সার্বিয়ার রাজধানী বেলগ্রেডে গত শনিবার আগাম নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের নেতৃত্বে প্রায় ১ লাখ ৪০ হাজার মানুষ বিক্ষোভ করেছেন, যা গত কয়েক মাসের মধ্যে সবচেয়ে বড় সমাবেশ। এতে দেশটির জনতুষ্টবাদী সরকারের ওপর চাপ আরও বাড়ল।  
গত নভেম্বরে সার্বিয়ার নোভি সাদ শহরের একটি রেলস্টেশনের ছাদ ধসে ১৬ জন নিহত হওয়ার পর থেকে দেশটিতে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করে। এ দুর্ঘটনার জন্য দেশটিতে দীর্ঘদিন ধরে চলে আসা দুর্নীতিকে দায়ী করছেন তাঁরা।

শনিবার বেলগ্রেডের প্রধান চত্বর এবং আশপাশের কয়েকটি রাস্তা জনসমাগমে ভরে যায়। স্বাধীন বিক্ষোভ পর্যবেক্ষণ সংস্থা ‘আর্কাইভ অব পাবলিক গ্যাদারিংস’–এর মতে, বিক্ষোভকারীর সংখ্যা প্রায় ১ লাখ ৪০ হাজার। কিন্তু পুলিশ জানিয়েছে, বিক্ষোভকারীর সংখ্যা মাত্র ৩৬ হাজার।

বিক্ষোভকারীরা ‘আমরা নির্বাচন চাই’ স্লোগানে স্লোগানে পরিবেশ উত্তপ্ত করে তোলেন। তাঁদের হাতে সার্বিয়ার বিভিন্ন নগর ও শহরের নামের পোস্টার দেখা যায়। এর মধ্য দিয়ে তাঁরা কে কোন স্থান থেকে এসেছেন, তা বোঝানো হয়েছে।

ছয় মাসের বেশি সময় ধরে শিক্ষার্থীরা সার্বিয়ার বিশ্ববিদ্যালয়গুলো অবরোধ করে রেখেছেন, দেশজুড়ে বড় বড় বিক্ষোভের আয়োজন করেছেন এবং নিহতের ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানাচ্ছেন।

শনিবারের বিক্ষোভ আগের শান্তিপূর্ণ সমাবেশগুলোর চেয়ে ভিন্ন ছিল। এবার বিক্ষোভকারী ও পুলিশদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। পুলিশ বিক্ষোভকারীদের দিকে কাঁদানে গ্যাসের শেল ও স্টান গ্রেনেড ছুড়েছে। আর বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে আতশবাজি ছুড়েছে।

পুলিশপ্রধান ড্রাগান বাসিলজেভিচ বলেছেন, বিক্ষোভকারীরা পুলিশের ওপর হামলা চালালে তাঁরাও পাল্টা লাঠিপেটা করেন। কিন্তু ‘রাসায়নিক অস্ত্র’ ব্যবহার করা হয়নি বলে দাবি করেছেন তিনি।

বিক্ষোভস্থল থেকে অনেককে আটক করা হয়েছে। ছয়জন পুলিশ ও দুজন বিক্ষোভকারী আহত হয়েছেন।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

পিঠ চাপড়ে দিব‍্যকে আদর করে দিলেন আমির খান

বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’কে সামনে পেয়ে কার না হৃদস্পন্দন বেড়ে যায়! অস্ট্রেলিয়ার মেলবোর্নের রাস্তায় এমনই এক অপ্রত্যাশিত মুহূর্তের মুখোমুখি হলেন বাংলাদেশের তরুণ অভিনেতা দিব্য জ্যোতি। স্বপ্নের নায়ক আমির খানের সঙ্গে পরিচয়, প্রাণখোলা আলাপ, আর শ্যাম বেনেগালের সঙ্গে কাজের কথা শুনে পিঠ চাপড়ে ভালোবাসায় ভরিয়ে দিলেন তিনি—যা দিব্যর শিল্পীজীবনের স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) সামাজিক মাধ্যমে আমির খানের সঙ্গে দিব্য জ্যোতির একটি ছবি শেয়ার করেছেন শাহনাজ খুশি।

সেই ছবিতে দেখা যায়, আমির খানের পাশে দাঁড়িয়ে আছেন দিব্য। কাঁধে ব্যাগ, পরনে শার্টের ওপরে ফুল স্লিভ সোয়েটার। এদিকে আমির খানের পরনে কালো কুর্তা, সাদা পাজামা।

আরো পড়ুন:

এখনও হৃতিক সুজানের বন্ধুত্ব রয়ে গেছে

গান হলো কিন্তু সংসারটা ঠিকমতো হলো না অলকার

স্বপ্নের নায়ককে কাছে পেয়ে কথা বলেছেন, ছবি তোলারও সুযোগ হাতছাড়া করেননি দিব্য। শাহনাজ খুশি লিখেছেন, ‌‍‍‍‍"অস্ট্রেলিয়ার মেলবোর্নে রাস্তায় দিব‍্যর স্বপ্নের নায়ক আমির খানের সাথে হঠাৎ দেখা! অতঃপর বাংলাদেশের অভিনেতা হিসাবে পরিচয় দেওয়া, কথা বলা।"

ভারতের নন্দিত পরিচালক শ্যাম বেনেগালের সঙ্গে ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায় কাজের সুযোগ হয়েছে দিব্যর। সে কথা শোনার পর ‘মিস্টার পারফেকশনিস্ট’ অন্যরকম আন্তরিকতা দেখিয়েছেন বলেও জানালেন খুশি।

শাহনাজ খুশি লিখেছেন, "মুম্বাইয়ে শ্যাম বেনেগাল স্যারের সাথে কাজের কথা শুনে অত‍্যন্ত আন্তরিকভাব দেখিয়েছেন আমির খান। সেই সঙ্গে দিব্যর পিঠ চাপড়ে আদর করে দিয়েছেন! কারণ, বেনেগাল স্যারের অতিশয় ভক্ত এবং তার জন্য গর্বিতও আমির খানও।"

শেষে তিনি লিখেছেন, "অচেনা-অখ‍্যাত একজন শিল্পীর প্রতি আমির খানের মতো একজন শিল্পীর এমন বিনয় নিঃশ্চয় দিব‍্যর জন্যও শিক্ষণীয় হয়ে থাকবে।"

নাট্যকার-অভিনেতা বৃন্দাবন দাস ও অভিনেত্রী শাহনাজ খুশির জমজ দুই সন্তান। একজনের নাম সৌম্য জ্যোতি, অন্যজন দিব্য জ্যোতি। পড়াশোনার পাশাপাশি তারা এখন নাটক, ওটিটি ও সিনেমায় নিয়মিত অভিনয় করছেন। মা-বাবার মতো হয়ে উঠেছেন শোবিজের প্রিয়মুখ।

ঢাকা/রাহাত/ফিরোজ

সম্পর্কিত নিবন্ধ