শাহ্জালাল ইসলামী ব্যাংকে ‘আর্থিক খাতে অংশগ্রহণ নারীর অধিকার’ শীর্ষক সেমিনার
Published: 30th, June 2025 GMT
‘আর্থিক খাতে অংশগ্রহণ নারীর অধিকার’ শীর্ষক এক সেমিনারের আয়োজন করেছে শাহ্জালাল ইসলামী ব্যাংক। গত শনিবার ব্যাংকের উত্তরা শাখায় এ সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদের সভাপতিত্বে বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের পরিচালক মো. ইকবাল মহসীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সেমিনারে নারী উদ্যোক্তাসহ বিভিন্ন পর্যায়ের প্রায় ৪০ জন অংশ নেন। এতে বক্তারা আর্থিক খাতে পুরুষের পাশাপাশি নারীর আর্থিক শিক্ষার গুরুত্বকে তুলে ধরার পাশাপাশি নারীর অধিকার ও ক্ষমতায়নের বিষয়টি গুরুত্বের সঙ্গে উপস্থাপন করেন।
এতে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এম এম সাইফুল ইসলাম, ব্যাংকের রিস্ক ম্যানেজমেন্ট বিভাগের ইভিপি মো.
উৎস: Samakal
কীওয়ার্ড: আর থ ক
এছাড়াও পড়ুন:
ছায়া ফেলে যায় না
যে চলে যায় জীবনে গন্ধ পর্যন্ত না ফেলে,
এমনকি ছায়াও না, সে কি
ছিল কোথাও?
অথচ সে ছিল। শেওলার বাকলে এঁকেছিল
পরানকাব্য, জল থেকে বরফ খসে পড়ে,
নড়ে উঠেছিল রোদ সানকির জলে।
গোলাপি ন্যাপকিন ছুড়ে
দ্রোহে ফেটে পড়ত প্রায়শ।
তখন নিজের বাদ্য বাজাত না বাতাসেরা
ঠিকরে উঠত সে তীব্র অবিচারে,
আর তার ছায়া হনহন জলাশয়
কিংবা পাথরের সাথে ধাক্কা খেত।
তখন আলো জ্বলে উঠত ফসলের দিনগুলির।
বউ ছিল শিশু ছিল—এমন জীবনের মুখে
তীব্র মুখর ছুড়ে দিয়ে
ধীরে ধীরে সে অতলে
তলিয়ে গেল।
ছায়াতাড়িত পৃথিবীতে
ছায়ামাত্র না রেখেই।