামিসকে ধন্যবাদও দিয়েছেন তিনি। এদিন দুই রিপাবলিকান বিপক্ষেও ভোট দিয়েছেন। তারা হলেন– থম তিলিস ও র্যান্ড পল। ট্রাম্প পরে এ দু’জনের সমালোচনা করেছেন।
দোদুল্যমান রিপাবলিকানদের মন জয় করতে এদিন ক্যাপিটলে যান ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও। তিনি কয়েক সিনেটরের সঙ্গে দেখা করে তাদের ভোট পক্ষে আনার জোর চেষ্টা চালান। সিনেটর লিসা মুরকোওস্কি প্রথমে বিলটি সিনেটে আলোচনার জন্য উত্থাপনের বিপক্ষে অবস্থান নেবেন বলে জানালেও তাঁর রাজ্য আলাস্কার সুবিধা হবে– এমন কিছু জিনিস বিলে সংযুক্ত হওয়ার পর তিনি মত বদলান।
এদিকে সিনেটের ডেমোক্র্যাটরা বিলটি পাস যেন দেরিতে হয়, তা নিশ্চিতে পার্লামেন্টের সহকারীদের পুরো বিলটি জোরে জোরে পড়ার দায়িত্ব দিয়েছেন, যা শেষ হতে ১০ থেকে ১৫ ঘণ্টা পর্যন্ত লেগে যেতে পারে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: র প বল ক ন
এছাড়াও পড়ুন:
গাজা অভিমুখী ফ্লোটিলা নৌবহরের সবশেষ জাহাজেরও নিয়ন্ত্রণ নিল ইসরায়েল
ত্রাণ নিয়ে গাজা অভিমুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নৌবহরের সবশেষ জাহাজটিও আটক করেছে ইসরায়েলি বাহিনী। গাজা উপকূলে আসলে ম্যারিনেট নামের জাহাজটির দখল নেয় ইসরায়েলি সৈন্যরা। এর আগে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নৌবহরের অন্যসব জাহাজের নিয়ন্ত্রণ নেয় ইসরায়েলি বাহিনী।
লাইভস্ট্রিম ভিডিওতে দেখা গেছে, শুক্রবার সকালে ইসরায়েলি বাহিনীর সদস্যরা জোর করে জাহাজটিতে উঠে পড়েন।
পোল্যান্ডের পতাকাবাহী ম্যারিনেট জাহাজটিতে ছয়জন ক্রু আছেন বলে জানা গেছে। এর আগে ম্যারিনেট বাদে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নৌ বহরের অন্য সব জাহাজের নিয়ন্ত্রণ নেয় ইসরায়েল। ম্যারিনেট জাহাজটিই শুধু চলছিল। এবার সেটিরও দখল নেওয়া হলো।
আরও পড়ুনগাজা অভিমুখী নৌবহরে ইসরায়েলি সেনাদের আক্রমণ, ধরে নেওয়া হলো অধিকারকর্মীদের১২ ঘণ্টা আগেগাজা থেকে ১২৯ কিলোমিটার দূরে ভূমধ্যসাগরে থাকা অবস্থায় গতকাল রাতে ফ্লোটিলায় প্রথমবারের মতো সরাসরি বাধা দেয় ইসরায়েলি বাহিনী। গ্লোবাল সুমুদ ফ্লোটিলা সমুদ্রপথে গাজায় ত্রাণ নিয়ে যাওয়ার একটি বৈশ্বিক উদ্যোগ।
এই নৌবহরে রয়েছে ৪০টির বেশি বেসামরিক নৌযান। বহরে প্রায় ৪৪টি নৌযানে ৫০০ মানুষ রয়েছেন। তাঁদের মধ্যে যুক্তরাষ্ট্র, স্পেন, আয়ারল্যান্ড, ফ্রান্স, বেলজিয়ামের নাগরিকসহ ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচিত প্রতিনিধি, আইনজীবী, অধিকারকর্মী, চিকিৎসক ও সাংবাদিক রয়েছেন।