ডার্বিশায়ার থেকে রংপুর রাইডার্সকে কোচিং করাবেন আর্থার
Published: 30th, June 2025 GMT
গ্লোবাল সুপার লিগ খেলতে আগামী মাসে গায়ানা যাবে রংপুর রাইডার্স। টুর্নামেন্টে স্বশরীরে অংশ নেবেন না দলটির কোচ মিকি আর্থার। তবে ৭৫০০ কিলোমিটার দূরে বসে কোচের দায়িত্ব পালন করবেন। রংপুর রাইডার্সের টিম ডিরেক্টর শানিয়ান তানিম এমনটাই জানিয়েছেন।
রংপুর রাইডার্সের জার্সি উন্মোচন অনুষ্ঠান শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তানিম জানান, ডার্বিশায়ারে কাউন্টি দলের দায়িত্বে থাকায় এবং কাউন্টি লিগ চলায় মিকি আর্থার দলে যোগ দিতে পারবেন না। সেজন্য তারা গ্রেগ স্মিথকে কোচের দায়িত্ব দিয়েছেন। আর্থারের নির্দেশনায় তিনি দল পরিচালনা করবেন।
তানিম বলেন, ‘মিকি আর্থার ডার্বিশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাবের কোচের দায়িত্ব পালন করছেন, কাউন্টি চ্যাম্পিয়নশিপও চলছে। তিনি তাই আপাতত দলের সঙ্গে যোগ দিতে পারবেন না। সেজন্য আমরা গ্রেগ স্মিথকে হেড কোচের দায়িত্ব দিয়েছে। তিনি আর্থারের আস্থাভাজন। আর্থার দলের খেলোয়াড়দের সঙ্গে যোগাযোগ রাখবেন এবং কাজ দেখিয়ে দেবেন।’
মিকি আর্থার জিএসএলের গত আসরে রংপুর রাইডার্সের হেড কোচ ছিলেন। বিপিএলেও রংপুর রাইডার্সের সঙ্গে ছিলেন তিনি। গায়ানার উইকেট সম্পর্কে তার ধারণা আছে। এসব বিবেচনা করে কোন দলের বিপক্ষে পরিকল্পনা কেমন হবে, এসব বিষয়ে ডার্বিশায়ার থেকে কাজ করবেন। রংপুরও তার ওপর আস্থা রাখছেন।
রংপুর রাইডার্সের দল: নুরুল হাসান (অধিনায়ক), সৌম্য সরকার, মোহাম্মদ নাঈম, মাহিদুল ইসলাম, কামরুল রাব্বি, মোহাম্মদ সাইফ, আবু হায়দার, রাকিবুল হাসান, ইয়াসির আলী, কাইল মেয়ার্স, তাবরেজ শামসি, ইব্রাহিম জাদরান, আকিফ জাভেদ, ইফতিখার আহমেদ, হারমিত সিং, খাজা নাফি।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ব প এল ক উন ট আর থ র
এছাড়াও পড়ুন:
যুক্তরাষ্ট্রের মাটিতে পুতিনকে কেন গ্রেপ্তার করা হবে না
যুদ্ধাপরাধের অভিযোগে ২০২৩ সালের মার্চে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন সে সময় পুতিনকে একজন ‘যুদ্ধাপরাধী’ আখ্যায়িত করে বলেছিলেন, এই গ্রেপ্তারি পরোয়ানা ন্যায়সংগত। তবে যুক্তরাষ্ট্র আইসিসির সদস্য কোনো দেশ নয়।
২০০০ সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট বিল ক্লিনটন রোম সংবিধিতে স্বাক্ষর করেছিলেন, ওই সংবিধির আলোকে আন্তর্জাতিক অপরাধ আদালত প্রতিষ্ঠা করা হয়েছিল। কিন্তু যুক্তরাষ্ট্রের সিনেট কখনো ওই চুক্তিকে আইনগতভাবে বাধ্যতামূলক করার জন্য অনুসমর্থনের জন্য পদক্ষেপ নেয়নি।
বিল ক্লিনটন রোম সংবিধিতে স্বাক্ষরের দুই বছর পর যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক অপরাধ আদালতের সঙ্গে যুক্তরাষ্ট্রের সব ধরনের সম্পৃক্ততার অবসান ঘটান। এর পেছনে যুক্তি হিসেবে তিনি বলেছিলেন, প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে।
সে কারণে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানার কার্যকারিতা আমেরিকার মাটিতে নেই।
এদিকে ট্রাম্প প্রশাসন প্রকাশ্যে আইসিসির প্রতি বৈরিতা করছে। নেদারল্যান্ডসের হেগ শহরে অবস্থিত এই আদালতের বেশ কয়েকজন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ওয়াশিংটন। আফগানিস্তানে যুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের সেনারা যুদ্ধাপরাধ করেছেন, এমন অভিযোগের তদন্ত করায় আইসিসির ওই সব কর্মকর্তার বিরুদ্ধে এ পদক্ষেপ নেয় ট্রাম্প প্রশাসন।
আইসিসির এখতিয়ারের এই ঘাটতিই পুতিনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আজকের বৈঠকের স্থান হিসেবে আলাস্কাকে বেছে নেওয়ার একটি কারণ হতে পারে।
অবশ্য আইসিসির স্বাক্ষরকারী দেশ মঙ্গোলিয়ায় ২০২৩ সালের আগস্টে সফর করেছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সে সময় তাঁকে গ্রেপ্তারি পরোয়ানা তামিলের অনুরোধ করা হলেও তাতে অস্বীকৃতি জানিয়েছিল দেশটি। সে জন্য মঙ্গোলিয়াকে কোনো পরিণতি ভোগ করতে হয়নি।
শেষ পর্যন্ত আন্তর্জাতিক আইন কেবল ততটাই কার্যকর হয়, যতটা দেশগুলোর সরকার এবং তাদের নেতারা কার্যকর করতে চান। আর এই ক্ষেত্রে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করতে চান এবং এই সাক্ষাৎ তাঁর পছন্দ মতো করতে তাঁকে আটকানোর মতো কিছুই নেই।